বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাকরি বিক্রি যাদের কাজ তারা তো বলবেই আমার মানসিক চিকিৎসা প্রয়োজন: বিকাশরঞ্জন

চাকরি বিক্রি যাদের কাজ তারা তো বলবেই আমার মানসিক চিকিৎসা প্রয়োজন: বিকাশরঞ্জন

বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফাইল ছবি

তিনি বলেন, ‘যাদের কাজ চৌর্যবৃত্তি আর চাকরি বিক্রি করা তাদের মনে হতেই পারে যে আমার মানসিক চিকিৎসার প্রয়োজন। আমরা বই পড়া, পড়ানো ও বিক্রি করার পক্ষে।

মনরোগ বিশেষজ্ঞের কাছে যান, তিনিই বলে দেবেন কার মানসিক চিকিৎসার প্রয়োজন। তৃণমূল নেতা দেবাশিস কুমারের মন্তব্যে এমনই প্রতিক্রিয়া জানালেন সিপিআইএম সাংসদ তথা বরিষ্ঠ আইনজীবী সুকান্ত মজুমদার।

এদিন তিনি বলেন, ‘যাদের কাজ চৌর্যবৃত্তি আর চাকরি বিক্রি করা তাদের মনে হতেই পারে যে আমার মানসিক চিকিৎসার প্রয়োজন। আমরা বই পড়া, পড়ানো ও বিক্রি করার পক্ষে। উনি মনরোগ চিকিৎসকের কাছে যান, তাঁরাই বলে দেবেন চিকিৎসা কার প্রয়োজন, আমার না ওনার নেত্রীর’।

সোমবার যাদবপুরে সিপিআইএমের বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিকাশবাবুরা। তখন তাঁদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই ঘটনা নিয়ে তৃণমূল নেতা দেবাশিস কুমার বলেন, ‘‘প্রথমত বিকাশবাবুরা দুর্গাপুজোয় বিশ্বাস করেন না। তাই যাঁরা পুজো করেন, তাঁরা পুজো উদ্যোক্তা না সমাজবিরোধী এই তফাতটুকুও বোঝেন না।তাই ওঁদের কোনও অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। ওঁরা যে ঘটনা ঘটিয়েছেন, তা পুজোর সময় কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ ঘটাতে পারেন না। এটা ওঁদের বিকৃত মানসিকতার পরিচয়। তাই আমার মনে হয় বিকাশবাবুদের মানসিক চিকিৎসার প্রয়োজন।’

বলে রাখি, তৃণমূলের ভাঙচুরের পর ফের যাদবপুরে বই বিক্রি চালিয়ে যাচ্ছে সিপিআইএম।

 

 

বন্ধ করুন