শুভব্রত মুখার্জি: ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বড় হারের রাতেই খারাপ খবর পাওয়ার একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। ভাঙা আঙুল নিয়ে চলতি ওডিআই বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গেল ইংল্যান্ড পেসার রিসে টপলির। এই মুহূর্তে চলতি বিশ্বকাপে টপলিই ইংল্যান্ডের সেরা পেসার। সর্বাধিক উইকেটও রয়েছে তাঁর দখলে। তবে দুর্ভাগ্যবশত তাঁকে আর চলতি বিশ্বকাপে দেখা যাবে না। তাঁর পরিবর্ত হিসেবে ইংল্যান্ড দলের তরফে ঘোষণা করা হয়েছে ব্রাইডন কার্সের নাম।
২০২২ টি-২০ বিশ্বকাপের আগেও এইভাবে দুর্ভাগ্য তাড়া করেছিল টপলিকে। চলতি বিশ্বকাপে ও ঘটে গেল সেই ঘটনা। গত টি-২০ বিশ্বকাপে বাউন্ডারির স্কার্টিংয়ের উপর পড়ে গিয়ে চোট পেয়ে আর বিশ্বকাপ খেলা হয়নি টপলির। আর এবার চলতি বিশ্বকাপে মাত্র চার ম্যাচের পরেই শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ অভিযান।
তবে অন্যদিকে রিসে টপলির চোটে কপাল খুলে গেল ব্রাইডন কার্সের। বিশ্বকাপের মাঝপথে দলে ডাক পেলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। আইসিসির টেকনিক্যাল কমিটি সোমবার এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের অনুমোদন দেওয়াকে নিশ্চিত করেছে। বেঙ্গালুরুতে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন কার্স। উল্লেখ্য গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। এর মধ্যে টপলির চোট তাদের জন্য বড় ধাক্কা। দলের অভিজ্ঞ ব্যাটার জো রুট আশা করছেন গত বিশ্বকাপে লিয়াম প্লাংকেট দলের হয়ে যে ভূমিকা পালন করেছিলেন এবারে সেই এক ভূমিকা পালন করতে পারেন কার্স।
রুট বলেছেন, 'ও (কার্স) দারুণ অলরাউন্ড প্যাকেজ। দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করতে পারে। ফিল্ডিংয়েও দুর্দান্ত। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে। ওর মধ্যে (বেন) স্টোকসের মতো একটা বিষয় রয়েছে। যখন কিছুই হচ্ছে না, তখন ও দলকে উইকেট এনে দেবে। ও অনেকটা জুনিয়র প্লাংকেট! তার সঙ্গে অনেক মিল রয়েছে। প্লাংকেট হয়তো আমার এই কথা খুশি হবে না। তবে তার (কার্স) হয়তো ব্যাটিংয়ে (প্লাংকেটের চেয়ে) আরও বেশি রান করার সামর্থ্য রয়েছে।'
ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও ৩টি-২০ খেলেছেন ২৮ বছর বয়সী কার্স। ওয়ানডেতে ১৪ ও, টি-২০'তে ৪টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত এই ক্রিকেটার। মুম্বইয়ে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বোলিংয়ে বল থামানোর চেষ্টা করতে গিয়ে বা হাতের তর্জনীতে আঘাত পান টপলি। ম্যাচ শেষে পরীক্ষায় জানা যায় তাঁর তর্জনীতে চিড় ধরা পড়েছে। ফলে শেষ হয়ে যায় ২৯ বছর বয়সী বাঁহাতি পেসারের বিশ্বকাপ।