শুভব্রত মুখার্জি:- সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগের দাপাদাপি। কোথাও টি-২০ ফর্ম্যাট, কোথাও টি-১০ ফর্ম্যাট, আবার কোথাও ১০০ বলের ফর্ম্যাটে ক্রিকেট প্রায় গোটা বছর ধরেই খেলা চলছে। প্রতিটি লিগেই খেলছেন বিভিন্ন দেশের নামী দামী তারকা ক্রিকেটাররা। মোটা অঙ্কের টাকা কামানোর হাতছানি রয়েছে প্রত্যেক ক্রিকেটারের সামনে। এমন আবহে যে সমস্যায় এই লিগগুলো অনেক সময়েই পরে তা হল আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারকে মাথায় রেখে যখন সূচি প্রকাশ করা হয় সেই সূচি অনেক সময়েই সংঘর্ষে পরে যায় অপর কোন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে। ২০২৪ সালেই ঠিক যেমনটা হতে চলেছে মেজর লিগ ক্রিকেট এবং দ্য হান্ড্রেডের মধ্যে।
গত বছরেই শুরু হয়েছে আমেরিকার বুকে টি-২০ ফর্ম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট। আর তার সঙ্গেই সূচি সংঘর্ষে পড়ে গিয়েছে ইংল্যান্ডের মাটিতে জন্ম নেওয়া ১০০ বলের ফ্রাঞ্চাইজি ক্রিকেট যার পোশাকি নাম 'দ্য হান্ড্রেড'। গত বছরেও প্রায় সূচির সংঘর্ষে পড়তে পড়তে বেঁচে গিয়েছে এই দুই টুর্নামেন্ট। কিন্তু এই বছর তা আর এড়ানো গেল না। জুলাইয়ের শেষ ভাগ থেকে শুরু হবে এই দুই টু্র্নামেন্ট। মেজর লিগ ক্রিকেটকে প্রোমোট করা হচ্ছে ভারত এবং আমেরিকার ব্যবসায়িক গোষ্ঠীর তরফে। ৪ জুলাই থেকে শুরু হবে এই লিগ। চলবে অগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত।
ইসিবির তরফেও দ্য হান্ড্রেডের সূচি ঘোষণা করা হয়েছে। ওভালে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। ২৩ জুলাই খেলা হবে প্রথম ম্যাচ। পুরুষ এবং মহিলা বিভাগের দুটি ম্যাচই খেলা হবে এইদিন। দ্য হান্ড্রেডের সূচির সঙ্গে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের সূচিরও সংঘর্ষ ঘটেছে। ২৬ জুলাই খেলা হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচও। অন্যদিকে ইংল্যান্ডের মহিলা দল আবার ১৭ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজও শেষ হয়ে যাবে ইংল্যান্ডের মহিলা দলের। ফলে তাদের সঙ্গে দ্য হান্ড্রেডের সূচির কোনও রকম সংঘর্ষ হচ্ছে না। ১৮ অগস্ট খেলা হবে দ্য হান্ড্রেডের ফাইনাল। পুরুষ এবং মহিলা উভয় বিভাগের ফাইনাল এই দিন খেলা হবে লর্ডসে। গত বছর মেজর লিগ ক্রিকেটের ফাইনাল হয়েছিল দ্য হান্ড্রেড শুরুর মাত্র দুই দিন আগে। ১৯ জন এমন ক্রিকেটার ছিলেন যারা ওই বছরে দুটি লিগেই খেলেছিলেন। ইসিবির তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সূচির সংঘর্ষ হলে ইংল্যান্ডের ক্রিকেটারদের অন্য লিগে খেলতে দেওয়ার জন্য অনুমতিপত্র দেওয়া হবে না।