শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আপাতত তারা পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে। ১৭তম আইপিএলে হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরের অভিভাবকত্বে কেকেআর যেন ধরা দিয়েছে নয়া রুপে।
তাদের এই ধারাবাহিক সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দলের অন্যতম তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর। দীর্ঘদিন তিনি কেকেআরের জার্সি গায়ে খেলেছেন। চলতি মরশুমে নিলামের আগে তাঁকে রিটেনও করেছিল কেকেআর। সেই বরুণ চক্রবর্তী সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে কেকেআরের হয়ে এক অনন্য নজির গড়ে ফেললেন।
এই নজির গড়ার পথে বরুণ চক্রবর্তী পিছনে ফেললেন আরেক তারকা স্পিনার পীযূষ চাওলাকে, যিনি বর্তমানে আইপিএলে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে কেকেআরের হয়ে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন বরুণ চক্রবর্তী।
সোমবার দিল্লি ম্যাচ শেষে তাঁর ঝুলিতে রয়েছে মোট ৭২টি উইকেট। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পীযূষ চাওলা নিয়েছেন ৭১টি উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন উমেশ যাদব। যিনি নিয়েছিলেন ৬৫টি উইকেট, যিনি বর্তমানে খেলছেন গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজির হয়ে। চতুর্থ স্থানে রয়েছেন কুলদীপ যাদব। যার ঝুলিতে ছিল ৪৬ উইকেট। যিনি ঘটনাচক্রে আবার খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। সোমবার দিল্লির বিরুদ্ধেই এই নজির গড়েছেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন:- একটি মাঠে সব থেকে বেশি IPL উইকেট, মালিঙ্গার রেকর্ড ভেঙে সেরা ৫-এর শীর্ষে নারিন
দিল্লির বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন বরুণ। কিপ্টে বোলিং করার পাশাপাশি নিয়েছেন নিয়মিত উইকেটও। এদিনের ম্যাচে ঋষভ পন্ত বাহিনীর বিরুদ্ধে চার ওভার বল করেছেন বরুণ। দিয়েছেন মাত্র ১৬ রান। নিয়েছেন তিনটি উইকেট। ইকোনমি রেট মাত্র চার রান প্রতি ওভার।
সোমবারের ম্যাচে প্রথমে ব্যাট করেছিল দিল্লি দল। তারা নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে করে ১৫৩ রান। যা তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে ২১ বল বাকি থাকতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। এদিনের ম্যাচে ঋষভ পন্ত, ত্রিস্তান স্টাবস এবং কুমার কুশাগ্রকে আউট করে দেন বরুণ চক্রবর্তী। আর সেই সঙ্গে পেরিয়ে যান পীযূষ চাওলার নজিরকে। সব টুর্নামেন্ট মিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে কেকেআরের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি।