বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AFG T20Is: আফগানদের হোয়াইটওয়াশ করলেই ধোনির রেকর্ড ভেঙে ভারতের সব থেকে সফল T20I ক্যাপ্টেনে পরিণত হবেন রোহিত

IND vs AFG T20Is: আফগানদের হোয়াইটওয়াশ করলেই ধোনির রেকর্ড ভেঙে ভারতের সব থেকে সফল T20I ক্যাপ্টেনে পরিণত হবেন রোহিত

ধোনিকে টপকাতে রোহিতের দরকার ৩টি জয়। ছবি- পিটিআই।

India vs Afghanistan T20Is: ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনির সর্বকালীন রেকর্ড ভাঙতে রোহিত শর্মার দরকার মোটে ৩টি ম্য়াচ জয়।

গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারতের জার্সিতে টি-২০ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। মাঝের সময়ে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন দুই সিনিয়র তারকা, তবে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে দেখা যায়নি তাঁদের। জাতীয় নির্বাচকরা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে রোহিতদের খেলানোর কথা বিবেচনা করছেন না বলে যখন গুঞ্জন উঠতে শুরু করে, ঠিক তখনই ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে হিটম্যানদের।

আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে কামব্যাক করেন রোহিত ও কোহলি। রোহিত স্কোয়াডে থাকা মানে যে তিনিই দলকে নেতৃত্ব দেবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না। উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ ক্যাপ্টেন হিসেবে মাঠে ফিরেই এবার রোহিতের সামনে দুর্দান্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।

৩ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দল আফগানদের হোয়াইটওয়াশ করলেই ভারতের সর্বকালের সফল টি-২০ ক্যাপ্টেনে পরিণত হবেন রোহিত। সেক্ষেত্রে ভারতের টি-২০ ক্য়াপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জেতার নজির গড়বেন হিটম্যান।

এখনও পর্যন্ত রোহিত ভারতকে মোট ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত মোট ৩৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েছে। হেরেছে ১২টি ম্যাচ। অর্থাৎ, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে রোহিতের সাফল্যের হার ৭৬.৪৭ শতাংশ।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জির দ্বিতীয় রাউন্ডে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে? সূচি ও পয়েন্ট টেবিলে চোখ রাখুন

ভারতের ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত সব থেকে বেশি টি-২০ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামে। ধোনির নেতৃত্বে ভারত ৭২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৪১টিতে জয় তুলে নেয়। পরাজিত হয় ২৮টি ম্যাচে এবং ১টি ম্য়াচ টাই হয়। অর্থাৎ, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ধোনির সাফল্যের হার ৫৯.২৮ শতাংশ।

সুতরাং, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয়ের সংখ্যার নিরিখে আফগানিস্তান সিরিজেই ধোনিকে ছাপিয়ে যেতে পারেন রোহিত। ধোনিকে টপকাতে রোহিতের দরকার মাত্র ৩টি ম্যাচ জয়।

আরও পড়ুন:- U19 World Cup: ভারতের এই ৫ জন ক্রিকেটার যুব বিশ্বকাপের সেরা হন, সবাই খেলেছেন সিনিয়র দলে, তালিকায় রয়েছেন যুবরাজ

ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়:-

১. মহেন্দ্র সিং ধোনি- ৭২টি ম্যাচে ৪১টি জয়।
২. রোহিত শর্মা- ৫১টি ম্য়াচে ৩৯টি জয়।
৩. বিরাট কোহলি- ৫০টি ম্য়াচে ৩০টি জয়।

সার্বিকভাবে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের যুগ্ম রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের আসগর আফগান ও উগান্ডার ব্রায়ান মাসাবার নামে। নিজ নিজ দেশের টি-২০ ক্যাপ্টেন হিসেবে চারজনই ৪২টি করে ম্যাচ জিতেছেন। অস্ট্রেলিয়ার টি-২০ ক্যাপ্টেন হিসেবে অ্যারন ফিঞ্চ জিতেছেন ৪০টি ম্যাচ।

ক্রিকেট খবর

Latest News

Duleep Trophy 2024: চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ একাই ৫ উইকেট কর্নওয়ালের, কেরিয়ারের সেরা বোলিংয়ে রয়্যালসকে জেতালেন রাকিম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.