CSK vs SRH ম্যাচে পাওয়ারপ্লেতে তুষার দেশপান্ডের ব্যতিক্রমী বোলিংয়ের কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭৮ রানের জিতেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে তুষার দেশপান্ডের বোলির খেলা পরিবর্তনকারী হিসেবে প্রমাণিত হয়েছিল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় স্বীকার করেছেন যে পেসারের পারফরম্যান্স দলকে এমন জয় পেতে সাহায্য করেছে।
তুষার দেশপান্ডের এই ম্যাচে নিজের কোটার তিন ওভার বল করে ৪ উইকেটের বিনিময়ে ২৭ রান দিয়েছিলেন। এই ম্য়াচে পাওয়ারপ্লে চলাকালীন সানরাইজার্স হায়দরবাদের সেরা তিন ব্যাটারকে আউট করেছিলেন তিনি। ট্র্যাভিস হেড ছাড়াও অভিষেক শর্মা ও অনমলপ্রীত সিংকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন তুষার দেশপান্ডে। এর ফলে সারাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন… IPL 2024: এ কেমন ভালোবাসা! ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার
তুষার দেশপান্ডেকে নিয়ে কী বললেন রুতুরাজ গায়কোয়াড়?
এই ম্যাচের পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেন, ‘আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছিলাম তার অন্যতম কারণ হল আমরা পাওয়ারপ্লেতে উইকেট পাচ্ছিলাম না। এর ফলে আমরা খেলার গতি হারাচ্ছিলাম। এটিই করতে পারলে আমরা প্রতিপক্ষকে পিছনের দিকে রাখতে পারব। দেশপান্ডে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। তার কঠোর পরিশ্রম প্রতিফলিত হচ্ছে।’ রবীন্দ্র জাদেজাকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘জাড্ডুকেও বিশেষ উল্লেখ করছি। এই ভেজা অবস্থায়, চার ওভারে ২০ থেকে ২৫ রান দেওয়া ও আমাদের জন্য এটি একটি ম্যাচ-টার্নিং স্পেল ছিল।’
নিজের শতক মিস করা নিয়ে কী বললেন রুতুরাজ গায়কোয়াড়?
রুতুরাজ গায়কোয়াড় বলেন, ‘আমি খুব বেশি ভোকাল নই। ড্রেসিংরুমে প্রত্যেকেই খুব অভিজ্ঞ এবং আপনি কেবল সিনিয়রদের কাছে গিয়ে তাদের কী করতে হবে তা বলতে পারবেন না। তাই আমি পিছনের আসনে বসে থাকি।’ এরপরে নিজের শতরান না হওয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি নিজের শতকের কথাও ভাবিনি। আমি শুধু নিশ্চিত করার চেষ্টা করছিলাম যে আমরা ২২০ করতে পারি বা যতটা সম্ভব অতিরিক্ত রান করতে পারি। এমনকি শেষ ম্যাচেও আমি শতকের কথা ভাবছিলাম না।’
আরও পড়ুন… IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন KKR-এর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার
ইমপ্যাক্ট সাব নিয়ে কী বললেন রুতুরাজ গায়কোয়াড়?
এর সঙ্গে যোগ করে রুতুরাজ বলেন, ‘আমার মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি কয়েকটি শট মিস করেছিলাম। ইনিংস বিরতিতে আমি ভেবেছিলাম এটি জন্য আমাদের মূল্য দিতে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এটি কার্যকর হয়েছে। আজ আমরা ভুল থেকে শিখে পরিকল্পনা নিয়ে এসেছিলাম, আজ আমরা মাঠে দুর্দান্ত ছিলাম।’ এরপরে চেন্নাইয়ের ক্যাপ্টেন বলেন, ‘'ইমপ্যাক্ট সাব' নিয়মে, কোনও স্কোর নিরাপদ নয় এবং একটি দল যত বেশি স্কোর করবে তত ভালো। প্রতিঘাতের নিয়মে আপনি কখনই সমান স্কোর জানেন না, আপনি সর্বদা অতিরিক্ত ১০-২০ রান করতে চাইবেন।’