অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। পরপর ম্যাচ জিতেছে তারা। এখনও অবধি টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে তারা রয়েছে অপরাজিত। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা ও জাপানকে পরাজিত করার পর সেমিফাইনালেও ভারতকে গুঁড়িয়ে দিল তারা। তবে বাংলাদেশের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে জয়ের পিছনে হাত রয়েছে এক ভারতীয়রই। তিনি হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। বর্তমানে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন তিনি যতটা সম্ভব দলকে সাহায্য করেছেন এবং পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে তাঁর ও দলের কাছে ভারতীয় দল ঘিরে তথ্য ছিল অল্প এবং তা দিয়েই ম্যাচ জেতা হয়।
গ্রুপ পর্বে ভালো ফল করে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। তারা মুখোমুখি হয় ভারতের। বিধ্বংসী বোলিং এবং সাজানো-গোছানো ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচ সহজেই পকেটে তুলে নেয় বাংলাদেশ। তবে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন যে বাংলাদেশের এই সাফল্যের পিছনে হাত রয়েছে তাদের কোচ ওয়াসিম জাফরেরই। যদিও প্রাক্তন ভারতীয় তারকার বক্তব্য যে তাঁর কাছে, দলের ক্রিকেটারদের মতোই, অল্প তথ্য ছিল ভারতীয় শিবিরকে ঘিরে এবং তিনি যতটা সম্ভব তাঁর দলকে সাহায্য করেছেন এবং মাঠে মোকাবিলা করার বুদ্ধি দিয়েছেন।
এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'দেখুন সত্যি বলতে গেলে ওদের খেলা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু ভারতীয় শিবির সম্পর্কে আমার কোনও ধারনা বা তথ্য কিছুই ছিল না। আমাদের দলের কাছে যতটা তথ্য আছে, ঠিক ততটাই আমার কাছে আছে এবং সেটা নিয়ে আমরা মাঠে খেলতে নেমেছিলাম। তবে হ্যাঁ, এখানে আসার আগে আমরা ভারতের বিরুদ্ধে একটি সিরিজ খেলেছিলাম। এবার সেটা দেখেই যা বুঝেছিলাম সেই অনুযায়ী ওদের পরামর্শ দিয়েছিলাম এবং আমার দল ভারতের বিরুদ্ধে ভালো ফল করেছে। আমি খুশি এই পারফরম্যান্সে।'
তবে এখানেই শেষ নয়, ম্যাচ শেষে ওয়াসিম জাফর নিজের দলকে অভিনন্দনও জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেল থেকে। তিনি একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন। তাতে লেখা, 'দুর্দান্ত খেলা দেখিয়েছো তোমরা ভারতের বিরুদ্ধে। আমি খুশি হয়েছি। এবার আমাদের পরবর্তী লক্ষ্য ফাইনাল। সেটা আমাদের জিতে দেখাতেই হবে। দেখা হবে ফাইনালে।'