২০২৩ সালের দ্য হান্ড্রেডের পুরুষ বিভাগের শিরোপা জিতে নিয়েছে ওভাল ইনভিন্সেবেল। বলা যায় একেবারে নাটকীয়ভাবে এই শিরোপা জিতেছে তারা। তাদের এই শিরোপা জয়ের নায়ক নিঃসন্দেহে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার টম কারান। অনবদ্য এক ইনিংস খেলে দলের হয়ে শিরোপা জয় তো ছিনিয়ে এনেছেন। পাশাপাশি ভেঙে দিয়েছেন টি-২০ ফর্ম্যাটে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নজিরও। ফাইনালে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মুখোমুখি হয়েছিল ওভাল ইনভিন্সেবেল। যেখানে ম্যাঞ্চেস্টারকে নাটকীয়ভাবে ১৪ রানে হারিয়ে দিয়েছে ওভাল।
প্রথমে ব্যাট করতে নেমে একটা সময়ে প্রথম ৩৬ বলের পরে ওভালের স্কোর ছিল ৩৪/৫। একটা সময় মনে হয়েছিল হয়ত একপেশে ম্যাচ হতে চলেছিল। এরপরেই ওভালের হয়ে ইনিংসের হাল ধরেন টম কারান এবং জিমি নিশাম। দুরন্ত ব্যাটিংয়ে দুই ব্যাটার দলকে পৌঁছে দেন ১৬১ রানে। গড়েন ১২৭ রানের পার্টনারশিপ। জবাবে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে শুরুটা দারুন করেন তাদের দুই ওপেনার। জোস বাটলার এবং ফিল সল্টের জুটিতে ম্যাঞ্চেস্টারের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ম্যাচ জয় সম্ভব হয়নি। ৫ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় ম্যাঞ্চেস্টার দল।ফলে ১৪ রানে ম্যাচ জিতে শিরোপা জয় নিশ্চিত হয় ওভালের।
এদিন ৬৫ বলে ১২৭ রানের জুটি গড়েন টম কারান এবং জিমি নিশাম। ওভালের এর পরবর্তী সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল ১২ বলে ১৫। দ্বিতীয় উইকেটে সেই পার্টনারশিপ গড়েছিলেন পল স্টার্লিং এবং উইল জ্যাকস। নিশাম ৩৩ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। কারান অপরাজিত থাকেন ৩৪ বলে ৬৭ রান করে। তাঁর ইনিংসে হাঁকান চারটি চার এবং পাঁচটি ছয়। অন্যদিকে জিমি নিশাম মারেন ৭টি চার এবং একটি ছয়। আর এই অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেই টম কারান ভেঙে দিয়েছেন টি-২০'তে ধোনির গড়া এক নজিরকে। সাত নম্বর বা তাঁর নিচে ব্যাট করে সর্বাধিক রান করার নজির এতদিন ছিল ধোনির।এবার সেই নজির ভেঙে নয়া নজির গড়েছেন টম কারান। ২০১৩ সালের আইপিএল ফাইনালে এই নজির গড়েছিলেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে সেই ম্যাচে ৪৫ বলে ৬৩ রান করেছিলেন তিনি। ধোনির দুরন্ত ইনিংস সত্ত্বেও সেদিন আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল সিএসকেকে।