পঞ্চায়েতের পুনর্নির্বাচন শুরু হয়েছে আজ সকালে। আগামিকাল ভোটের ফল প্রকাশ হবে। তার আগেই অবশ্য রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে আজ সকালে এক সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্যু হয়েছে নদিয়ায়। বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। একনজরে দেখে নিন সকালের গুরুত্বপূর্ণ ৫টি খবর। (পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)
পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন
শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন। প্রায় ৬০ হাজার বুথে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। তবে দিকে দিকে হিংসার ঘটনা ঘটেছিল রাজ্যে। প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫ জন। এই আবহে গতকাল ভোটের স্ক্রুটিনিতে বসে কমিশন। সিদ্ধান্ত নেওয়া হয় আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চলছে ভোট। শান্তিপূর্ণ ভাবেই পুনর্নির্বাচন চলছে এখনও।
আরও পড়ুন: স্বাভাবিকের অনেকটা ওপরে পারদ, অস্বস্তিকর গরমের মাঝেই কলকতায় আজ বৃষ্টির সম্ভাবনা
মৃত্যু সিপিএম প্রার্থীর শ্বশুরের
ভোটের দিন দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন। এরপর শনি-রবি চলে জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই। তবে আজ সকালে অবশেষে মৃত্যু হল সিপিএম প্রার্থীর শ্বশুরের। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আনন্দ বাসে। মৃতের নাম শুকুর আলি শেখ। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বাংলার পঞ্চায়েত হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ দিগ্বিজয়ের
পঞ্চায়েত ভোটে রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটে। প্রাণ হারায় অন্তত ১৫ জন। এই আবহে বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বাংলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় ক্ষেত্রে বিজেপিকে হারাতে মমতার সঙ্গে হাত মেলাতে চাইছে কংগ্রেস। এই আবহে দিগ্বিজয়ের এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। টুইট বার্তায় দিগ্বিজয় লেখেন, 'বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যা ঘটছে তা ভয়ের। আমি মমতা এবং তাঁর দৃঢ় সংকল্পের একজন ভক্ত ছিলাম। কিন্তু যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। আমরা জানি আপনি সাহসিকতার সাথে সিপিএম শাসনে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এখন যা ঘটছে তা আমাদের গণতন্ত্রের জন্য ভালো নয়।'
মমতার হেলিকপ্টার বিভ্রাটের তদন্তে ডিজিসিএ
মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিভ্রাট নিয়ে এবার তদন্ত করবে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জলপাইগুড়ি থেকে বাগডোগরা আসার পথে তাঁর হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারকে সেনাবাহিনীর হেলিপ্যাডে। তার জেরে ব্যাপক চোট লাগে মুখ্যমন্ত্রীর। এই আবহে বেসরকারি সংস্থার ওই হেলিকপ্টারের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারের তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে ডিজিসিএ।
রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূল
পঞ্চায়েত ভোটের ফলাফল এখনও প্রকাশ হয়নি। তার আগেই অবশ্য রাজ্যসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে রবিবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের তলব পড়েছিল। এবার ৬টি আসনে নির্বাচন হবে। তার মধ্যে পাঁচটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। প্রতিটি আসনের মনোনয়নের জন্য ১০ জন প্রস্তাবকের সই প্রয়োজন। এদিকে প্রতি প্রার্থীর জন্য চারটি করে মনোনয়ন পত্রের সেট তৈরি রাখা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই শেষ হবে মনোনয়ন পর্ব। ওই দিনও রাজ্যের সব বিধায়কদের হাজির হতে বলা হয়েছে বিধানসভায়।