আর দু'ঘণ্টাও বাকি নেই। তারপরই প্রকাশিত হবে ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। সকাল ১১ টায় ফলপ্রকাশ করা হবে বলে জানিয়েছে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। গতবারের পথে না হেঁটে এবার একইসঙ্গে সায়েন্স, কমার্স এবং আর্টস বিভাগের রেজাল্ট প্রকাশ করা হবে। ২০২৩ সালে বিজ্ঞান বিভাগের ফলপ্রকাশের পাক্কা এক সপ্তাহের মাথায় কলা এবং বাণিজ্য বিভাগের রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। এবার মঙ্গলবার সকাল ১১ টায় একইসঙ্গে তিনটি বিভাগের ফলাফল ঘোষণা করবে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। আর রেজাল্ট দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস’ এবং ‘লাইভ হিন্দুস্তান’-র পেজ থেকে।
ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার লিঙ্ক
১) হিন্দুস্তান টাইমস: সায়েন্স বিভাগের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করতে হবে। আর্টস বিভাগের রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে। কমার্সের রেজাল্ট দেখতে পাবেন এখানে।
২) লাইভ হিন্দুস্তান: ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির সায়েন্সের ফলাফল দেখুন এখানে। কমার্সের রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে। আর্টসের রেজাল্ট দেখতে ক্লিক করতে হবে এখানে।
আরও কীভাবে ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?
১) অফিসিয়াল ওয়েবসাইট jacresults.com বা jac.jharkhand.gov.in-তে যেতে হবে।
২) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের বিভাগ (সায়েন্স, আর্টস নাকি কমার্স) বেছে নিতে হবে। দিতে হবে নিজের রোল নম্বর এবং রোল কোড।
৪) সেটা সাবমিট করতে হবে এবং নিজের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরোবে?
ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির রেজাল্ট আজ প্রকাশিত হয়ে গেলেও পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে আগামী ৮ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। প্রাথমিকভাবে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তারপর ওয়েবসাইটে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন পড়ুয়ারা।