বুধবার ভাইজাগে একইসঙ্গে দুটি স্বপ্নপূরণ হয়েছে অভিষেক ম্যাচে খেলতে নামা অংকৃষ রঘুবংশীর। ব্যাট হাতে অভিষেক ম্যাচে নেমেই ঝোড়ো গতিতে অর্ধশতরান করেছিলেন তিনি। নরকিয়া, মিচেল মার্শদের যেভাবে শাসন করেছেন মাত্র ১৮ বছর বয়সী এই ক্রিকেটার, তাতে বিশেষজ্ঞদের ভুয়সি প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি। ওপেনার ফিল সল্ট আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন তরুণ এই ব্যাটসম্যান। প্রতিপক্ষ শিবিরে বোলাররা পড়েছিলেন নারিন ঝড়ের সামনে। মাঝখান থেকে মুম্বইয়ের ছেলে অংকৃষও বুলডোজার চালিয়ে দিলেন ক্যাপিটালসের বোলারদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই তাদের বল পাঠালেন বাউন্ডারিতে। অর্ধশতরানের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডদের তারকা ফুটবলার মার্কাস রাসবোর্ডের ট্রেডমার্ক সেলিব্রেশনও দেখা যায় রঘুবংশীর থেকে। মাথায় হাত দিয়ে সেলিব্রেট করেন তিনি। ম্যাচ শেষে বলিউডের বাদশা কিং খান স্বয়ং জড়িয়ে ধরেন অংকৃষকে। মুম্বইয়ের ছেলে, তাই বলিউড তারকা ব্যাপারটা তার কাছে নতুন নয়। কিন্তু নামটা যদি হয় শাহরুখ খান, তাহলে তো চোখকেও বিশ্বাস করার আগে ভাবতে হয়। অবশ্য এই প্রথম নয়। বরাবরই নিজের দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ান কিং খান। হারের দিনে যেমন সমবেদনা জানান, তেমনই দল জিতলে রাসেল, রিংকুদের সঙ্গে উচ্ছাসে মাতেন তিনি।
বাদশাহ খানের সঙ্গে তার দেখা হওয়াটা নিজেরই হয়তো বিশ্বাস করতে অবাক লাগছিল তার। তাই তো ম্যাচের শেষে নবাগতই তরুন ব্যাটার বলছেন, শাহরুখ খান তাকে আদৌ চেনেন কিনা , নাম জানেন কিনা সেটাই তিনি জানেন না। কিংবা হয়তো জানেন। এভাবে যে শাহরুখ খান তার কাছে এগিয়ে এসে শুভেচ্ছা জানাবে সেটা তিনি ভাবতেও পারেননি। এভাবেই কিং খানের সঙ্গে তার আলাপ পর্ব ব্যাখ্যা করেছেন নাইটদের এই তরুণ ব্যাটার। সঙ্গে অংকৃষ বলছেন,'ছোটবেলা থেকেই টিভির পর্দায় দেখেছি শাহরুখ খানকে। তাই তার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা অত্যন্ত স্পেশাল। যা বলে বোঝানো যাবে না"।
২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য অংকৃষ। মুম্বইয়ের এই ব্যাটার যুব বিশ্বকাপে অসাধারণ খেলেছিলেন। এরপরই নজরে পড়েন স্কাউটদের। গম্ভীরের নজরে পড়তেই হাতে চলে আসে আইপিএল অভিষেকের সুযোগ। যেভাবে তিনি দিল্লির সাধের বোলিং লাইন আপকে শাসন করেছেন, তা দেখে অনেকেই বলছেন মুম্বইয়ের এই ব্যাটার মোটেই আর বাচ্চা নেই। বরং পোড় খাওয়া আইপিএল ব্যাটারদের মতোই পারফরম্যান্স তাঁর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত অংকৃষ বলছেন তার সেলিব্রেশন ছিল নীতিশ রানার জন্য। যিনি চোটের জন্য খেলতে পারেনি। কারণ তার মতই নাইটদের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাও যে ইউনাইটেড ভক্ত। দিল্লির বিরুদ্ধে তার ৫৪ রানে ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। এরপর সামনে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সুযোগ পেলে সেই ম্যাচেও নিজেকে উজাড় করে দিতে চান মুম্বইয়ের এই ১৮ বছর বয়সী যুব ক্রিকেটার। শাহরুখ খানের মতোই পরের ম্যাচে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সব থেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছেন অংকৃষ, সেকথা বলাই বাহুল্য।