নির্দিষ্ট ভাড়া দিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রোগীদের ভর্তির ব্যবস্থা রয়েছে। এতদিন এই ব্লকে রোগীদের বিল মেটানোর ক্ষেত্রে নগদহীন কোনও বিমা গ্রহণ করা হতো না। তবে এবার এই ওয়ার্ডে মিলবে বিমায় ক্যাশলেস চিকিৎসার সুযোগ। সম্প্রতি এবিষয়ে অর্থ দফতরের অনুমোদন মিলেছে। যতটা সম্ভব পুজোর পরে এই ব্যবস্থা চালু হতে পারে। সাধারণত, বর্তমানে রোগীকে অগ্রিম কিছু অর্থ দিয়ে ভর্তি হতে হয়। তবে ক্যাশলেস বিমা পরিষেবা চালু করা হলে রোগীদের আরও সুবিধা হবে। তবে সে ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড বা কেন্দ্র সরকারের অন্যান্য বিমার ক্ষেত্রে সুবিধা মিলবে না। তবে ক্যাশলেস বিমা চালু হলে অনেক মধ্যবিত্ত এর ফলে সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের আজব কিসসা জানেন? এর অতীত-বর্তমান— দুটোই অনবদ্য
রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হল এসএসকেএম। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রয়েছে ৩৫ টি শয্যা। এই ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের বাইরে যেতে হয় না। সেখানেই রয়েছে ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির ব্যবস্থা। একেবারে ফাইভ স্টার নার্সিংহোমের মতোই পরিষেবা পাওয়া যায় এই ব্লকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের তরফে অর্থ দফতরের কাছে এ বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছিল। সেই অনুমতি দিয়েছে অর্থ দফতর। এখন বেড ভাড়ার ভিত্তিতে কতটা আর্থিক সুবিধা দেওয়া যায় তা দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোনও রোগীর বিমা করানো থাকলে যদি ভর্তির সময় রোগীর কাছে টাকা না থাকে তাহলে সে ক্ষেত্রে রোগী সুবিধা পাবেন। প্রসঙ্গত, এই ওয়ার্ডে আড়াই হাজার টাকা বেড ভাড়া শুরু। সর্বোচ্চ বেড ভাড়া হল ৬ থেকে ৭ হাজার টাকা। তার মধ্যে চিকিৎসকের ভিজিট, ওষুধের দাম ধরা হয়।
অন্যদিকে, বিভিন্ন পরীক্ষা এবং অস্ত্রোপচারের জন্য আগে রোগীদের অন্য ভবনে নিয়ে যাওয়া হত। অথচ এই ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল রোগীদের। সাধারণত এই ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও সে ক্ষেত্রে এতদিন ভিআইপিরাই এই সুযোগ পেয়ে থাকতেন। তবে সেই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। সাধারণ রোগীদেরও অস্ত্রোপচার করা হবে উডবার্ন ওয়ার্ডে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা করা হবে। এমনই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরফলে এই ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সুবিধা হবে।