বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS 2nd T20: রুতু ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়েছি! ম্যাচের সেরা হয়ে হঠাৎ কেন এমন বললেন যশস্বী?

IND vs AUS 2nd T20: রুতু ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়েছি! ম্যাচের সেরা হয়ে হঠাৎ কেন এমন বললেন যশস্বী?

অর্ধশতরানের পর যশস্বী জসওয়াল। সঙ্গে রুতুরাজ। ছবি-আইসিসি টুইটার (ICC Twitter)

অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। এই ম্য়াচের সেরা হন যশস্বী। ম্যাচের সেরা হওয়ার পর প্রথম টি-টোয়েন্টির স্মৃতি টেনে আনলেন এই তরুণ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স জারি রাখল ভারত। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল সূর্যকুমার যাদবের দল। তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়াকে হারাল তারা ৪৪ রানে। এদিন দুর্দান্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিষান। এই তিন ক্রিকেটারই অর্ধশতরান করেন। তবে শেষের দিকে দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। মাত্র ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। এই নাইট তারকার ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। ভারতীয় ব্যাটারদের দাপটে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে অজিরা। মার্কাস স্টইনিস, টিম ডেভিড এবং ম্যাথিউ ওয়েড ছাড়া আর কেউ সেইভাবে বড় রান করতে পারেননি। ফলে ভারতীয় বোলারদের দাপটে অজিরা থেমে যায় ১৯১/৯ রানে। তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই। বাংলার মুকেশ নেন একটি উইকেট। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হন যশস্বী। সিরিজের প্রথম ম্যাচে অবশ্য তিনি মাত্র ২১ রান করেন। এবার করেন অর্ধশতরান। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই খুশি এই তরুণ। তিনি বেশি খুশি কয়েকটি দুর্দান্ত শট নেওয়ার জন্য।

ম্যাচ শেষে এই তরুণ ব্যাটার জানান, 'এই ইনিংসটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু ছিল। আমি সব ধরণের শট খেলার চেষ্টা করছিলাম। কোনও একটি নির্দিষ্ট নয়, বরং সব রকম ভাবে খেলার চেষ্টা করেছি। তবে আমি আজ বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমাকে সূর্য ভাই এবং ভিভিএস স্যার বলেছে নির্দ্বিধায় গিয়ে ব্যাটিং করতে। আমাকে নিজের সেরাটা দিতে বলা হয়েছে।'

গত ম্যাচে রুতুরাজের রানআউট নিয়েও মুখ খোলেন যশস্বী। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এখনও শিখছি। গত ম্যাচে এটা আমার ভুল ছিল এবং রুতুরাজকে দুঃখিত বলেছিলাম। মেনে নিলাম এটা আমার ভুল। রুতু ভাই খুব ভালো এবং সবার কথা শোনে। আমি সত্যিই আমার ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি আমার সব শট খেলার চেষ্টা করছি। আরও ভালো কীভাবে শট খেলা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি কঠোর অনুশীলন করছি। কারণ আমি বিশ্বাস করি এখান থেকেই নিজেকের তৈরি করা যায়।'

প্রসঙ্গত, যশস্বী এদিন মাত্র ২৫ বলে করেন ৫৩ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও রুতুরাজ ৪৩ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ইশান ৩টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ বলে করেন ৫২ রান। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগামী টি-টোয়েন্টি ম্যাচ ২৮ নভেম্বর গুয়াহাটিতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.