জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ১৭/১৫৫ নম্বর বুথ থেকে এবারের পঞ্চায়েত ভোটের অন্যতম আকর্ষণ ছিল একই পরিবারের তিন বউ। যাঁরা আবার সম্পর্কে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামী। পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পরতেই এই তিন পঞ্চায়েত ভোট প্রার্থী আলোচনার কেন্দ্রতে উঠে এসেছে ছিলেন। মঙ্গলবার ফলপ্রকাশ হতেই শেষ হাসি হাসলেন সেই মমি যিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। ফোন করে জয়ের জন্য মামীকে শুভেচ্ছা জানিয়েছে মিমি চক্রবর্তী।
(পড়তে পারেন। WB Panchayat Election Result 2023 Live: চা না পেয়ে খয়রোশোলে বিক্ষোভ ভোটকর্মীদের, অভিযোগ খাবার নিয়েও)
সম্পর্কে জা হলেও ভিন্ন ভিন্ন দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন একই পরিবারের তিন বউ। নিজের মতো করে তৈরি করেছিলেন রণকৌশল। এই জয়ের পর প্রার্থী পুনম চক্রবর্তী জানাচ্ছেন, ভোটের ময়দানের বৈরিতা পরিবারে প্রবেশ করতে দেননি তাঁরা। তাই কেউ একজন জিতলেও জয় এসেছে পরিবারে।
পুনমের কথায়, 'ভোটর লড়াই ভোটের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায়। আমরা জায়েরা ভোটে পরস্পরের বিরুদ্ধে লড়াই করলেও শেষ পর্যন্ত জয় আমাদের পরিবারের এসেছে।' জয়ের খবর পেয়ে মিমি চক্রবর্তী ফোন করেছিলেন কিনা তা জানতে চাওয়া হলে পুনম বলেন,'হ্যাঁ, আমাকে সকাইলেই ফোন করেছিল। জেতার জন্য শুভেচ্ছা জানাল। বলল মামি এবার পাড়ার জন্য ভাল কাজ করতে হবে।' তাঁর সংযোজন,' এলাকায় যে কাজগুলি হয়নি সেগুলি শেষ করার চেষ্টা করব। '
এই জয়ের নেপথ্যে কার প্রচেষ্টা রয়েছে তা জানতে চাওয়া হলে জয়ী তৃণমূল প্রার্থী বলেন, 'এই জয়ের পিছনে আমাদের পরিবারের সবার অবদান রয়েছে। তাঁর থেকেও বড় কথা যাঁরা আমাকে ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। '