ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। তবে এই লড়াইয়ের প্রথম ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। তারপর পরপর চারটি ম্যাচ জিতে সিরিজ দখল করেছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজের একটি ম্যাচ এখনও বাকি রয়েছে। এই সিরিজে ভক্তরা ভারতীয় দলের একাধিক নতুন তারকাকে খুঁজে পেয়েছে। কারণ বিরাট কোহলি, কেএল রাহুলের মতো তারকাদের অবর্তমানে একাধিক ক্রিকেটার এই সিরিজে অবিষেক করেছিলেন।
ভারতেই দীর্ঘ ছুটি কাটাচ্ছেন বেন স্টোকস অ্যান্ড কোম্পানি-
এই সিরিজ দখল করতে টিম ইন্ডিয়া দারুণ পারফর্ম করেছেন। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ সিরিজ জিতেছে ভারত। এই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এখনও সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি বাকি রয়েছে। দীর্ঘ বিরতির পরে আবার শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। তবে গতবার দীর্ঘ বিরতিতে আরব দেশে উড়ে গিয়েছিল ইংল্যান্ড দল, তবে এবারে তারা ভারতেই রয়ে গিয়েছে। বেন স্টোকস অ্যান্ড কোম্পানি ভারতেই তাদের সময় কাটাচ্ছেন। নিজেদের মতো করে মজা করে সময় কাটাচ্ছে ব্রিটিশ দল। ইংলিশ দলের অধিনায়কসহ অনেক খেলোয়াড়কে গলফ খেলতে দেখা গিয়েছে।
চন্ডিগড়ে গলফ খেলেছেন
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি ৭ মার্চ ধরমশালায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে চণ্ডীগড় গলফ ক্লাবে বেশ মজা করেছে ইংল্যান্ড দল। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে দলের সেই ছবি। ছবিতে ক্যাপ্টেন বেন স্টোকসকে গলফ শট খেলতে দেখা গিয়েছে।
চতুর্থ টেস্টে দারুণ সংঘর্ষ
চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত লড়াই দিয়েছে ইংল্যান্ড দল। শেষ দিন পর্যন্ত প্রতিযোগিতাটি দাঁড়িপাল্লায় ছিল বলে মনে হচ্ছিল। সেঞ্চুরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রথম তারকা ব্যাটসম্যান জো রুট। এরপর ভারতীয় সমর্থকদের দম বন্ধ করে দেন তরুণ স্পিনার শোয়েব বশির। কিন্তু শেষ দুই দিন ইংল্যান্ড দলের জন্য ভালো প্রমাণিত হয়নি এবং চতুর্থ টেস্ট ম্যাচটি ৫ উইকেটে জিতে সিরিজ নিজেদের দখলে করেছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই
ভারত ও ইংল্যান্ডের মধ্যে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। চতুর্থ টেস্টে বিশ্রামে থাকা তারকা বোলার জসপ্রীত বুমরাহ দলে ফিরেছেন। একইসঙ্গে চোটের কারণে এই ম্যাচেও বাইরে থাকছেন কেএল রাহুল।
৫ম টেস্টের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।