একেবারে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূলকে। গত ২রা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলের সর্বভারতীয় সভানেত্রী মনোনীত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলের সর্বস্তরের কমিটিকে কার্যl বিলোপ ঘটানো হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি তৈরি হয়েছিল জাতীয় কর্মসমিতি। আর এবার তৈরি হবে রাজ্য কমিটি। গত ১৮ই ফেব্রুয়ারি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, নেত্রী সময়মতো দলের রাজ্য কমিটি ও তার পদাধিকারীদের নাম ঘোষণা করবেন। আর সূত্রের খবর সেই সময় আসন্ন এবার।
দল সূত্রে খবর, আগামী ৮ই মার্চ কলকাতার নজরুল মঞ্চে এই বৈঠক হতে পারে। আর সেখানেই তৈরি হবে তৃণমূলের রাজ্য কমিটি। এবার নতুন কারা এই কমিটিতে স্থান পান, কাদেরকে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হবে তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে ইতিমধ্যেই। দলের রাজ্য কমিটিতে দলের পুরানো নেতৃত্বরা কতটা গুরুত্ব পান সেদিকেও নজর রয়েছে অনেকের। পাশাপাশি আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানদের নামও ঠিক হয়ে গিয়েছে বলে দল সূত্রে খবর।
এদিকে দল সূত্রে খবর, আগামী দিনে অত্যন্ত সংগঠিতভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তৃণমূল নেত্রী। দলের শাখা সংগঠনের উপরেও বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে শাখা সংগঠনের নেতৃত্বেও এবার কিছুটা রদবদল হতে পারে। এমনকী একাধিক নাম নিয়েও ইতিমধ্যেই আলোচনা হচ্ছে দলের অন্দরে। একটি খসড়াও এনিয়ে তৈরি হয়েছে বলে খবর দল সূত্রে। শুধু নেতৃত্ব বদলই নয়, দলের অন্দরে দ্বন্দ্ব কমাতেও বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে তৃণমূল।