বাংলা নিউজ > ক্রিকেট > IPL ফাইনালে ধোনির গড়া রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের হয়ে হাতে গোনা ম্যাচ খেলা টম

IPL ফাইনালে ধোনির গড়া রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের হয়ে হাতে গোনা ম্যাচ খেলা টম

টম ও জিমির যুগলবন্দিতে এল জয় (Action Images via Reuters)

টম কারানের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার বেন স্টোকস

২০২৩ সালের দ্য হান্ড্রেডের পুরুষ বিভাগের শিরোপা জিতে নিয়েছে ওভাল ইনভিন্সেবেল। বলা যায় একেবারে নাটকীয়ভাবে এই শিরোপা জিতেছে তারা। তাদের এই শিরোপা জয়ের নায়ক নিঃসন্দেহে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার টম কারান। অনবদ্য এক ইনিংস খেলে দলের হয়ে শিরোপা জয় তো ছিনিয়ে এনেছেন। পাশাপাশি ভেঙে দিয়েছেন টি-২০ ফর্ম্যাটে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নজিরও। ফাইনালে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মুখোমুখি হয়েছিল ওভাল ইনভিন্সেবেল। যেখানে ম্যাঞ্চেস্টারকে নাটকীয়ভাবে ১৪ রানে হারিয়ে দিয়েছে ওভাল।

প্রথমে ব্যাট করতে নেমে একটা সময়ে প্রথম ৩৬ বলের পরে ওভালের স্কোর ছিল ৩৪/৫। একটা সময় মনে হয়েছিল হয়ত একপেশে ম্যাচ হতে চলেছিল। এরপরেই ওভালের হয়ে ইনিংসের হাল ধরেন টম কারান এবং জিমি নিশাম। দুরন্ত ব্যাটিংয়ে দুই ব্যাটার দলকে পৌঁছে দেন ১৬১ রানে। গড়েন ১২৭ রানের পার্টনারশিপ। জবাবে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে শুরুটা দারুন করেন তাদের দুই ওপেনার। জোস বাটলার এবং ফিল সল্টের জুটিতে ম্যাঞ্চেস্টারের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ম্যাচ জয় সম্ভব হয়নি। ৫ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় ম্যাঞ্চেস্টার দল।ফলে ১৪ রানে ম্যাচ জিতে শিরোপা জয় নিশ্চিত হয় ওভালের।

এদিন ৬৫ বলে ১২৭ রানের জুটি গড়েন টম কারান এবং জিমি নিশাম। ওভালের এর পরবর্তী সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল ১২ বলে ১৫। দ্বিতীয় উইকেটে সেই পার্টনারশিপ গড়েছিলেন পল স্টার্লিং এবং উইল জ্যাকস। নিশাম ৩৩ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। কারান অপরাজিত থাকেন ৩৪ বলে ৬৭ রান করে। তাঁর ইনিংসে হাঁকান চারটি চার এবং পাঁচটি ছয়। অন্যদিকে জিমি নিশাম মারেন ৭টি চার এবং একটি ছয়। আর এই অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেই টম কারান ভেঙে দিয়েছেন টি-২০'তে ধোনির গড়া এক নজিরকে। সাত নম্বর বা তাঁর নিচে ব্যাট করে সর্বাধিক রান করার নজির এতদিন ছিল ধোনির।এবার সেই নজির ভেঙে নয়া নজির গড়েছেন টম কারান। ২০১৩ সালের আইপিএল ফাইনালে এই নজির গড়েছিলেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে সেই ম্যাচে ৪৫ বলে ৬৩ রান করেছিলেন তিনি। ধোনির দুরন্ত ইনিংস সত্ত্বেও সেদিন আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল সিএসকেকে।

ক্রিকেট খবর

Latest News

গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা 'সারাক্ষণ মহিলাদের বুক,পেট,পাছা নিয়ে মন্তব্য করে যায়…', কুণালকে পালটা স্বস্তিকা ICC Ranking-T20তে শীর্ষে ভারতই! ১ নম্বর অলরাউন্ডার লিভিংস্টোন, প্রথম দশে হার্দিক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, জলপাইগুড়িতে আলোড়ন ভুয়ো চাকরির টোপ গিলে বিপদ, বিহারে উদ্ধার বাংলার ২০০ যুবক এক বছর পর স্বরাশিতে প্রবেশ দৈত্যগুরুর, শুক্রর কৃপায় ৩ রাশির বাড়বে আয় অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে? ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি ৩৬ রানে ৭ উইকেট! শেষে আফগানদের বিরুদ্ধে আরও বড় লজ্জার মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা করণের চমক! বাফটা-এমি জয়ী রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণের সঞ্চালনায় ধর্মা কর্ণধার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.