রাজ্যে পঞ্চায়েত ভোটে বিজেপির আসন প্রায় দ্বিগুণ বেড়েছে। এই দাবি করে রাজ্যে দলীয় কর্মীদের অভিনন্দন জানালেন বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার বিকেলে এক টুইটবার্তায় শাহ দাবি করেন, এই নির্বাচনের প্রভাব লোকসভা ও বিধানসভা নির্বাচনেও পড়বে।
শুক্রবার বিকেলে বাংলায় টুইট করে শাহ লেখেন, ‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে। যাতে প্রমাণিত, আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে’।
অমিত শাহের দাবি, 'এটা একেবারে জলের মতো পরিষ্কার যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।
রাজ্যের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সুকান্তবাবু, শুভেন্দুবাবু এবং সমস্ত কর্মীদের অনেক অভিনন্দন, যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন’।
এদিন বিকেলে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে রাজ্যে ভোট ও ভোট পরবর্তী হিংসা পরিস্থিতিও তুলে ধরেন তিনি। তার পরই এই টুইট করেন শাহ।