চলতি আইএসএল-এ দ্রুততম গোল দেখল ফুটবল বিশ্ব। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কলিঙ্গা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসি-র মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি। এই ম্যাচে ২-১ গোলে জেতে ওড়িশা। তবে এদিন প্রথমে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে জিততে সফল হয় ওড়িশা।
এদিন পিভি বিষ্ণু চলতি আইএসএল মরশুমের দ্রুততম গোলটি করে ফেলেছেন। মাত্র ৩২ সেকেন্ডে গোল করেন তিনি। বিষ্ণুর এই গোলের ফলে লাল হলুদ ব্রিগেড চলতি আইএসএল-এ একটি রেকর্ড গড়ে ফেলেছে। যাইহোক, এরপরে ওড়িশা এফসি স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ম্যাচে ফিরে এসেছে। হাফ টাইমের ঠিক আগে দিয়েগো মৌরিসিও গুরুত্বপূর্ণ পেনাল্টি আদায় করেন এবং গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ওড়িশার গতি অব্যাহত ছিল, প্রিন্সটন রেবেলো ম্যাচের ৬১ তম মিনিটে একটি সুনির্দিষ্ট সময় গোল করে মুহূর্তটি দখল করেন। এই জয়ের সঙ্গে, ওড়িশা এফসি তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে, আইএসএল টেবিলের শীর্ষে তাদের দুর্গ বজায় রেখেছে।
দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের একটি সংক্ষিপ্ত চেহারা
১৭ ম্যাচের শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে ওড়িশা এফসি। এরপরেই রয়েছে মুম্বই সিটি এফসি। মুম্বই ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করার পর, মোহনবাগান ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এফসি গোয়া ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। জামশেদপুর এফসি তাদের সাম্প্রতিক জয়ের পর ষষ্ঠ স্থানে রয়েছে। তারা ১৭ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। নর্থইস্ট ইউনাইটেড এফসি ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। বেঙ্গালুরু এফসি এখন ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। পঞ্জাব এফসি ১০ তম অবস্থানে এবং চেন্নাইয়িন এফসি, যারা একাদশ স্থানে রয়েছে। হায়দরাবাদ এফসি ১৭ ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে তালিকার নীচের স্থানে রয়েছে।
ISL 2023-24-এ ৯৮তম ম্যাচের পর সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ের তালিকা দেখে নেওয়া যাক-
১. রয় কৃষ্ণা (ওড়িশা এফসি) - ১১ গোল
২. দিমিত্রিওস ডায়মান্তাকস (কেরালা ব্লাস্টার্স) - ১০ গোল
৩. ক্লেটন সিলভা (ইস্টবেঙ্গল)- সাত গোল
৪. দিয়েগো মৌরিসিও (ওড়িশা এফসি) – ৭ গোল
৫. পেরেইরা দিয়াজ (মুম্বই সিটি এফসি) – ৬ গোল
আরও পড়ুন… OFC v EBFC Live Match: এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল, ২-১ জিতল ওড়িশা
ISL 2023-24-এ ৯৮তম ম্যাচের পরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড়
১. ক্রিভেলারো (চেন্নাইয়িন এফসি) - ৫টি সহায়তা
২. মাদিহ তালাল (পঞ্জাব এফসি) – ৫ অ্যাসিস্ট
৩. লালিয়ানজুয়ালা ছাংতে (মুম্বই সিটি এফসি) – চারটে অ্যাসিস্ট
৪. সাহাল আব্দুল সামাদ (মোহনবাগান) - চারটে অ্যাসিস্ট
৫. অমি রানাওয়াড়ে (ওড়িশা এফসি) – চারটে অ্যাসিস্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।