গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারতের জার্সিতে টি-২০ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। মাঝের সময়ে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন দুই সিনিয়র তারকা, তবে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে দেখা যায়নি তাঁদের। জাতীয় নির্বাচকরা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে রোহিতদের খেলানোর কথা বিবেচনা করছেন না বলে যখন গুঞ্জন উঠতে শুরু করে, ঠিক তখনই ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে হিটম্যানদের।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে কামব্যাক করেন রোহিত ও কোহলি। রোহিত স্কোয়াডে থাকা মানে যে তিনিই দলকে নেতৃত্ব দেবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না। উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ ক্যাপ্টেন হিসেবে মাঠে ফিরেই এবার রোহিতের সামনে দুর্দান্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
৩ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দল আফগানদের হোয়াইটওয়াশ করলেই ভারতের সর্বকালের সফল টি-২০ ক্যাপ্টেনে পরিণত হবেন রোহিত। সেক্ষেত্রে ভারতের টি-২০ ক্য়াপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জেতার নজির গড়বেন হিটম্যান।
এখনও পর্যন্ত রোহিত ভারতকে মোট ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত মোট ৩৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েছে। হেরেছে ১২টি ম্যাচ। অর্থাৎ, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে রোহিতের সাফল্যের হার ৭৬.৪৭ শতাংশ।
ভারতের ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত সব থেকে বেশি টি-২০ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামে। ধোনির নেতৃত্বে ভারত ৭২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৪১টিতে জয় তুলে নেয়। পরাজিত হয় ২৮টি ম্যাচে এবং ১টি ম্য়াচ টাই হয়। অর্থাৎ, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ধোনির সাফল্যের হার ৫৯.২৮ শতাংশ।
সুতরাং, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয়ের সংখ্যার নিরিখে আফগানিস্তান সিরিজেই ধোনিকে ছাপিয়ে যেতে পারেন রোহিত। ধোনিকে টপকাতে রোহিতের দরকার মাত্র ৩টি ম্যাচ জয়।
ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়:-
১. মহেন্দ্র সিং ধোনি- ৭২টি ম্যাচে ৪১টি জয়।
২. রোহিত শর্মা- ৫১টি ম্য়াচে ৩৯টি জয়।
৩. বিরাট কোহলি- ৫০টি ম্য়াচে ৩০টি জয়।
সার্বিকভাবে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের যুগ্ম রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের আসগর আফগান ও উগান্ডার ব্রায়ান মাসাবার নামে। নিজ নিজ দেশের টি-২০ ক্যাপ্টেন হিসেবে চারজনই ৪২টি করে ম্যাচ জিতেছেন। অস্ট্রেলিয়ার টি-২০ ক্যাপ্টেন হিসেবে অ্যারন ফিঞ্চ জিতেছেন ৪০টি ম্যাচ।