শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছিলেন অ্যারন ফিঞ্চ। প্রসঙ্গত ফিঞ্চের অধিনায়কত্বেই কয়েক বছর আগে অস্ট্রেলিয়া দল টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে তারা হারিয়েছিল নিউজিল্যান্ড দলকে। সেই ফিঞ্চ এতদিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার বিগ ব্যাশ লিগ থেকেও অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার হলেন ফিঞ্চ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর গড় ৩৩.৭০। স্ট্রাইক রেট ১৩৮.২১। করেছেন ১১,৪৫৮ রান। এই ফর্ম্যাটে তার থেকে বেশি রান করেছেন কেবলমাত্র ছয়জন ক্রিকেটার। বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার তিনি। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছিল। টি-২০'তে ফিঞ্চের সর্বোচ্চ রান এসেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে সে দিন তিনি ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। মাত্র ৭৬টি বলে খেলেছিলেন তিনি এই ইনিংস।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়েই খেলছেন অ্যারন ফিঞ্চ। তবে চলতি মরশুমের এই টুর্নামেন্টের পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে ম্যাচের আগে এই কথা নিশ্চিত করেছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত শুধু বিগ ব্যাশ থেকেই অবসর নিচ্ছেন ফিঞ্চ। তবে বাকি সব ধরনের ফ্র্যাঞ্জাইজি টি-২০ বা টি-১০ লিগেও তাঁকে আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে।
চ্যানেল ৭'কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিঞ্চ নিশ্চিত করেছেন এটাই বিগ ব্যাশে তার শেষ মরশুম। তিনি বর্তমানে রেনেগেডস একাদশের বাইরে রয়েছেন। শেষ ম্যাচটি খেলেছেন গত ২৩ ডিসেম্বর। অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমার এই সফরে (ক্রিকেটের) যারা যারা ছিল আমাদের দলীয় সদস্যরা, সমর্থকরা, দর্শকরা, আমার সতীর্থরা এবং যারা এই ক্লাবের সঙ্গে কোন না কোনও ভাবে যুক্ত তাদের প্রত্যেককে ধন্যবাদ।’