রাঁচির পিচে কি রহস্য লুকিয়ে আছে? পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরে তা নিয়ে রীতিমতো হইচই শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। স্বয়ং ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তো দাবি করেছেন যে জীবনে কখনও এরকম পিচ দেখেননি। তবে চতুর্থ টেস্ট শুরুর আগেই পিচ নিয়ে চূড়ান্ত রায় দেওয়া বা হইচই করার পথে হাঁটলেন না স্টোকসের দেশেরই প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার মাইকেল আথারটন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, পিচটা দেখলে প্রাথমিকভাবে ‘কীরকম নোংরা’ মনে হচ্ছে। কিন্তু সেটার মানেই যে পিচে বিষাক্ত কিছু লুকিয়ে আছে বা ভয়ংকর কিছু হবে, এমনটা ভেবে এখনই হইচই শুরু করার কোনও যুক্তি নেই। আগে পিচটা কেমন আচরণ করে, সেটা দেখতে হবে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ক্রিকেটে প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনের সঙ্গে আলোচনার সময় আথারটন (ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে রাঁচিতেই আছেন) বলেন, 'গতকাল (বুধবার) পিচ নিয়ে অনেক কথা বলেছে ওলি পোপ। যে পিচে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছে। গতকাল (বুধবার) ইংরেজ সংবাদমাধ্যমের পর আজ (বৃহস্পতিবার) ম্যাচের প্রিভিউয়েও সেরকম মন্তব্য করেছে। এটাকে দেখে কীরকম নোংরা পিচ মনে হচ্ছে। পিচে কিছুটা ফাটল আছে। বিশেষত একদিকে ফাটল আছে।'
আরও পড়ুন: IND vs ENG 4th Test: 'এমন পিচ আগে কখনও দেখিনি', রাঁচির বাইশগজের সম্ভাব্য চরিত্র নিয়ে ধোঁয়াশায় স্টোকস
সেইসঙ্গে আথারটন বলেন, ‘তবে আমার মতে, কোনও পিচ কীরকম, সেটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে (সেটা কেমন আচরণ করছে, তা দেখতে হবে)। অবশ্যই আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, যাতে নিজের দলের প্রথম একাদশ বেছে নেওয়া যায়। কিন্তু পিচ নিয়ে বেশি আলোচনায় ভেসে গেলে হবে না। কারণ অনেক সময় যেরকম দেখতে লাগছে পিচকে, সেটার থেকে ভালো হয় পিচ। আবার অনেক সময় যেমন দেখতে লাগে, তার থেকে খারাপ আচরণ করে পিচ।’
ভারতীয় দল অবশ্য পিচ নিয়ে এত হইচই, আলোচনার মধ্যে ঢুকতে নারাজ। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামার আগে কিছুটা খোঁচা দিয়েই ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন যে যখনই ভারতে টেস্ট ম্যাচ হয়, তখনই পিচ নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়। ভারতে আর পাঁচটা যেমন পিচ হয়, রাঁচির পিচ দেখে প্রাথমিকভাবে তেমনই মনে হয়েছে। পিচে ফাটল আছে। যা রাঁচিতে সাধারণ বিষয়। বল কতটা ঘুরবে বা পিচে ঠিক কতটা ঘূর্ণি আছে, তা এখনই বলা যাবে না। মাঠে নেমে খেললে সেটা বোঝা যাবে বলে জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ।