শুভব্রত মুখার্জি: দীর্ঘ আড়াই মাস পরে ২২ গজে ফিরেছে ভারতীয় মহিলা সিনিয়র ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেই ফেরাটা কিন্তু একেবারেই সুখকর হয়নি ভারতের। তিন ম্যাচের টি-২০ সিরিজে তারা নিজেদের ঘরের মাঠেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। ২-১ ফলে টি-২০ সিরিজ হারের পরে এবার ভারতীয় দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচ ক্রিকেট। দীর্ঘদিন বাদে এই ফর্ম্যাটে খেলবেন স্মৃতি মন্ধানারা। ফলে তাদের উপর আলাদা একটা চাপ থাকবেই। ইংল্যান্ডের বিরুদ্ধে এই একটি টেস্ট ম্যাচ ভারতীয় দল খেলবে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে। টিভিতে বা অনলাইনে কোথায়, কখন দেখতে পাবেন স্মৃতি মন্ধানাদের এই ২২ গজের লড়াই। আসুন জেনে নেওয়া যাক ম্যাচের বিস্তারিত তথ্য।
বৃহস্পতিবার সকালে নভি মুম্বইমের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড দুই দল। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট হেরেছে ভারত। ১৪ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ভারত জিতেছে দুইবার। ফলে পরিসংখ্যানের বিচারে ভারতীয় দল এই টেস্টে নিঃসন্দেহে ফেভারিট। টেস্টে দুই দলের শেষ সাক্ষাৎ ২০২১ সালের জুলাইয়ে। সেবার ব্রিস্টলে মুখোমুখি হয়েছিল দুই দল। রুদ্ধশ্বাস সেই টেস্ট ম্যাচ ড্র হয়েছিল শেষ পর্যন্ত। এই টেস্টে আবার ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম ম্যাচ খেলবেন হরমনপ্রীত কৌর।
প্রসঙ্গত ১৪ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে এই টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায়। এই ম্যাচটি জিও সিনেমা এবং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। পাশাপাশি আপনার যদি অনলাইন দেখার সুবিধা না থাকে, আপনি যদি টিভিতে খেলা দেখতে চান তাহলে তা দেখতে পাবেন স্পোর্টস ১৮ চ্যানেলে। এই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতকে সহ ক্যাপ্টেন হিসেবে মাঠে সহায়তা করবেন স্মৃতি মন্ধনা। বাংলার সাইকা ইসাক ও সুযোগ পেয়েছেন স্কোয়াডে। এছাড়াও বাংলা থেকে রয়েছেন দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ।