বোর্ডের নির্দেশ সত্ত্বেও চলতি রঞ্জি ট্রফিতে ইশান কিষানের মতোই শ্রেয়স আইয়ারও খেলার বিষয়ে আগ্রহ দেখাননি। যেটা নিয়ে চলছে তুমুল বিতর্ক। মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলেন যে, পিঠের ব্যথার কারণে তিনি নির্বাচনের জন্য উপলব্ধ নন, তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স এবং চিকিৎসা বিভাগের প্রধান নীতিন প্যাটেল বিসিসিআই এবং জাতীয় নির্বাচকদের একটি ইমেল মারফৎ জানিয়েছেন, শ্রেয়স আইয়ার ‘ফিট’ রয়েছেন। এর পরেই শ্রেয়স বিপাকে পড়ে যান। অবস্থা বেগতিক দেখে এখন শ্রেয়স রঞ্জিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার এমসিএ-বিকেসি মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জির সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। যে ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন শ্রেয়স। এবং মুম্বই রঞ্জি ট্রফি দলে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরে ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। পিঠে ব্যথার কারণ দেখিয়ে তিনি বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল এড়িয়ে যান। তবে রঞ্জি না খেলার জন্য চাপে পড়তেই, তিনি সুড়সুড় করে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন।
ওয়াশিংটন সুন্দর, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডের অংশ হলেও, একটিও ম্যাচে সুযোগ পাননি। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শেষ চারের লড়াইয়ে তামিলনাড়ুর হয়ে সুন্দর প্রতিনিধিত্ব করবেন।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ কেন্দ্রীয় ভাবে চুক্তিবদ্ধ এবং ‘এ’ দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলেন যে, ঘরোয়া ক্রিকেটে অংশ না নিলে, এর ফল ভালো হবে না। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষান ঝাড়খণ্ডের হয়ে না খেলার জন্য ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেন। তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে সম্প্রতি ইশান ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত
এই রঞ্জি না খেলার জন্য ইশান কিষান এবং শ্রেয়স আইয়ার- উভয় প্লেয়ারেরই বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল হতে পারে। জানা গিয়েছে, যখন বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে, তখন সেই তালিকায় হয়তো নাম নাও থাকতে পারে ইশান আর শ্রেয়সের।
মুম্বই স্কোয়াড: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ', ভুপেন লালওয়ানি, অমোঘ ভাটকল, মুশির খান, প্রসাদ পাওয়ার, হার্দিক তামোর, শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধুমাল, তুষার মোহিত দেশপান্ডে, আভাস দিয়াশ , ধবল কুলকার্নি।