বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পেন্ডিং বিল নিয়ে বিধানসভাকে না জানিয়ে কেন মিডিয়ায় বলছেন রাজ্যপাল, সরব স্পিকার

পেন্ডিং বিল নিয়ে বিধানসভাকে না জানিয়ে কেন মিডিয়ায় বলছেন রাজ্যপাল, সরব স্পিকার

রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাজ্য বিধানসভায় বিএ কমিটি এবং সর্বদলীয় বৈঠক হয়। তারপরে সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যপালের তো উচিত ছিল বিলগুলির অবস্থা সম্পর্কে বিধানসভাকে জানানো। বিধানসভা থেকে বিলগুলি যাচ্ছে আর উনি সেটা মিডিয়াকে বলে দিলেই হয়ে গেল!’

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আপাতত ঠিক হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। তার আগে সর্বদলীয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালের বিল আটকে রাখা নিয়ে আবারও সরব হলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, রাজ্যপালের উচিত ছিল বিলের বর্তমান অবস্থা বিধানসভাকে জানানো। কিন্তু, রাজ্যপাল সেটা না করে মিডিয়াকে জানানো উচিত হয়নি।

আরও পড়ুন: বিধানসভায় দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে ফতোয়া তৃণমূলের, একমঞ্চে কারা আসছেন?

বুধবার রাজ্য বিধানসভায় বিএ কমিটি এবং সর্বদলীয় বৈঠক হয়। তারপরে সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যপালের তো উচিত ছিল বিলগুলির অবস্থা সম্পর্কে বিধানসভাকে জানানো। বিধানসভা থেকে বিলগুলি যাচ্ছে আর উনি সেটা মিডিয়াকে বলে দিলেই হয়ে গেল! মিডিয়া ওটা নিয়ে কী করবে! রাজ্যপালের উচিত ছিল বিধানসভাকে মর্যাদা দিয়ে বিষয়টি বিধানসভাকে জানানো। আমার মনে হয় ওনাকে ভুল বোঝানো হয়েছিল। সেই জন্য এরকম করেছেন উনি। আমার মনে হয় না রাজ্যপাল খুব খারাপ মানুষ। রাজ্যপালকে বোঝালেই উনি বোঝেন।’ 

তিনি আরও বলেন, ‘রাজ্যপালের কাছে যে বিলগুলি পেন্ডিং রয়েছে সেই বিলের স্টেটাস রিপোর্ট ছাড়া আর কিছুই পাঠানো হয়নি। কোন বিল উনি প্রত্যাহার করেছেন? কোন বিলটা কাকে পাঠানো হয়েছে? কী অবস্থায় রয়েছে বিলগুলি? সেগুলি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার কাছে আসা উচিত। কিন্তু, বিধানসভায় না পাঠালে তো আমার কিছু বলার নেই।’ একই সঙ্গে তিনি জানান রাজ্যপাল চাইলে তিনি এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কোনও ভুল বোঝাবুঝি না থাকাটাই বাঞ্ছনীয়।

উল্লেখ্য, এবার বিধানসভায় সর্বদলীয় বৈঠকে বিজেপি উপস্থিত থাকলেও ছিলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে প্রসঙ্গে বিধান সভার অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি জানান, আইএসএফ দলের খাতায়-কলমে কোনও অস্তিত্ব নেই। তবে নির্বাচন কমিশন মজলিস পার্টিকে সার্টিফিকেট দিয়েছে তাই তাদের স্বীকৃতি আছে বলেই ধরে নিতে হবে। বিমান বন্দোপাধ্যায় আরও জানান, এবারের অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে। তাই শান্তিপূর্ণভাবে যাতে আলোচনা হতে পারে সেজন্য তিনি সমস্ত রাজনৈতিক দলের বিধায়কদের আবেদন জানিয়েছেন। তাছাড়া, এবারের বিধানসভায় যাতে সমস্ত বিধায়ক উপস্থিত থাকেন সেই বিষয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানান স্পিকার। সেক্ষেত্রে বিধায়কদের হাজিরাটি প্রত্যেকটি অধিবেশনে বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অধ্যক্ষ জানান, ২৮ তারিখে সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে। ২৯ তারিখে বিধায়কদের বেতন বৃদ্ধি এবং ৩০ তারিখে মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন ভাবে হারল! লজ্জার নজির গড়ল পাকিস্তান ‘সারা পৃথিবী ওঁর অভাবটা বুঝবে’, রতন টাটাকে নিয়ে সহজ ভাষায় বলেই দিলেন বিল গেটস কলকাতায় আসছেন IMA সভাপতি, আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন চিকিৎসকরা পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায় পাকিস্তানের বিরুদ্ধে জয়, WTC 2023-25 Points Table-এ কত স্থানে উঠে এল ইংল্যান্ড? তেরঙায় মুড়ে দেওয়া হল রতন টাটার মরদেহের কফিন, শেষশ্রদ্ধা জানালেন সচিন-রোহিতরা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রতন টাটার এই ১০ উক্তি লাল টুকটুকে শাড়ি পরে ' দেবী', কুমারী পুজো বেলুড় মঠে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.