আগামী ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন সদ্য বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হারের পর পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। হোম সিরিজে জয়ের লক্ষ্যে গোটা দল জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাক শিবিরও ঘাম ঝড়াচ্ছে নেটে। তবে সিডনিতে তৃতীয় টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন দাপুটে ব্যাটার ডেভিড ওয়ার্নার। তার আগেই ওপেনার নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে অজি শিবির। এই প্রসঙ্গে দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছু ভাবেছে না। তবে যারা ভালো ফর্মে রয়েছে তাঁদের মধ্যেই একজনকে বেছে নেওয়া হবে।
দীর্ঘ দেড় দশকের উপর টেস্ট ক্রিকেটে বিপক্ষ দলের বোলারদের কাছে আতঙ্ক ছিলেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে একের পর এক মারকুটে এবং ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। তবে পাকিস্তানে বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার। স্বাভাবিকভাবে, তিনি অবসর নিলেই দলে প্রয়োজন পড়বে অন্য এক তারকা ওপেনারের। সেই সম্পর্কে অস্ট্রেলিয়া দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দাবি করেছেন, সাদা বলে ক্রিকেটে যারা দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাদের মধ্যেই একজনকে টেস্ট দলে নেওয়া হবে।
তিনি বলেন, 'দেখুন ডেভিড প্রথম টেস্ট ম্যাচ খেলবেন এটা একেবারেই ঠিক। তবে ওর পরিবর্তে কে ওপেন করবে, সেই বিষয়ে টিম ম্যানেজমেন্ট এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও আমাদের নজরে একাধিক ভালো ক্রিকেটার রয়েছে। শিল্ড ক্রিকেটে তারা ভালো পারফর্ম করেছে। ব্যাট হাতে প্রচুর রানও করেছে। তাই আমি মনে করি, যদি তাদের সুযোগ দেওয়া হয়, তারাও ডেভিড ওয়ার্নারের মতো ভালো খেলা দেখাবে।'
এছাড়াও দল নির্বাচন সম্পর্কে মুখ খোলেন অ্যান্ড্রু। হেড কোচের বক্তব্য, বেশিরভাগ সাদা বলের ক্রিকেটার শিল্ড ক্রিকেট খেলার সুযোগ পায়না এবং সেই কারণেই দল নির্বাচনের সময়ে তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়। তিনি বলেন, 'দেখুন আমি মনে করি আমাদের অধিকাংশ ক্রিকেটার যারা সাদা বল ক্রিকেট খেলে, তারা বেশি শিল্ড ক্রিকেট খেলার সুযোগ পায়না। সেই কারণেই তাদের বিশেষ সুবিধা দেওয়া হয় দল নির্বাচনের সময়। তবে দিনের শেষে এই সবকিছুই ব্যালেন্স করে চলতে হয়। আমি মনে করি ঘরোয়া ক্রিকেট আমাদের দেশের প্লেয়ারদের ভালোরকম প্রস্তুত করছে আগামী দিনের জন্য। তবে এখনও পর্যন্ত যখন ডেভিড যায়নি, তাই সেই সম্পর্কে আমরা কিছু ঠিক করিনি। ও ছেড়ে গেলেই আমাদের ভাবতে হবে ওর পরিবর্ত নিয়ে।'