বিশ্বকাপের শুরুতেই বিশ্বরেকর্ডের ছড়াছড়ি। শনিবার দিল্লিতে বিশ্বকাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। কোটলার সেই ম্যাচে ভেঙে যায় ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসের একাধিক সর্বকালীন রেকর্ড।
প্রথমত ব্যক্তিগতভাবে দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম ভেঙে দেন টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে কম বলে করা সেঞ্চুরির রেকর্ড। দক্ষিণ আফ্রিকা দলগতভাবে গড়ে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রানের ইনিংস গড়ার সর্বকালীন নজির। পালটা লড়াইয়ে শ্রীলঙ্কাও স্কোরবোর্ডে তুলে ফেলে বড়সড় রান। ফলে দুই ইনিংস মিলিয়ে বিশ্বকাপের এক ম্যাচে সব থেকে বেশি রান ওঠার সর্বকালীন রেকর্ডও ভেঙে যায় এদিন।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা কুইন্টন ডি'কক, রাসি ভ্যান ডার দাসেন ও এডেন মার্করামের মারকাটারি সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৪২৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৪.৫ ওভারে ৩২৬ রান তুলে অল-আউট হয়ে যায়। ১০২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ম্যাচের দুই ইনিংস মিলিয়ে (৪২৮+৩২৬) মোট ৭৫৪ রান ওঠে। ওয়ান ডে বিশ্বকাপের এক ম্যাচে এত রান আগে কখনও ওঠেনি। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭১৪ রান ওঠে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩৮১ ও বাংলাদেশ ৮ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে। এতদিন সেটিই ছিল বিশ্বকাপের এক ম্যাচে ওঠা সব থেকে বেশি রানের রেকর্ড, শনিবার দিল্লিতে যা ভেঙে চুরমার হয়ে যায়। শনিবার শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট ৩১টি ছক্কা হাঁকান ব্যাটসম্যানরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে কুইন্টন ১০০, ভ্যান ডার দাসেন ১০৮ ও মার্করাম ১০৬ রান করেন। ক্লাসেন ৩২ ও ডেভিড মিলার ৩৯ রানের যোগদান রাখেন। ২টি উইকেট নেন শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্কা। ১টি করে উইকেট দখল করেন কাসুন রজিথা, মাথিসা পথিরানা ও দুনিথ ওয়েলালাগে।
পালটা ব্যাট করতে নামা শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৭৬, চরিথ আসালঙ্কা ৭৯ ও দাসুন শানাকা ৬৮ রান করেন। এছাড়া সাদিরা সমরাবিক্রমে ২৩ ও কাসুন রজিথা ৩৩ রানের যোগদান রাখেন। ৩টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি। ২টি করে উইকেট পকেটে পোরেন মারকো জানসেন, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। ম্যাচের সেরা হন মার্করাম।