অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স জারি রাখল ভারত। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল সূর্যকুমার যাদবের দল। তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়াকে হারাল তারা ৪৪ রানে। এদিন দুর্দান্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিষান। এই তিন ক্রিকেটারই অর্ধশতরান করেন। তবে শেষের দিকে দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। মাত্র ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। এই নাইট তারকার ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। ভারতীয় ব্যাটারদের দাপটে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে অজিরা। মার্কাস স্টইনিস, টিম ডেভিড এবং ম্যাথিউ ওয়েড ছাড়া আর কেউ সেইভাবে বড় রান করতে পারেননি। ফলে ভারতীয় বোলারদের দাপটে অজিরা থেমে যায় ১৯১/৯ রানে। তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই। বাংলার মুকেশ নেন একটি উইকেট। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হন যশস্বী। সিরিজের প্রথম ম্যাচে অবশ্য তিনি মাত্র ২১ রান করেন। এবার করেন অর্ধশতরান। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই খুশি এই তরুণ। তিনি বেশি খুশি কয়েকটি দুর্দান্ত শট নেওয়ার জন্য।
ম্যাচ শেষে এই তরুণ ব্যাটার জানান, 'এই ইনিংসটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু ছিল। আমি সব ধরণের শট খেলার চেষ্টা করছিলাম। কোনও একটি নির্দিষ্ট নয়, বরং সব রকম ভাবে খেলার চেষ্টা করেছি। তবে আমি আজ বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমাকে সূর্য ভাই এবং ভিভিএস স্যার বলেছে নির্দ্বিধায় গিয়ে ব্যাটিং করতে। আমাকে নিজের সেরাটা দিতে বলা হয়েছে।'
গত ম্যাচে রুতুরাজের রানআউট নিয়েও মুখ খোলেন যশস্বী। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এখনও শিখছি। গত ম্যাচে এটা আমার ভুল ছিল এবং রুতুরাজকে দুঃখিত বলেছিলাম। মেনে নিলাম এটা আমার ভুল। রুতু ভাই খুব ভালো এবং সবার কথা শোনে। আমি সত্যিই আমার ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি আমার সব শট খেলার চেষ্টা করছি। আরও ভালো কীভাবে শট খেলা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি কঠোর অনুশীলন করছি। কারণ আমি বিশ্বাস করি এখান থেকেই নিজেকের তৈরি করা যায়।'
প্রসঙ্গত, যশস্বী এদিন মাত্র ২৫ বলে করেন ৫৩ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও রুতুরাজ ৪৩ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ইশান ৩টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ বলে করেন ৫২ রান। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগামী টি-টোয়েন্টি ম্যাচ ২৮ নভেম্বর গুয়াহাটিতে।