বাংলা নিউজ > ক্রিকেট > UP T20 League: ঘনঘন বল হাওয়ায় উড়িয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি রিঙ্কু সিংয়ের, মেজাজি নাইট তারকার তাণ্ডবের ভিডিয়ো দেখুন

UP T20 League: ঘনঘন বল হাওয়ায় উড়িয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি রিঙ্কু সিংয়ের, মেজাজি নাইট তারকার তাণ্ডবের ভিডিয়ো দেখুন

ঝোড়ো হাফ-সেঞ্চুরি রিঙ্কু সিংয়ের। ছবি- টুইটার।

Uttar Pradesh T20 League: ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রিঙ্কু সিং। তাঁর দল মীরাটের জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি।

চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে ফের ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু সিং। ঘনঘন বল গ্যালারিতে পাঠিয়ে ধ্বংসাত্মক মেজাজে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মীরাট মাভেরিকসের হয়ে মাঠে নামা কেকেআর তারকা। যদিও ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকানোর পরেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রিঙ্কুকে।

ইউপি টি-২০ লিগের ২৫তম ম্যাচে সম্মুখসমরে নামে মীরাট মাভেরিকস ও নয়ডা সুপার কিংস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মীরাট। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। রিঙ্কু ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন মাধব কৌশিক। দুরন্ত ছন্দে থাকা স্বস্তিক চিকারা এদিন মাঠে নামেননি।

রিঙ্কু ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৩২ বলে ৫৩ রান করে আউট হয়ে বসেন তিনি। মাধব কৌশিকও ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর পরেই উইকেট দিয়ে আসেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে আউট হন। এছাড়া পার্থ জৈন ১৭, দিব্যাংশ রাজপুত ১০ ও যশ গর্গ অপরাজিত ২৫ রান করেন। ১৩ বলের আগ্রাসী ইনিংসে ৫টি চার মারেন যশ। পার্থ মাত্র ৯টি বল খেলে ৪টি বাউন্ডারি মারেন।

আরও পড়ুন:- Asia Cup 2023 Qualification Scenarios: শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে ভারত, ছিটকে যাবে বাংলাদেশ, দ্বিতীয় ফাইনালিস্ট কারা?

নয়ডার সত্যম চৌহান ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। এছাড়া ১টি করে উইকেট নেন রোহিত দ্বিবেদী, শিবেন মালহোত্রা ও প্রশান্ত বীর। উইকেট পাননি মহম্মদ জাভেদ।

জবাবে ব্যাট করতে নেমে নয়ডা সুপার কিংস ১৭.৫ ওভারে ১৩৪ রানে অল-আউট হয়ে যায়। ৪২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মীরাট। ক্যাপ্টেন সামর্থ সিং ছাড়া নয়ডার হয়ে ব্যাট হাতে তেমন প্রতিরোধ গড়তে পারেননি আর কেউ। সামর্থ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:- IND vs PAK Asia Cup Update: রাহুল-কোহলির সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, ছবির অ্যালবামে ভারত-পাক লড়াই

এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২১ রান করেন মণীশ সোলাঙ্কি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২২ রান করে নট-আউট থাকেন তরুণ পাওয়াদিয়া। সৌভাগ্য ১০ ও প্রশান্ত বীর ১৩ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।

মীরাটের যশ গর্গ ৩.৫ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন যুবরাজ যাদব, বিশাল চৌধরী ও যোগেন্দ্র দয়াল। উইকেট পাননি বৈভব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন