ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শুরু একেবারেই মনের মতো হল না ওয়েস্ট ইন্ডিজের। অ্যাডিলেডে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বিশ্রীভাবে হারতে হল ক্যারিবিয়ান বাহিনীকে। ১০ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে, বেশ কিছুটা চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হার এড়াতে হলে এখন ব্রেথওয়েটের কাছে একটাই উপায় এবং সেটি হল শেষ ম্যাচটি জেতা। তবে এদিন ম্যাচ শেষে দলের হেড কোচ আন্দ্রে কোলে এক সাক্ষাৎকারে দলের ব্যাটারদের প্রশংসা করেন তবে তিনি দাবি করেছেন যে এখনও তাদের অনেককিছু শেখার আছে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে তাঁদের দলের অনভিজ্ঞ ক্রিকেটারদের কাছে এই ম্যাচ একটি পরীক্ষার মতো ছিল।
কোলে বলেন, 'প্রথম ম্যাচে আমরা জিততে পারিনি ঠিকই, তবে সত্যি বলতে গেলে আমাদের এখনও অনেককিছু শেখা বাকি আছে। তবে খুব কঠিন কিছু ছিল না দেখতে গেলে। দলের সকল অনভিজ্ঞ ক্রিকেটারদের কাছে এই ম্যাচ একটি পরীক্ষার মতো ছিল। ওদের কাছে চ্যালেঞ্জ বলতে ছিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আক্রমণ। কিছু ক্ষেত্রে ওরা বুদ্ধি ও ধৈর্য দুটোই দেখিয়েছে। আবার অনেক মুহূর্ত এসেছে যখন ওরা বুঝে উঠতে পারিনি কি করতে হবে।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে কোলে আরও জানান যে ব্যাটারদের উদ্দেশ্য যে রান করার ছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হেড কোচের বক্তব্য, 'দেখুন আমাদের দলের ব্যাটাররা যে হাতখুলে রান করতে চাইছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ওদের খেলার মধ্যে। তবে কিছু ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত ওদের ভুল ছিল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই টেস্ট খেলার একটা অংশ। অস্ট্রেলিয়ার পিচে কোন বল খেলতে হবে আর কোন বল ছাড়তে হবে, সেগুলির উপর বিশেষ মনোযোগ দিতে হয়। তবে সব মিলিয়ে দেখতে গেলে আমাদের লক্ষ্য ঠিক ছিল, কিন্তু আমরা প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য পরাজয়ের শিকার হয়েছি।'
প্রসঙ্গত, তৃতীয় দিনে ৬ উইকেটে ৭৩ রান নিয়ে খেলতে নেমে ১২০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জশ হেজেলউড একাই নেন ছটি উইকেট। জবাবে ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, বিনা উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ট্র্যাভিস হেডকে।