বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CAG Report on School Education: দিনের পর দিন ছুটি, রাজনীতিতে শিক্ষকরা, স্কুল নিয়ে বিস্ফোরক ক্যাগ রিপোর্ট

CAG Report on School Education: দিনের পর দিন ছুটি, রাজনীতিতে শিক্ষকরা, স্কুল নিয়ে বিস্ফোরক ক্যাগ রিপোর্ট

স্কুলের পড়ুয়ায়া। প্রতীকী ছবি pix by abdul sajid (PTI)

স্কুল শিক্ষকরা রাজনীতিতে সরাসরি ব্যস্ত হয়ে পড়লে ঠিক কী হতে পারে সেটাও ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে স্কুলে কীভাবে ধীরে ধীরে রাজনীতির অনুপ্রবেশ হচ্ছে তারও ইঙ্গিত মিলেছে ক্য়াগ রিপোর্টে।

সরকার ও সরকার পোষিত স্কুলের অব্যবস্থা, রাজনীতিকরণ নিয়ে এবার বিস্ফোরক রিপোর্ট সামনে আনল ক্যাগ।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির উপর একটি পারফরম্যান্স অডিট রিপোর্ট তৈরি করেছে। আর সেই রিপোর্টে এই স্কুলগুলিকে পড়াশোনার অবনতির জন্য রাজনীতির অনুপ্রবেশকেই কার্যত কাঠগড়ায় তুলেছে বলে খবর। কার্যত আমজনতার উদ্বেগ, সাধারণ অভিভাবকদের মনের কথাই যেন প্রতিফলিত হয়েছে এই রিপোর্টে।

ওই ক্যাগ রিপোর্টে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। বলা ভালো শিক্ষকদের রাজনীতি করার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এমনকী শিক্ষকদের একাংশ নানা জায়গায় ভোটে লড়ে, সেখানে নির্বাচিত হওয়ার পরে স্কুল থেকে দিনের পর দিন ধরে ছুটি নিয়ে নিচ্ছেন । এর পরিণতি কী হতে পারে সেকথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

 এমনকী শিক্ষকদের রাজনীতি করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এক্ষেত্রে একাধিক জেলায় শিক্ষকরা কীভাবে ভোটে লড়ে নির্বাচিত হওয়ার পরে কীভাবে স্কুল থেকে দীর্ঘ ছুটি নিয়ে নিচ্ছেন সেই প্রসঙ্গ তোলা হয়েছে। তবে নিয়ম অনুসারে স্কুল শিক্ষকরা যে রাজনীতি করতে পারেন সেটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা নিয়ে ভাবার সময় এসেছে বলেও মনে করছেন অনেকেই।

এভাবে স্কুল শিক্ষকরা রাজনীতিতে সরাসরি ব্যস্ত হয়ে পড়লে ঠিক কী হতে পারে সেটাও ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে স্কুলে কীভাবে ধীরে ধীরে রাজনীতির অনুপ্রবেশ হচ্ছে তারও ইঙ্গিত মিলেছে ক্য়াগ রিপোর্টে। ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের যদি ভোটের রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয় তবে তা স্কুলগুলিতে রাজনীতিকরণ ঘটায়। এর জেরে স্কুলগুলিতে রাজনীতিকরণের অনুপ্রবেশ ঘটে। স্কুলে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটলে পড়ুয়াদের মধ্য়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সব মিলিয়ে সরকারি ও সরকার পোষিত স্কুলের ভেতরের অবস্থাটা একেবারে সামনে এনে দিয়েছে ক্যাগ রিপোর্ট। এটা যে কতটা উদ্বেগের সেকথা ভাবলেই শিউরে উঠছেন অভিভাবকরা।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সপ্তমীতেও বন্ধ বাংলাদেশের সরকারি অফিস, পুজোর ছুটি বেড়ে হল চারদিন পাকিস্তানের মধ্যেই রয়েছে মিনি ভারত, করাচিতে চলছে নবরাত্রি পালন আমি KKR-এর তরফ থেকে কোনও ফোন পাইনি: IPL 2025-এ শাহরুখের দলে খেলতে চান নীতীশ রানা কিছুতেই অনুমতি দিচ্ছে না, টিএমসি পতাকা টাঙিয়ে দিয়েছে, বুকস্টলের জন্য আদালতে CPIM শাকিবের পথে হেঁটেই এবার অবসর ঘোষণা মাহমুদ্দুলাহর! T20 ছাড়ছেন, তবে খেলবেন ওডিআই… দুর্গাপুজোর আগে ৬ দিনে ৩৩৫ জন গ্রেফতার, মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের জের ACL2-তে ফিরছে মোহনবাগান? সমালোচনার মুখে পালটি AFC-র? জল্পনা উসকে দিল নিজেরাই তেল চিটচিটে কিচেন চিমনি পরিষ্কার করবেন যে টোটকায় কাঁচা লঙ্কায় সারে মাইগ্রেন! বাড়ায় মেটাবলিজমও! জানেন আর কী কী গুণ আছে? পুজোর ছুটিতে লন্ডনে, বেড়াতে যাওয়ার ভিডিয়ো দিলেন ভাস্বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.