সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, ভিভিআইপি উত্তর প্রদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান ভেটেরানস প্রিমিয়ার লিগের (আইভিপিএল) ষষ্ঠ ম্যাচে তেলেঙ্গানা টাইগার্সদের হয়ে ১০টি ছক্কা হাঁকিয়েছেন। সুনামি বইয়ে রান করেছেন। তবুও, গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে ২৭০ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ৪৫ রানে হেরে দিয়েছে গেইলের দল। ক্রিস গেইলের ঝোড়ো ৯৪ রানও তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, তেলেঙ্গানা টাইগার্সের ওপেনার ক্রিস গেইল একাই লড়াই চালান। পাওয়ারপ্লেতে পাঁচটি উইকেট পড়ে গেলেও, তিনি হাল ছাড়েননি। তিনি ভিভিআইপি উত্তরপ্রদেশের বোলারদের বেধড়ক মারতে থাকেন। ৪৪ বছর বয়সী কান্দি-শশিকান্ত রেড্ডির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৯৩ রানের একটি দুরন্ত পার্টনারশিপও গড়েন। সেটাও রীতিমতো ঝোড়ো মেজাজে। তখন মনে হচ্ছিল, গেইলরা বোধহয় ম্যাচটি বের করে নিতে পারবেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: BCCI-এর চোখ রাঙানিতে DY Patil T20 Cup-এ প্রত্যাবর্তন করলেও, নিরাশ করলেন ইশান কিষান
তেলেঙ্গানা টাইগারদের ১৮তম ওভারে ক্রিস গেইলের ব্যাটিং বিস্ফোরণ শেষ হয়। গেইল একা ভালো খেললেও, বাকিরা সেভাবে কিছুই করতে পারেননি। যে কারণে ভিভিআইপি উত্তরপ্রদেশের রানের ধারেকাছেও পৌঁছতে পারেননি তেলেঙ্গানা টাইগার্স। তারা ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৮ রানই যোগ করতে পারে। তবে গেইলের ঝোড়ো ব্যাটিং গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে উপস্থিত ভক্তদের জন্য একটি বড় শো ছিল। তিনি তিনটি চার এবং ১০টি ছক্কার হাত ধরে মাত্র ৪৬ বলে ঝোড়ো ৯৪ রান করেছিলেন।
পবন নেগি তেলেঙ্গানা টাইগারদের বিরুদ্ধে ভিভিআইপি উত্তরপ্রদেশের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন
ভিভিআইপি উত্তরপ্রদেশের অধিনায়ক সুরেশ রায়না টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে প্রথমে ব্যাট করতে নেমে, তারা প্রথম ওভারে তাদের ওপেনার ভানু শেঠের উইকেট হারায়। ভিভিআইপি উত্তরপ্রদেশ এক উইকেট হারানোর পর অবশ্য পবন নেগি ইনিংসের রাশ নিজের হাতে নেন। তেলেঙ্গানা টাইগার্সের সব বোলারকেই নির্মম ভাবে ছাতু করেন তিনি। সেই সঙ্গে নিজের দুরন্ত সেঞ্চুরি পূরণ করেন পবন নেগি।
আরও পড়ুন: বিপাকে পড়ে তড়িঘড়ি Ranji Trophy-র সেমিতে খেলছেন শ্রেয়স, তামিলনাড়ু টিমে সুন্দরও
পবন নেগি দ্বিতীয় উইকেটের জন্য আনশুল কাপুরের সঙ্গে ১৮২ রানের বড় পার্টনারশিপ গড়েন। এতেই ভিভিআইপি উত্তরপ্রদেশে ভিত মজবুত হয়ে যায়। তারা স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ২৬৯-এর বিশাল স্কোর নথিভুক্ত করে। ৩১ বছর বয়সী তারকা পবন নেগি তাঁর ইনিংসে ১৬টি চার এবং আটটি ছক্কা মেরে মাত্র ৫৬ বলে ১৩৯ রান করেন।