কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কি নয়া শুভমন গিলকে খুঁজে পেল? আইপিএল অভিষেক অংকৃষ রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং দেখে তেমনই মনে করছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা গুজরাট টাইটানসের অধিনায়ক গিলের সঙ্গে অংকৃষের অনেকটা মিল আছে। দু'জনের খেলার ধরনও অনেকটা একইরকম লাগছে বলে মনে হয়েছে নেটিজেনদের একাংশের। তবে শুধু নেটিজেনরা নন, অংকৃষের মধ্যে গিলের ছায়া দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, 'দেখে দারুণ তরুণ খেলোয়াড় মনে হচ্ছে। লম্বা, স্টাইলিশ (খেলোয়াড়)। অনেকটা শুভমন গিলের মতো।'
অংকৃষ আদৌও গিল হয়ে উঠতে পারবেন কিনা, তা ভবিষ্যৎ বলবে। তবে গিলের সঙ্গে অংকৃষের পেশাদার কেরিয়ারের অনেক মিল আছে। দু'জনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে উঠে এসেছেন। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল। ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। ছ'টি ম্যাচে (পাঁচটি ইনিংস) করেছিলেন ৩৭২ রান। অন্যদিকে, ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অংকৃষ। সার্বিকভাবে বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ছ'টি ম্যাচে করেছিলেন ২৭৮ রান।
সেখানেই গিল এবং অংকৃষের মিল শেষ হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরে আইপিএল নিলামে তাঁদের দলে নিয়েছে কেকেআর। ২০১৮ সালের আইপিএলে গিলকে ১.৮ কোটি টাকায় নিয়েছিল নাইট ব্রিগেড। আর ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামে অংকৃষকে ২০ লাখ টাকায় পেয়ে গিয়েছেন গৌতম গম্ভীররা।
সেই মিলের মধ্যেই অবশ্য গিলের ক্ষেত্রে কেকেআর যে ভুলটা করেছিল, অংকৃষের ক্ষেত্রে সেটা করা হয়নি। গিল যখন প্রাথমিকভাবে কেকেআরে এসেছিলেন, তাঁকে টপ-অর্ডারে নামানো হত না। যে গিল বরাবরই টপ-অর্ডারে খেলে অভ্যস্ত। পরবর্তীতে তাঁকে ওপেনিংয়ে তুলে এনেছিল কেকেআর। তবে অংকৃষকে প্রথম ম্যাচেই তিন নম্বরে নামানো হয়েছে।
আরও পড়ুন: DC vs KKR, IPL 2024: ৭ উইকেটে ২৭২ রান! আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস কলকাতার
আর গম্ভীরদের সিদ্ধান্তটা যে কতটা ঠিকছিল, সেটার প্রমাণ দিয়েছেন অংকৃষ। ২৭ বলে ৫৪ রান করেন তিনি। পাঁচটি চার মারেন। হাঁকান তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০। আর আইপিএলের ইতিহাসে তিনিই কেকেআরের প্রথম আনক্যাপড খেলোয়াড় হলেন, যিনি অভিষেকে অর্ধশতরান করলেন।
সেই দুর্দান্ত ইনিংসের পরে অংকৃষ বলেন, ‘আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, আমি শুধুমাত্র বলটা দেখছিলাম, সেটাই মূল বিষয় ছিল। আমি যেরকম অনুশীলন করেছি, তাতে নিজের উপর আস্থা রেখেছিলাম।’
আরও পড়ুন: Sunil Narine records: গৌতির চালে KKR-র সর্বাধিক রানের মালিক নারিন! এই ৮৫-ই কেরিয়ারের সর্বোচ্চ স্কোর