৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। নেদারল্যান্ডস দলটি ২০ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে। বিশ্বকাপ শুরুর প্রায় ১৫ দিন আগে ভারতে ক্যাম্প করতে আসছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসই প্রথম দল যারা টুর্নামেন্ট শুরুর এত দিন আগে ভারতে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিতে এত তাড়াতাড়ি ভারতে আসছে নেদারল্যান্ডস।
বিশ্বকাপের জন্য সকলের আগে প্রস্তুতি শুরু করে দেবে কি নেদারল্যান্ডস? বর্তমানের পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে। না, এই প্রস্তুতি ডাচরা নিজেদের ঘরের মাঠে করবে না, বিশ্বকাপের প্রস্তুতির জন্য সব দলের আগে ভারতে আসতে চলেছে নেদারল্যান্ডস। সূত্র অনুসারে, নেদারল্যান্ডস ক্রিকেট দল ২০ সেপ্টেম্বর ভারতে আসার কথা। এটা বোঝা যাচ্ছে যে ডাচ দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার জন্য খুব ভোরে বেঙ্গালুরুতে নামতে চলেছে। সূত্র অনুসারে, স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে নেদারল্যান্ডস দলটি ২১ সেপ্টেম্বর আলুরে তাদের বিশ্বকাপের প্রশিক্ষণ শুরু করবে।
ওডিআই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে ৩০ সেপ্টেম্বর ডাচ কিংবদন্তি রায়ান টেন দুশখাতের দল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি পরীক্ষা করবে। শোনা যাচ্ছে সেই ম্যাচের আগে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আলুরে থাকবেই নেদারল্যান্ডস দল। ২০২৩ বিশ্বকাপ শিরোপার জন্য শক্তিশালী ফেভারিট দল ভারতের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে নেদারল্যান্ডস। ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নেদারল্যান্ডস।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে নেদারল্যান্ডস দল ২১ সেপ্টেম্বর থেকে আলুরে অনুশীলন ক্যাম্প শুরু করবে। নেদারল্যান্ডস দলের এই ক্যাম্প চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরে দলটি তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে রওনা হবে, যেখানে দলটিকে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচ খেলতে নামবে। এরপর নেদারল্যান্ডসের দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচ হবে ৩ অক্টোবর।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ-পর্যায়ের ম্যাচে খেলতে নামবে কমলা বাহিনী। এরপরে ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। ডাচরা তাদের বিশ্বকাপের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে ১২ নভেম্বর, ভারতের বিরুদ্ধে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। কয়েকটি দলকে পিছনে ফেলে এবার এই প্রতিযোগিতায় জায়গা করেছে নেদারল্যান্ডস। এবারে তারা বেশকিছু দলের সামনে চ্যালেঞ্জ তৈরি করতে প্রস্তুত। ভারতে আয়োজিত ২০২৩ সংস্করণটি হবে ওয়ানডে বিশ্বকাপে ডাচ দলের পঞ্চম অংশগ্রহণ।