রাজ্যে যুবক, যুবতীদের প্রশিক্ষণ দিয়ে চাকরিতে সুয়োগ করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল। এবার রাজ্যে পলিটেকনিক কলেজগুলিতে পড়ুয়াদের আসন সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। সেইসঙ্গে কম খরচে যাতে প্রযুক্তিবিদ্যা শেখার দরজা খুলে যায়, সেই লক্ষ্যও রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, রাজ্যে ৮টি সরকারি পলিটেকনিক কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় এজেসি বোস রোড পলিটেকনিকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ৩০ থেকে বেড়ে হচ্ছে ৬০টি। কন্যাপুর পলিটেকনিকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি আসন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৩০টি আসন বাড়ছে। পূর্ব বর্ধমানের কালনা পলিটেকনিকে মোট ৯০টি আসন বাড়ছে। সিভিল, কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি করে আসন প্রতিটি বিভাগে বাড়ছে।
পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরে কে জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৩০টি আসন সংখ্যা বাড়ছে। বীরভূমের সিউড়িতে রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ২০টি বাড়ছে। সেইসঙ্গে পশ্চিম বর্ধমানের আসানসোল পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ৩০টি বাড়ছে। রূপনারায়নপুর সেন্টিনারি পলিটেকনিকেও আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, কলকাতার সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পলিটেকনিক কলেজেও আসন সংখ্যা বাড়ানো হচ্ছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কম খরচে যাতে ছাত্রছাত্রীরা যাতে এই প্রশিক্ষণ পেতে পারেন, সেই ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। মাসিক ৫০ টাকা বেতনে ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ূন কবীর জানান, রাজ্যের বিভিন্ন পলিটেকনিকে নতুন কিছু বিষয় চালু হয়েছে। চালু হওয়া বিষয়গুলির মধ্যে কিছু পলিটেকনিকে আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। এরজন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হচ্ছে। সেইসঙ্গে পরিকাঠামো উন্নত করার কাজও চলছে।