শুভব্রত মুখার্জি:- ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। তাঁর অধিনায়কত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ,২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের পরে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এরপর দীর্ঘদিন ভারতের আইসিসি ট্রফি খরা চলছে।ধোনি খেলা ছেড়েছেন ঠিকই। তবে তাঁকে নিয়ে ভক্তদের আবেগের কোনরকম কোন পরিবর্তন হয়নি। চলতি আইপিএলে বারবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। ভারতের যে কোন প্রান্তে যে কোন স্টেডিয়ামেই তিনি খেলুন না কেন তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনা,উন্মাদনা থাকে দেখার মতন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে সিএসকে। ম্যাচটি খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিকে ঘিরে সমর্থকদের আবেগের বিস্ফোরণ।
চলতি আইপিএলে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের।তবে তারা ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে। নিজেদের শেষ ম্যাচে তারা আরসিবিকে হারিয়ে দিয়েছে সাত উইকেটে। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই যদিও তাদের অভিযান শুরু করেছিল পরপর তিন ম্যাচে হার দিয়ে। নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএলে কামব্যাক করার চেষ্টায় রয়েছে মুম্বই। তাদের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই। তাদের বিরুদ্ধে রবিবার নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে। আর এই ম্যাচের একদিন আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে এক হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। ভারত তথা সিএসএকের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে ঘিরে যে উন্মাদনা দেখালেন মুম্বই ইন্ডিয়ান্স দর্শকরা তা ছিল দেখার মতন।
আরও পড়ুন-IPL 2024-‘এত কম বয়সে অধিনায়ক হব ভাবতে পারিনি’, অকপট শ্রেয়স আইয়ার
ওয়াংখেড়ের বাইরে এসে দাঁড়ায় সিএসকের টিম বাস। যে বাসে ছিলেন ধোনি। গোটা দল এসেছিল অনুশীলনের জন্য। সেখানেই এক ঝলক ধোনিকে দেখতে যেভাবে ভক্তরা ঝাঁপিয়ে পড়লেন তা ছিল দেখার মতন। প্রচুর মানুষকে দেখা গেল দৌঁড়াতে। প্রচুর মানুষকে দেখা গেল নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠের মধ্যে ঢুকতে চেষ্টা করতে। সিএসকের অ্যাওয়ে ম্যাচে ও ধোনিকে ঘিরে এই উন্মাদনা ছিল দেখার মতন।
চলতি আইপিএলের মরশুম শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। দায়িত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। রুতুরাজের অধিনায়কত্বেও সিএসকে এই মরশুমে খারাপ খেলছে না। ঘটনাচক্রে আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দুই দল সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার করে ট্রফি জিতেছে দুই দল। নিঃসন্দেহে তাদের মধ্যে লড়াই যে উত্তেজনাকর হতে চলেছে তা বলাই বাহুল্য।