শুভব্রত মুখার্জি- সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই হেরে গিয়ে ছিটকে গিয়েছিল পাকিস্তান দল। নক আউট পর্বে শুরুর আগেই দেশে ফিরেছিল গোটা দল। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনার ইমাম উল হক। যিনি আবার ঘটনাচক্রে প্রাক্তন তারকা ক্রিকেটর তথা প্রাক্তন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাইপো। তিনি এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ডাক্তার আনমোল মাহমুদের। সেই সম্পর্কেই এবার সরকারিভাবে শিলমোহর পড়ে গেল। নিজেদের বিয়ের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ইমাম। পাশাপাশি তাদের বিয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
ডাক্তার আনমোল মাহমুদ দীর্ঘদিন নরওয়েতে থাকেন। পাকিস্তানি বংশোদ্ভূত আনমোল নরওয়ের রাজধানী অসলোতে দীর্ঘদিন ধরে ডাক্তারি করছেন। দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাদের নিকাহর পর হয়েছে ফটোশুট। সেই শুটের একাধিক ছবি তারা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যার ব্যাকগ্রাউন্ড অতিব সুন্দর। তবে ঠিক কোন জায়গায় এই ফটোশুট হয়েছে জানা যায়নি। যা খবর তাতে নরওয়েতেই করা হয়েছে এই ফটোশুট। ছবিতে আনমোলকে দেখা গিয়েছে প্যাস্টেল রঙের শাড়ি পরিহিত অবস্থায়। যার উপর রয়েছে সোনালি এবং রুপোলি রঙের এম্ব্রয়ডারি করা।
ইমাম উল হকের পরনে ছিল প্যাস্টেল সবুজ রঙের শেরওয়ানি। এক রঙের জুতো। মাথায় ছিল পাগড়ি। সোশ্যাল মিডিয়াতে ফটো শেয়ার করে ক্যাপশনে তারা লেখেন, ‘আজকে আমরা সারাজীবনের জন্য শুধু পার্টনার হইনি। আজকে আরো দৃঢ় হয়েছে আমাদের বন্ধুত্ব। আজকে আমি আমার জীবনের সেরা বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি তাঁর হৃদয়ে চিরজীবন জায়গা করে নিয়েছি। চিরজীবন ঋনী এই ভালোবাসার জন্য। আমাদের জীবনের সেরা আশীর্বাদ এই মুহূর্ত। এই সফরটা একমাত্র আমাদের। এটা ভালোবাসার সফর।আমাদের অন্তহীন ভালোবাসার এই সফরে আমাদের আশীর্বাদ করবেন।’