বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023 Live: বাংলায় সবুজ সুনামি! পঞ্চায়েতে ভোট শতাংশে বিরোধী শিবিরে কে এগিয়ে? রইল পরিসংখ্যান
পঞ্চায়েত ভোটের ফলাফলে ভোট শতাংশে এগিয়ে তৃণমূল। (ANI Photo) (Utpal Sarkar)

WB Panchayat Election Result 2023 Live: বাংলায় সবুজ সুনামি! পঞ্চায়েতে ভোট শতাংশে বিরোধী শিবিরে কে এগিয়ে? রইল পরিসংখ্যান

Panchayat Poll Final Result Latest Update: পঞ্চায়েত ভোট এবং নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

WB Panchayat Election Result Latest Update: বাংলা জুড়ে সবুজ ঝড়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ পঞ্চায়েত ভোটে ভোট শতাংশের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।  ২০৯৪২৩৮০ টি আসন দখল করে তৃণমূলের ভোট শতাংশ দাঁড়িয়েছে ৫১.১৪। এরপর রয়েছে বিজেপি। তবে তারা অনেকটাই পিছিয়ে। বিজেপি পেয়েছে ৯৩৬৭৫৪০টি আসন। ভোট শতাংশের নিরিখে তাদের ঝুলিতে রয়েছে ২২.৮৮ এর অঙ্ক। এরপরই রয়েছে সিপিআইএম ও তারপর কংগ্রেস। এই পরিস্থিতিতে এদিন ভোট পরবর্তী হিংসাতে মৃত্যু হয়েছে একাধিকজনের। অন্যদিকে ভাঙড় নিয়ে মুখ খুলে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান সত্ত্বেও কিভাবে হিংসা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। এদিন পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুলে রাজ্যের মুখ্যমমন্ত্রী বলেন, শান্তির প্রতি তাঁর সমর্থন চিরকালীন। মৃতদের পরিবারকে হোমগার্ডের চাকরি দেওয়া নিয়েও আশ্বস্ত করেন তিনি। ভোটের খবর দেখে নিন একঝলকে।

12 Jul 2023, 11:06:08 PM IST

কংগ্রেসের ভোট শতাংশ ৪.৮৪

12 Jul 2023, 11:05:50 PM IST

কংগ্রেস পঞ্চায়েত ভোটে পেয়েছে ২৬২৭৭১৫ টি আসন

12 Jul 2023, 11:05:17 PM IST

সিপিআইএম পেয়েছে ৫১৪১৪৪৬ টি আসন

12 Jul 2023, 11:04:21 PM IST

সিপিআইএম-এর ভোট শতাংশ ১২.৫৬

12 Jul 2023, 11:04:01 PM IST

সিপিআইএমএল (লিব) ৯৬০১টি আসন

12 Jul 2023, 11:03:35 PM IST

সিপিআই ০.১৪ শতাংশ আসন

12 Jul 2023, 11:03:17 PM IST

সিপিআই পেয়েছে ৫৫৪৪৮ টি আসন

12 Jul 2023, 11:02:59 PM IST

বিজেপির ভোট শতাংশ ২২.৮৮

12 Jul 2023, 11:00:54 PM IST

বিজেপি পঞ্চায়েত ভোটে পেয়েছে ৯৩৬৭৫৪০ টি আসন

12 Jul 2023, 11:00:14 PM IST

ভোটে তৃণমূলের ভোট শতাংশ ৫১.১৪

12 Jul 2023, 10:59:49 PM IST

ভোটের ফলাফল: তৃণমূল জিতেছে ২০৯৪২৩৮০ টি আসন

12 Jul 2023, 09:31:16 PM IST

বামেদের থেকেও নিষ্ঠুর রাজনীতি মমতার: রবিশঙ্কর প্রসাদ

12 Jul 2023, 09:30:30 PM IST

‘গণতন্ত্রের লজ্জা’ বলে পঞ্চায়েত ভোট নিয়ে সরব রবিশঙ্কর প্রসাদ

12 Jul 2023, 09:29:59 PM IST

'জবাব দিতে হবে মমতা জি', ভোট হিংসা নিয়ে বললেন রবি শঙ্কর প্রসাদ

12 Jul 2023, 09:29:41 PM IST

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা।

12 Jul 2023, 08:45:19 PM IST

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হাসনাবাদ ও মিনাখায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

12 Jul 2023, 08:16:15 PM IST

ভোট পরবর্তী হিংসার জেরে ক্ষতিগ্রস্ত ও আহত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গেল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

12 Jul 2023, 07:49:55 PM IST

'২০১৮ যদি শিলার নাশ হয়, এবারে উদ্বোধন, রেকর্ড ভেঙেছে', ভোট নিয়ে বললেন শুভেন্দু

12 Jul 2023, 06:48:46 PM IST

২১ জুলাইতে উদযাপন নয়, নিহত কর্মীদের স্মরণের বার্তা মমতার

12 Jul 2023, 06:44:57 PM IST

‘হেরেছেন যখন হার মেনে নিন’, বললেন মমতা

12 Jul 2023, 06:43:33 PM IST

জাতীয় স্তরে জোট হবে কি না  বামেদের সঙ্গে, তা রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করছে, ইঙ্গিত মমতার

12 Jul 2023, 06:42:25 PM IST

সিপিএম, বিজেপিকে খোঁচা মমতার

12 Jul 2023, 06:37:48 PM IST

শুভেন্দুকে খোঁচা মমতার, 'যিনি নিজেকে বলেন দেশের নেতা, বড় হিরো, আসলে তিনি জিরো  '

12 Jul 2023, 06:36:20 PM IST

ঘটনা ঘটেছে ২ টি জেলায়, তার জন্য ২৩ জেলার ভাবমূর্তি নষ্ট করেছেন: মমতা

12 Jul 2023, 06:34:01 PM IST

হোমগার্ডের চাকরিতে কোনও রাজনৈতিক ভেদাভেদ হবে না: মমতা

12 Jul 2023, 06:28:48 PM IST

নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, সঙ্গে আর্থিক সাহায্য়ের আশ্বাস মুখ্যমন্ত্রীর

12 Jul 2023, 06:27:43 PM IST

‘আমি দুঃখিত কয়েকজন মারা গিয়েছেন’, পঞ্চায়েত প্রসঙ্গে বললেন মমতা

12 Jul 2023, 06:26:47 PM IST

‘আমি এতদিন সহ্য করেছি, কিছু বলিনি’, বললেন ক্ষুব্ধ মমতা

12 Jul 2023, 06:26:18 PM IST

‘ভাঙড়ের ঘটনা ছাড়া আর কিছু হয়নি’, বললেন মমতা

12 Jul 2023, 06:25:34 PM IST

‘আমি সারা জীবন শান্তি নিয়ে কলম ধরেছি’, মমতা তুললেন তাঁর লেখালিখির প্রসঙ্গ 

12 Jul 2023, 06:24:53 PM IST

‘মানুষের কাছে ক্ষমা চাইছি, বাংলার বদনাম যাঁরা করেছেন ব্যবসার স্বার্থে, তাঁদের চিনুন’ বললেন মমতা

12 Jul 2023, 06:24:15 PM IST

‘আরাবুলের সিট হারার নয়’, বললেন মমতা

12 Jul 2023, 06:23:32 PM IST

‘ভাঙড়ে গণ্ডগোল হল কী করে, বোমা জোগাড় করে রেখে দিয়েছিল’, প্রশ্ন মমতার

12 Jul 2023, 06:17:30 PM IST

‘অনেকে জিজ্ঞাসা করেন এত অপমান সহ্য করেন কীভাবে?’ , বললেন মমতা

12 Jul 2023, 06:13:18 PM IST

আমি মা, মাটি, মানুষের শাস্তি মেনে নিত রাজি আছি: মমতা

12 Jul 2023, 06:10:49 PM IST

ভাঙড়ের গণ্ডগোল নিয়ে মমতা বললেন,'ওখানে তো কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কীভাবে গুলিবিদ্ধ হল'

12 Jul 2023, 06:09:57 PM IST

ভোট নিয়ে মুখ খুললেন মমতা

12 Jul 2023, 05:10:16 PM IST

পঞ্চায়েত ভোটে ৩৫ দিনে মৃতের মোট সংখ্যা ৪৭

12 Jul 2023, 04:10:18 PM IST

গণনা শেষে ভাঙড়ে হিংসার বলি আরও ৩

12 Jul 2023, 02:39:24 PM IST

বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে যোগ প্রার্থীর, ত্রিশঙ্কু পঞ্চায়েত দখল ঘাসফুল শিবিরের

ফলাফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সলমা মুর্ম্মু নামে সদ্য নির্বাচিত এক পঞ্চায়েত সদস্য। বুধবার সকালে তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে সলমা দল বদল করেন। জানা গিয়েছে, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসন থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ১২ আসন বিশিষ্ট অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬ টি আসনে জয়লাভ করে তৃণমূল, পাঁচটিতে বিজেপি ও একটিতে 'নির্দল' প্রার্থী জয়লাভ করেন। বিজেপির জয়ী প্রার্থীর দলবদলের ফলে এই পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল। 

12 Jul 2023, 02:24:17 PM IST

রতুয়ায় কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ

রতুয়ায় কংগ্রেস কর্মী ফটিকুল হককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী এবং তাঁর দলবলের বিরুদ্ধে। 

12 Jul 2023, 02:23:15 PM IST

‘শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারার দাবি ন্যায্য’

রবিশংকর প্রশাদ আজ মন্তব্য করেন শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারার দাবি ন্যায্য। তবে তিনি বলেন, সরকার রাজ্যপালের থেকে রিপোর্ট পাবে। সেই অনুযায়ী ভেবে নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। 

12 Jul 2023, 02:22:12 PM IST

‘পুলিশের একাংশ সক্রিয় নয়’

কুণাল ঘোষের অভিযোগ, পুলিশের একাংশ সক্রিয় নয়। আমাদের কর্মীদের মারা হচ্ছে। পুলিশ কী করছে। নাম দেওয়া হচ্ছে যে কে হামবা করতে পারে। তাও ঢুকে গিয়ে মেরে চলে যাচ্ছে। খেজুড়িতে আমাদের কাউন্টিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারা হয়। 

12 Jul 2023, 02:19:01 PM IST

রাজ্যপালকে ‘জোকার’ সম্বোধন কুণালের

রাজ্যপালকে ‘জোকার’ সম্বোধন কুণাল ঘোষের। তিনি বলেন, ‘এই নির্বাচনের ফল প্রমাণ করে দিল যে বাংলার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। তিনি যে ২২ জনকে নিয়ে দার্জিলিং করে এলেন, সেই টাকা মিটিয়ে দিক। চলে যান। প্রতিদিন জোকারের মতো সেজে আশারাম বাপুর মতো বাণী দিয়ে বেরান তিনি।’

12 Jul 2023, 02:17:02 PM IST

পঞ্চায়েত সমিতির আপডেট

তৃণমূল জয়ী ৬৩৩৫টি আসনে, এগিয়ে ২১৪টি আসনে। বিজেপি জয়ী ৯৭৩ আসনে, এগিয়ে ৪৮ আসনে। সিপিএম জয়ী ১৭৩, এগিয়ে ১৬ আসনে। কংগ্রেস জয়ী ২৫৮, এগিয়ে ৭টি আসনে। 

12 Jul 2023, 02:14:50 PM IST

‘মহম্মদ সেলিমকে গোপনে বিরিয়ানে পাঠাবে শুভেন্দু’, তোপ কুণালের

কুণাল ঘোষ বলেন, ‘মহম্মদ সেলিমকে গোপনে বিরিয়ানে পাঠাবে শুভেন্দু। ভোট কেটে বামেরা বিজেপিকে কয়েকটি আসন উপহার দিয়েছে। আর সব কিছু করেও ১০ হাজারের বেশি ভোটে লিড তৃণমূলের। প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন নন্দীগ্রামে।’

12 Jul 2023, 02:11:24 PM IST

মমতার গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রবিশংকরের

কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিএসএফ-এর ‘স্পর্শকাতর বুথের’ তালিকা না পাওয়া নিয়েও সরব হন রবিশংকর। এদিকে বাংলার জনগণকে ধন্যবাদ জানান রবিশংকর। তিনি বলেন, আমরা লড়াই করব। তিনি প্রশ্ন করেন, ‘বাংলার হল কী?’

12 Jul 2023, 02:06:59 PM IST

নদিয়ায় বিজেপি কর্মীর ওপর হামলা

বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু'নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ায়। বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই বিজেপির জয়ী প্রার্থী সহ তার স্ত্রী ও ছেলেকে বেধারক মারধর করে।

12 Jul 2023, 01:45:24 PM IST

সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

কমিশনকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টের তরফে। রাজ্য নির্বাচন কমিশনকে আদালত জানিয়েছে, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। নির্বাচন ও গণনার ভবিষ্যতও ঠিক হবে মামলার ওপর ভিত্তি করেই। এদিকে বুধবার আদালতে ছিলেন না কমিশনের কোনও অফিসার। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

12 Jul 2023, 01:41:42 PM IST

ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থীর স্বামী নিখোঁজ

বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থীর স্বামী নিখোঁজ। জানা গিয়েছে, প্রভাকর নামক সেই ব্যক্তি বাড়িতে ফেরেননি ফল প্রকাশের পর থেকে। এই আবহে তাঁর ছেলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। 

12 Jul 2023, 12:47:11 PM IST

আদালতের ভর্ৎসনা

হাই কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘বিরোধী দলনেতার তরফে যে ৬০০০টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছিল, তা নিয়ে রাজ্য নির্বাচন কী পদক্ষেপ করেছে, তা জানাতে হবে। এদিকে রাজ্য পুলিশ যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে তা উদ্বেগের।’ এদিকে আজ আদালতে উপস্থিত ছিলেন না কমিশনের আইনজীবী। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। 

12 Jul 2023, 12:39:45 PM IST

বেলদায় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা

পশ্চিম মেদিনীপুরের বেলদায় তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। সিপিএম কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। 

12 Jul 2023, 12:36:12 PM IST

পশ্চিম বর্ধমান জয় তৃণমূলের

পশ্চিম বর্ধমানের ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল তৃণমূল জয় পেয়েছে। 

12 Jul 2023, 12:20:23 PM IST

কোচবিহারে বিজেপির ভরাডুবি

কোচবিহার জেলা পরিষদের মোট ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩২টি আসন। বিজেপি পেয়েছে ২টি আসন। কংগ্রেস ও বামের ঝুলি শূন্য। 

12 Jul 2023, 12:19:14 PM IST

হুগলির জেলা পরিষদে খাতা খুললেও উড়ে গেল বিজেপি

হুগলি জেলা পরিষদের মোট ৫৩টি আসনের মধ্যে এবার ৫১টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। ২টি আসনে জিতেছে বিজেপি। 

12 Jul 2023, 12:17:20 PM IST

পুরুলিয়ার জেলা পরিষদের তৃণমূলের বড় জয়

পুরুলিয়া জেলা পরিষদে মোট ৪৫টি আসনের মধ্যে ৪২টি আসনে জয়ী বা এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে বা জয়ী ২টি আসনে। অন্যান্যরা একটি আসনে এগিয়ে বা জয়ী।

12 Jul 2023, 12:11:17 PM IST

ভাঙড় নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

ভাঙড় নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি জানান, যে জেলা পরিষদের আসনের ফল নিয়ে বিতর্ক, সেই আসনের জয়ী সার্টিফিকেট কাকে দেওয়া হচ্ছে তা তাঁর জানা নেই। এদিকে তিনি ভাঙড়ের আইন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত করছে। যা অভিযোগ এসেছে, মিটিয়ে নেওয়া হয়েছে।’

12 Jul 2023, 12:03:31 PM IST

লাভলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

 গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

12 Jul 2023, 12:01:59 PM IST

বিডিও অফিসে দাপাদাপি দেবশ্রী চৌধুরীর

বিডিও অফিসে গিয়ে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে দাপাদাপি বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর। টেবিল চাপড়ে বিডিও-কে হুমকি দিতে দেখা যায় দেবশ্রীকে। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। 

12 Jul 2023, 11:46:39 AM IST

সকাল থেকে ভাঙড় থেকে উদ্ধার ১০টি বোমা

ভাঙড়ের রাস্তায় রাস্তায় এখনও পড়ে তাজা বোমা। এই আবহে সিআইডির বিশেষ দল অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় গিয়ে সেই তাজা বোমা উদ্ধার করছে। সকাল থেকে ভাঙড়ে ১০টি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 

12 Jul 2023, 11:44:35 AM IST

রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল

বিজেপির পাঁচ সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং দল এসে পৌঁছল কলকাতায়। সাংসদ রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন দল আজই বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গেও যাওয়ার কথা তাঁদের। বিজেপি সাংসদদের দলে দু'জন প্রাক্তন পুলিশ কর্তাও রয়েছেন। 

12 Jul 2023, 11:28:45 AM IST

তাজা বোমা উদ্ধার নিউটাউনে

তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউন এলাকার গৌরাঙ্গনগর নতুন পল্লীতে। জানা গিয়েছে, সাহা মার্কেটের কাছে একটি ঝোপের মধ্যে থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়। একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা ছিল এই বোমগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ।  

12 Jul 2023, 11:27:06 AM IST

দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর-বোমাবাজি

দাঁতন দুই নম্বর ব্লকের হরিপুরের ব্রাহ্মণখলিশা এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা।

12 Jul 2023, 11:23:41 AM IST

ঝাড়গ্রামে পঞ্চায়েতের ফল

ঝাড়গ্রামের ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৬৫টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। নির্দলরা জিতেছে ২টি আসনে। ১২টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। ২০১৮ সালে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সবটাই বিজেপির দখলে ছিল। ৭টা গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৬টা ছিল বিজেপির দখলে। এবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ৭টা গ্রাম পঞ্চায়েতেই জিতে নিয়েছে তৃণমূল। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকেও ৪টে গ্রাম পঞ্চায়েতেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিনপুর ব্লকে ৯টা এবং জামবনি ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। সেখানে বিজেপি এবার কোনও গ্রাম পঞ্চায়েত পায়নি।

12 Jul 2023, 11:23:09 AM IST

পুরুলিয়ার পঞ্চায়েতের ফল 

পুরুলিয়া জেলার মোট ২৪৭৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯৩৩টিতে জয়ী হয়েছে। আর ২০০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ২৩৫টি আসনে জয়ী এবং ৬৪টিতে এগিয়ে। তবে সিপিএম ৮০টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ৫৮টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে। এছাড়া ফরওয়ার্ড ব্লক ৯টি আসনে জয়ী।

12 Jul 2023, 11:22:57 AM IST

জঙ্গলমহলে অব্য়াহত বিজেপির ধস

জঙ্গলমহলে অব্য়াহত বিজেপির ধস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—জঙ্গলমহলের এই চার জেলাতেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ের নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল।

12 Jul 2023, 11:11:47 AM IST

দিনহাটায় বোমা ফেটে জখম মা-মেয়ে

সাত সকালেই রক্তাক্ত কোচবিহারের দিনহাটা, রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে ঝলসে গেল মা ও সন্তান। বিস্ফোরণে জখম আরও এক। গতকাল রাতে ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ চলাকালীন দুষ্কৃতীরা এই বোমা ছুঁড়ে মারে। তবে তার মধ্যে এই একটি বোমা তখন ফাটেনি। পরে আজ সকালে আচমকা বিস্ফোরিত হয় সেটি। সেই সময় রাস্তা দিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তিনি জখম হন এতে।

12 Jul 2023, 11:07:29 AM IST

জয়ী প্রার্থীকে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ

জয়ী প্রার্থীকে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ মালদায়। এই আবহে সড়ক অবরোধ বিজেপি নেতা, কর্মীদের। অবরোধে উপস্থিত বিজেপির বিধায়ক, সাংসদরাও। এই ঘটনা প্রসঙ্গে উত্তর মালদার সংসদ খগেন মুর্মু দাবি করেছেন, মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা এবং ৪ নং আসনের সোনালী টুডু ৫ নং আসনের তারাশঙ্কর রায় জয়ী হয়েছেন। তবে তাঁদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। 

12 Jul 2023, 10:37:18 AM IST

পূর্ব মেদিনীপুরের গ্রাম দখলের লড়াই

কাঁথি–৩ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি বিজেপি এবং পাঁচটি তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। ভাজাচাউলি, লাউদা, কুসুমপুর, কুমীরদা এবং কানাইদিঘি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে। আর দেবেন্দ্র, দুরমুঠ এবং মারিশদা বিজেপির কাছে গিয়েছে। কাঁথি–১ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি বিজেপির দখলে এসেছে। সাবাজপুট এবং রাইপুর–পশ্চিমবাড় তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছে। রামনগর–১ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি পেয়েছে তৃণমূল। তালগাছাড়ি–২ বিজেপি পেয়েছে। রামনগর–২ ব্লকের পালধুই, সটিলাপুর, এবং বাদলপুর পঞ্চায়েত বিজেপি পয়েছে। বাকিগুলি সব দখল করেছে তৃণমূল। আর ভগবানপুর–২ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি বিজেপি পেয়েছে (‌ইটাবেড়িয়া ও মুগবেড়িয়া)‌। বাকি সাতটির মধ্যে ৬টি তৃণমূল কংগ্রেসের দখলে। এগরা–১ ব্লকের ৮টির মধ্যে দুটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। বাকিগুলি তৃণমূলের দখলে। এগরা–২ ব্লকের দেশবন্ধু, বাথুয়াড়ি, পানিপারুল, দুবদা ও বাসুদেবপুরে তৃণমূল জয়ী হয়েছে। দুটি বিজেপির দখলে।

12 Jul 2023, 10:36:48 AM IST

পূর্ব মেদিনীপুরেও সবুজ ঝড়

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ দখলের পথে তৃণমূল কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, ৫৬টি জেলা পরিষদে তারা জয় পেয়েছে। বিরোধীরা জিতেছে ১৪টি আসনে। এখনও বাকিগুলির গণনা চলছে। কাঁথি এবং এগরা মহকুমার ১৩টি ব্লকে গ্রাম পঞ্চায়েতগুলি এখন তৃণমূল কংগ্রেসেরই দখলে। কাঁথি মহকুমার আটটি ব্লক ও এগরা মহকুমার পাঁচটি ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত পেয়েছে তৃণমূল।

12 Jul 2023, 10:07:41 AM IST

দক্ষিণ ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতেও সাফল্য অব্যাহত তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতেও সাফল্য অব্যাহত তৃণমূলের। বারুইপুরের ১৯টি পঞ্চায়েতই সংখ্যাগরিষ্ঠ পেল তৃণমূল কংগ্রেস। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এল। বিজেপিও আসন পেয়েছে। কুলতলিতে ৯টি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মন্দিরবাজার, রায়দিঘি, মথুরাপুরে কোনও পঞ্চায়েত ত্রিশঙ্কু। আবার বিরোধীদের দখলেও গিয়েছে। জয়নগরে কয়েকটি পঞ্চায়েত ত্রিশঙ্কু। তবে বারুইপুর, জয়নগর ১ ও ২ এবং কুলতলির পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলই এগিয়ে। ৬৩৮২টি আসনে লড়াই হয়েছে। তার মধ্যে ৩৩৭৪টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বাকিগুলিতে এগিয়ে রয়েছে। কুলতলির ৯টি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এককভাবে জয় পেয়েছে। বহড়ু ক্ষেত্র পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল ৭টি, নির্দল ৭টি এবং বিজেপি ২টি আসন পেয়েছে। শ্রীপুর পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৮টি আসন পেয়েছে। ১টি করে পেয়েছে নির্দল, কংগ্রেস, অন্যান্যরা। রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের ১১টি পঞ্চায়েতের মধ্যে কাশীনগর পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। রায়দিঘি এবং কঙ্কণদিঘি পঞ্চায়েত ত্রিশঙ্কু। মথুরাপুর ১ নম্বর ব্লকের শঙ্করপুর পঞ্চায়েত সিপিএম দখল করেছে।

12 Jul 2023, 10:07:16 AM IST

দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের দখলে

দক্ষিণ ২৪ পরগনায় বেশিরভাগ জেলা পরিষদের আসন জিতে গড় ধরে রাখল ঘাসফুল শিবির। জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে এগিয়ে বা জয়ী হয়েছে তৃণমূল। একটি আসনে আইএসএফ-এর জয় নিয়ে সংশয় রয়েছে।   

12 Jul 2023, 09:40:17 AM IST

মৃত্যু ভাঙড়ের আইএসএফ কর্মীর

অশান্ত ভাঙড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর। মৃতের নাম হাসান আলি। কলকাতার আরজি কর হাসপালে নাকি তাঁর মৃত্যু হয়েছে। 

12 Jul 2023, 09:28:08 AM IST

২০১৮ সালে বিজেপির গ্রাম পঞ্চায়েত ফলের সঙ্গে ২৩-এর তুলনা

২০১৮ সালে বিজেপি গ্রাম পঞ্চায়েতের ৫৭৫৯ আসনে জিতেছিল। এবার সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হতে পারে। এখনও পর্যন্ত। বিজেপি জয়ী ৮৯২৬ আসনে, এগিয়ে ২৮৪টি আসনে।

12 Jul 2023, 09:26:25 AM IST

২০১৮ সালে বিজেপির জেলা পরিষদের ফলের সঙ্গে ২৩-এর তুলনা

২০১৮ সালে জেলা পরিষদে মোট ২৩টি আসনে জিতেছিল বিজেপি। তার তুলনায় এবার তাদের ফল ‘খারাপ’। এখনও পর্যন্ত মাত্র ৭টিতে তারা এগিয়ে, জয়ী ৪টি আসনে। কোনও জেলা পরিষদই দখল করার জায়গায় নেই গেরুয়া শিবির। 

12 Jul 2023, 09:23:35 AM IST

জেলা পরিষদের সর্বশেষ আপডেট

এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলা পরিষদে এখনও পর্যন্ত ২০৮টি আসনে জয়ী তৃণমূল, তারা এগিয়ে ২৫৬ আসনে। এদিকে বিজেপি জয়ী ৪টি আসনে, এগিয়ে ৭টি আসনে। এছাড়া সিপিএম এগিয়ে পাঁচটি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে।  

12 Jul 2023, 09:17:17 AM IST

গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ছুঁই ছুঁই বিজেপি

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল জয়ী ৩২৬২৯টি আসনে, এগিয়ে ১১৩৮টি আসনে। বিজেপি জয়ী ৮৯২৬ আসনে, এগিয়ে ২৮৪টি আসনে। সিপিএম জয়ী ২৭৩৩টি আসনে,  এগিয়ে ১৭৩টি আসনে। সিপিআই জয়ী ২৩ আসনে, এগিয়ে ১টি আসনে। কংগ্রেস জয়ী ২৩৪১ আসনে, এগিয়ে ১০৩টি আসনে। এনসিপি জয়ী ১টি আসনে। ফরোয়ার্ড ব্লক জয়ী ৪২ আসনে, এগিয়ে ৪টি আসনে। আর‌এসপি জয়ী ৬৪ আসনে, এগিয়ে ৮টিতে। নির্দলরা জয়ী ১৯২৭ আসনে। 

12 Jul 2023, 08:24:24 AM IST

রাজনৈতিক হিংসায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ

ফের এক শাসকদলের কর্মীকে খুনের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতের নাম বিপ্লব হালদার।

12 Jul 2023, 07:46:44 AM IST

হার আনিসের দাদা ও মামার

আমতা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে সিপিএমের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন আনিসের দাদা সামসুদ্দিন। তবে তৃণমূলের কলিম আলি খানের কাছে তিনি হেরে যান। এদিকে আনিসের মামা, সাবির খানও সিপিএমের টিকিটে আমতা-২ ব্লকের কুশবেড়িয়ার ১৯৬ নম্বর বুথে দাঁড়িয়েছিলেন। তৃণমূল প্রার্থী তথা বোর্ডের বিদায়ী উপপ্রধান হাসেম খানের কাছে তিনিও হেরে যান। 

12 Jul 2023, 07:41:26 AM IST

নির্দল মেয়ের ফল দেখতে গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা, পুলিশি লাঠিচার্জে জখম বিধায়ক

পুলিশের চাঠিচার্জে আহত হলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন হামিদুলের মেয়ে আরজুনা বেগম। মেয়ের ফল দেখতেই গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিলেন বিধায়ক। এরপরই পুলিশের সঙ্গে বচসা। পরে লাঠিচার্জ। 

12 Jul 2023, 07:38:52 AM IST

নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূল কর্মীদের ওপর হামলা

নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীদের নন্দীগ্রাম হাসপাতাল ও তমলুকে নিয়ে গিয়ে ভরতি করা হয়েছে। যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। 

12 Jul 2023, 07:36:58 AM IST

সকালে থমথমে ভাঙড়

ভাঙড়ে হিংসার ঘটনায় গ্রেফতার ১। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

12 Jul 2023, 07:35:23 AM IST

বিজেপির কাউন্টিং এজেন্টের মেয়েকে মার

মালদার হবিবপুরে বিজেপির কাউন্টিং এজেন্টের পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা এলাকায় ঘটে গতরাতে। ঘটনার ভিডিয়ো করতে গেলে বিজেপির পোলিং এজেন্ট আতাউর রহমানের মেয়ে নাফিসাকে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। ঘটনা প্রসঙ্গে আতাউর রহমানের স্ত্রী রৌশনারা খাতুন অভিযোগ করেন, তৃণমূলের বিজয় মিছিল থেকে তাঁদের বাড়ির লক্ষ্য করে বাজি ফাটানো হয়। এরপর তাঁদের বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। বাড়ি ভাঙচুর করা হয়। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মঙ্গলপুরা অঞ্চল সভাপতি মিঠুন মণ্ড বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। বিজয় মিছিল হচ্ছিল। সে সময় হয়তো কোনও বাজি ছিটকে চলে গিয়েছিল। গোটাটাই বিজেপির সাজানো গল্প।

12 Jul 2023, 07:29:56 AM IST

জিতেও সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ বিজেপির, লাথি তৃণমূলের বিদায়ী সভাপতিকে

এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ২৪টি আসনের মধ্যে ১২টি তে জয়লাভ করে বিজেপি। পাশাপাশি ১২টি আসন পায় তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির দাবি, তাঁদের জয়ী প্রার্থীদের শংসাপত্র দিচ্ছে না এগরা ২ ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও কৌশিস রায়। এরই মাঝে তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সমিতি প্রধানের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি সমর্থকর। এগরা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ প্রধানকে দেখে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। সেই তৃণমূল নেতাকে লাথিও মারা হয় বলে অভিযোগ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালিঘাইতে গভীর রাতে চরম উত্তেজনা ছড়ায়। পরে বালিঘাই গণনাকেন্দ্রে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

12 Jul 2023, 07:21:34 AM IST

৬ ভোটে জিতেও হার মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রীর

বিজেপির কাছে ৩৬ ভোটে পরাজিত হলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধায়। ওই আসনে বিজেপির সুদেষ্ণা মুখোপাধ্যায় জয়লাভ করেছেন। মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে আগেই পঞ্চায়েতের দু'টি আসনে পরাজিত হয় তৃণমূল। এবার মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রীও হেরে যান। এর জেরে সেখানে বড় ধাক্কা খেল তৃণমূল। এর আগে অবশ্য ঘোষণ করা হয়েছিল যে তিনি ৬ ভোটে জিতেছেন। তবে কিছুক্ষণ পর তাঁকে জানানো হয় ৩৬ ভোটে পরাজিত হয়েছেন তিনি। 

12 Jul 2023, 07:18:13 AM IST

গভীর রাতে রণক্ষেত্র ভাঙড়

দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় দু'নম্বর ব্লকের দু'টি জেলা পরিষদের আসনের ফল গতরাত পর্যন্ত ঘোষণা হয়নি। আর এরই মধ্যে আইএসএফ কর্মীদের সঙ্গে সেই এলাকায় পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এর পাশাপাশি রবার বুলেট ছোড়ে পুলিশ। ডিসিআরসি সেন্টারের নিরাপত্তা বাড়ানো হয় রাতেই। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

12 Jul 2023, 07:15:15 AM IST

গোয়ালপোখরে জয়ী নির্দলের বাবা-ভাইকে মার

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতে ভোটের ফল প্রকাশের পর জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিট। সংঘর্ষে জখম হয়েছে দু'জন। জানা গিয়েছে, শহিদ আলম ও আনওয়ার আলম দু'জনেই তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাড়িয়েছিলেন। শহিদ জয়ী হয়েছেন। এর পরে পাড়ায় ডিজে বাজাতে শুরু করেন ও আতসবাজি পোড়ান তাঁর সমর্থকরা। সেই সময় শহিদের খুড়তুতো ভাই আজমত আলির সঙ্গে পরাজিত আনওয়ারের সমর্থকদের সংঘর্ষ বাধে। শহিদের বাবা ঝামেলা থামাতে যান। সেই সময় দুষ্কৃতীদের মারে আমজাদ ও তাঁর বাবা গুরুতর জখম হন। ইসলামপুর হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

12 Jul 2023, 07:10:21 AM IST

জয়ী কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ 

কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ৭১ নম্বর বুথে। 

11 Jul 2023, 11:28:16 PM IST

বীরভূম জেলা পরিষদের সর্বশেষ আপডেট

বীরভূমের জেলা পরিষদের মোট ৫২টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ১৩টি আসনে, তারা এগিয়ে ২টি আসনে। 

11 Jul 2023, 11:27:17 PM IST

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সর্বশেষ আপডেট

পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৫টিতে, এগিয়ে ১১টিতে। 

11 Jul 2023, 11:26:29 PM IST

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সর্বশেষ আপডেট

পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মোট ৬৬টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৮টি আসনে, এগিয়ে ১১টি আসনে। 

11 Jul 2023, 11:25:47 PM IST

বাঁকুড়া জেলা পরিষদের সর্বশেষ আপডেট

বাঁকুড়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ১০টি আসনে জয়ী তৃণমূল, তিনটিতে এগিয়ে তারা। বিজেপি এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:24:45 PM IST

পুরুলিয়া জেলা পরিষদের সর্বশেষ আপডেট

পুরুলিয়া জেলা পরিষদে মোট ৪৫টি আসনের মধ্যে তৃণমূল এখন এগিয়ে ৬টি আসনে। 

11 Jul 2023, 11:24:01 PM IST

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সর্বশেষ আপডেট

পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৯টি আসনে, এগিয়ে ১৪টি আসনে। বিজেপি এগিয়ে ২টি আসনে। 

11 Jul 2023, 11:23:14 PM IST

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সর্বশেষ আপডেট

পূর্ব মেদিনীপুরের মোট ৭০টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ৫টি আসনে। বিজেপি এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:22:25 PM IST

হুগলি জেলা পরিষদের সর্বশেষ আপডেট

হুগলি জেলা পরিষদের মোট ৫৩টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ১টি আসনে, এগিয়ে ৮টি আসনে। বিজেপি এখানে এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:21:20 PM IST

হাওড়ার জেলা পরিষদের সর্বশেষ আপডেট

হাওড়ার জেলা পরিষদের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল ৮টিতে জয়ী, ৭টিতে এগিয়ে। 

11 Jul 2023, 11:20:39 PM IST

দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সর্বশেষ আপডেট

দক্ষিণ ২৪ পরগনার মোট ৮৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬টিতে, জয়ী ১৪টিতে। বিজেপি এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:18:14 PM IST

উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সর্বশেষ আপডেট

উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মোট ৬৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯টিতে এগিয়ে, জয়ী ৩টি আসনে। 

11 Jul 2023, 11:16:55 PM IST

নদিয়া জেলা পরিষদের সর্বশেষ আপডেট

নদিয়ায় জেলা পরিষদের মোট ৫২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ৩টিতে, বিজেপি এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:15:29 PM IST

মুর্শিদাবাদ জেলা পরিষদের সর্বশেষ আপডেট

মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২টি আসনে। 

11 Jul 2023, 11:13:57 PM IST

কোচবিহার জেলা পরিষদের সর্বশেষ আপডেট

কোচবিহার জেলা পরিষদের মোট ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 11:10:52 PM IST

বঙ্গবাসীকে ধন্যবাদ জ্ঞাপন সুকান্তর

সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, ‘পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচনে ৮১০০+ আসন ছাড়িয়েছে বিজেপি। এটা একটা বড় জয়। বাংলয় যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক অনুশীলন হত, তাহলে বিজেপির জয় নিশ্চিত হল। বন্দে মাতরম।’

11 Jul 2023, 10:57:06 PM IST

পঞ্চায়েত সমিতির সর্বশেষ আপডেট

পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জয়ী ২১৫৫টি আসনে, এগিয়ে ৪৯৩টি আসনে। বিজেপি জয়ী ২১৪টি আসনে, এগিয়ে ১১৩টি আসনে। সিপিএম জয়ী ৪৭ আসনে, এগিয়ে ৪৮টি আসনে। ফরোয়ার্ড ব্লক এগিয়ে একটি আসনে। আরএসপি জয়ী ১টি আসনে, এগিয়ে ২টি আসনে। কংগ্রেস জয়ী ৩৮টি আসনে, এগিয়ে ২৩টি আসনে। 

11 Jul 2023, 10:52:39 PM IST

জেলা পরিষদের সর্বশেষ ফলাফল

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা পরিষদে তৃণমূল জয়ী ৭৭টি আসনে, এগিয়ে ৯২টি আসনে। বিজেপি এগিয়ে ১০টি আসনে। সিপিএম এগিয়ে ৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। ৫টি আসনে টাই হয়েছে। 

11 Jul 2023, 10:43:10 PM IST

পঞ্চায়েতের সর্বশেষ ফলাফল

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল জয়ী ২৯৬৬৫ এগিয়ে ১৫২৭। বিজেপি জয়ী ৮০২১, এগিয়ে ৪০৬টি আসনে। সিপিএম জয়ী ২৪৭২, এগিয়ে ২৩৯টি আসনে। সিপিআই জয়ী, ২৪ এগিয়ে ০৩টি আসনে। কংগ্রেস জয়ী ২০৯৪, এগিয়ে ১৩১টি আসনে। এনসিপি জয়ী ১টি আসনে। ফরোয়ার্ড ব্লক জয়ী ৩৯, এগিয়ে ০৪টি আসনে। আর‌এসপি জয়ী ৬১, এগিয়ে ১৫টিতে। 

11 Jul 2023, 10:39:24 PM IST

কোচবিহারে ২৪টি গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির

কোচবিহারে ২৪টি গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির। লোকসভা এবং বিধানসভার নিরিখে এই ফল খুব আশানুরূপ নয় বিজেপির জন্য। তবে গতবার এই জেলায় মাত্র একটি পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। সেই নিরিখে এবার বিজেপির ফল ‘ভালো’ হয়েছে।

11 Jul 2023, 10:28:08 PM IST

বাঁকুড়ায় বিজেপিকে অনেকটা পিছনে ফেলল তৃণমূল

বাঁকুড়ার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ১৬০টি দখল করেছে তৃণমূল। পাশাপাশি ১০টিতে জয়ী বিজেপি। ২টি পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু। এই জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টির দখল নিল তৃণমূল।

11 Jul 2023, 10:22:36 PM IST

বাড়িতে আগুন, গ্রামছাড়া বিজেপি প্রার্থী

ভোট গণনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে বিজেপির কাউগাছি ১ নং পঞ্চায়েতের ৬৭ নং বুথের বিজেপি প্রাথী মৌসুমী মিত্র বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুস্কৃতীরা। অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কেউ এই নিয়ে মুখ খুলতে চায়নি। এদিকে বিজেপি প্রার্থী পরিবারকে নিয়ে গ্রাম ছেড়েছেন বলে জানা গিয়েছে। 

11 Jul 2023, 10:04:41 PM IST

বাংলার পঞ্চায়েত ভোটে খাতা খুলল ওয়াইসির AIMIM

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইম) মুর্শিদাবাদ এবং মালদার দুটি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে।

11 Jul 2023, 10:02:53 PM IST

পশ্চিম বর্ধমানে তৃণমূলের জয়জয়কার

পশ্চিম বর্ধমান ৮ পঞ্চায়েত সমিতিতে সবকটিতেই জয়ী তৃণমূল। অণ্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর ফরিদপুর, কাঁকসা, রানিগঞ্জ, বারাবনি, সালানপুর, জামুড়িয়ায় উড়ছে সবুজ আবির।

11 Jul 2023, 10:00:23 PM IST

জয়ী আরাবুলের ছেলে

আরাবুলের বুথে হেরেছে তৃণমূল। তবে জয়ী আরাবুলের ছেলে। ৩৭৬২০ ভোটে জেলা পরিষদ আসনে জয় তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের।

11 Jul 2023, 09:57:23 PM IST

নন্দীগ্রামে বিজেপিকে কড়া টক্কর তৃণমূলের

নন্দীগ্রামে ১৭টি মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। অন্য দিকে তৃণমূলের দখলে ৮টি। 

11 Jul 2023, 09:56:17 PM IST

 ঘাসফুলময় সিঙ্গুর

সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই তৃণমূলের জয়জয়কার। যে আন্দোলনের হাত ধরে ২০১১ সালে বাংলায় পালা বদল হয়েছিল, সেই সিঙ্গুরে আজও উড়ল সবুজ আবির। 

11 Jul 2023, 09:53:42 PM IST

বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

সন্ধ্যাতেও অশান্ত বাসন্তী। কাঠালবেড়িয়া গ্রামপঞ্চায়েতের কলতলা লস্করপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ নির্দল সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আহমেদ আলি মোল্লা। 

11 Jul 2023, 09:51:35 PM IST

সাগরদিঘির ১১টি পঞ্চায়েতে মাত্র ১টিতে জয় বাম-কংগ্রেস জোটের

সাগরদিঘি বিধানসভা এলাকায় ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র একটিতে জয়ী বাম-কংগ্রেস জোট। সাগরদিঘিতে ৪টিতে জয়ী তৃণমূল। বাকি ৬টি পঞ্চায়েতের ফল আপাতত ত্রিশঙ্কু।

11 Jul 2023, 09:46:01 PM IST

‘প্রণম্য গণদেবতার জয়’, পঞ্চায়েতে সবুজ ঝড় নিয়ে বার্তা মমতার

ফেসবুক পোস্টে মমতা লেখেন, ‘গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমাদের প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। সাধারই মানুষের উন্নতিকল্পে আমি এবং আমাদের দলের প্রত্যেকটি সদস্য সদা নিবেদিতপ্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলাল উন্নয়ন এবং প্রগতির জন্য কাজ করে যাব। জয় বাংলা! মা-মাটি-মানুষ জিন্দাবাদ!’

11 Jul 2023, 09:40:20 PM IST

গ্রাম পঞ্চায়েতের সর্বশেষ আপডেট

গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩,২২৯ আসনের মধ্যে তৃণমূল জয়ী বা এগিয়ে ৩৪,৩৭৮টি আসনে, বিজেপি এগিয়ে বা জয়ী ৬,২৪০ আসনে, বামেরা এগিয়ে বা জয়ী ২,২০০টি আসনে, কংগ্রেস এগিয়ে বা জয়ী ১,৬৩৯টি আসনে। 

11 Jul 2023, 09:39:00 PM IST

পঞ্চায়েত সমিতির সর্বশেষ আপডেট

পঞ্চায়েত সমিতির মোট ৯,৭৩০টি আসনের মধ্যে তৃণমূল এখনও জয়ী বা এগিয়ে ১,৬৫৬টি আসনে, বিজেপি জয়ী বা এগিয়ে ৬৫ আসনে, বাম এগিয়ে বা জয়ী ২৩টি আসনে, কংগ্রেস এগিয়ে বা জয়ী ৩২টি আসনে। 

11 Jul 2023, 09:37:44 PM IST

জেলা পরিষদের ট্রেন্ড

জেলা পরিষদের ট্রেন্ড এতে শুরু করল। মোট ৯২৮টি আসনের মধ্যে এখনও তৃণমূল এগিয়ে ৬৮টি আসনে, বিজেপি এগিয়ে ১টি আসনে। 

11 Jul 2023, 09:35:44 PM IST

দৃষ্টিহীন শিক্ষককে ভোট গণনার ডিউটিতে

শক্তিগড়ের বালিকা বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে দায়িত্বে এলেন এক দৃষ্টিহীন শিক্ষক। জানা যায়, বড়শুল অন‍্যদাপল্লী প্রাইমারি থেকে সুব্রত মালাকার নামে ওই শিক্ষক ভোটগণার দায়িত্বে ছিলেন। তবে তাঁকে রিজার্ভে রাখা হয়েছে।

11 Jul 2023, 09:33:34 PM IST

পাহাড়ে অনীত থাপার জয়জয়কার

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেল অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। পাহাড়ে ১১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭০টির দখল নিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল এবং বিজেপি পেয়েছে ৩টি। ত্রিশঙ্কু হয়েছে ৮টি গ্রাম পঞ্চায়েতে। 

11 Jul 2023, 09:28:57 PM IST

ইসলামপুরে নির্দলের বিজয় মিছিলে গুলির অভিযোগ

ইসলামপুরের গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের কালুবস্তি এলাকায় নির্দলের বিজয় মিছিল লক্ষ্য করে গুলি। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও শাসকদলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। 

11 Jul 2023, 09:26:37 PM IST

শান্তনু ঠাকুরের বুথে জয়ী তৃণমূল

গাইঘাটার যে বুথে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ভোট দেন, সেই ইছাপুর ২ নং বুথে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 

11 Jul 2023, 09:25:29 PM IST

‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ জানাতে ফোন নম্বর চালু বিজেপির

বিজেপির লিগ্যাল সেলের পক্ষ থেকে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ জানাতে ফোন নম্বর চালু করেছে। ৮১০০৯৯৫৮৬৮ এবং ৮১০০৯৯৫৮৬২, এই দুই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এছাড়া এই ইমেল আইডি-তে অভিযোগ জানানো যাবে - panchayatviolence2023@gmail.com

11 Jul 2023, 09:14:29 PM IST

দার্জিলিঙে কী অবস্থা?

দার্জিলিং: পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে আবারও ব্যাপক জয়ের পথে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দলের এই ব্যাপক সাফল্যে বিজয় উল্লাসে মাতলেন দলের কর্মী-সমর্থকরা।

11 Jul 2023, 08:54:55 PM IST

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে থেকেছে তৃণমূল‌। দিনের শেষে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ‘পঞ্চায়েত ভোটে জনমতের প্রতিফলন হয়নি। ভোটে কারচুপির ফল ভুগতে হবে।’ বিপুল পরিমাণ আসনে জয়লাভ করেছে তৃণমূল, এগিয়ে বহু আসনে। যা নিয়ে বলতে গিয়ে শুভেন্দু দাবি করেন, '২০,০০০-এর বেশি আসন পাওয়ার কথা নয় তৃণমূলের।' মোবাইল ক্যামেরায় সমস্ত ফুটেজই বন্দি করা আছে বলে তিনি দাবি করেছেন।

11 Jul 2023, 08:10:20 PM IST

অশোকনগরে কেন অশান্তি?

সন্ধ্যায় অশোকনগরে ভোটকেন্দ্রের সামনে আইএসএফ ও সিপিএমের জমায়েতে ব্যাপক লাঠি চার্জ করে সরিয়ে দেয় পুলিশ। পালটা পুলিশকে ইট ছোড়া হয়। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের শেল।

11 Jul 2023, 07:57:42 PM IST

শংসাপত্র দিয়েও জয়ী প্রার্থীদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে, অভিযোগ সেলিমের

মহম্মদ সেলিম বলেন, ‘শংসাপত্র দিয়েও জয়ী প্রার্থীদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে। সিপিএম যেখানে জিতছে, সেখানে ৩ থেকে ৪ বার করে ভোট গণনা করা হয়েছে। তারপরে ব্যালট গুঁজে ভোটের ফল বদল করা হয়েছে। সিপিআইএম-র ছাপ মারা ব্যালট জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। তৃণমূল প্রথম থেকে জানত, তাঁরা হারবে, সেজন্য গোটা প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে পুলিশ, কমিশন, প্রশাসনকে ব্যবহার করে।’

11 Jul 2023, 07:49:08 PM IST

মালদায় তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ

মালদার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে ঘিরে বিক্ষোভ মথুরাপুরে। পরে মানিকচক থানার আইসি, বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি, বাম, কংগ্রেস।বিরোধীদের অভিযোগ, বিধায়ক ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করে গণনা প্রভাবিত করার চেষ্টা করেছেন। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিধায়ক সাবিত্রী মিত্রের দাবি, তাঁর কাছে গণনা কেন্দ্রে প্রবেশ করার আইডি কার্ড রয়েছে।

11 Jul 2023, 07:42:40 PM IST

এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতির যা ফল

এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতির যা ফল, তাতে তৃণমূল জয়ী বা এগিয়ে ১,১৯৫টি আসনে। বিজেপি জয়ী বা এগিয়ে ২টি আসনে, বামেরা এগিয়ে বা জয়ী ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে বা জয়ী ২টি আসনে। 

11 Jul 2023, 07:40:00 PM IST

অশান্ত অশোকনগর

অশান্ত অশোকনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। সকাল থেকেই পঞ্চায়েত ভোট গণনাকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে। এই অশোকনগরেই এক বাম প্রার্থী ৪ ভোট জিতেছিলেন। তবে ২৫টি ব্যালটের বান্ডিল খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী। 

11 Jul 2023, 07:34:56 PM IST

হুগলির ১৮ টি ব্লকের পঞ্চায়েতের ফলাফল

হুগলি জেলার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে ৬টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখল করেছে ৫টি এবং একটি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। সিঙ্গুর ব্লকে রয়েছে ১৬ টি পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ১৬ টি দখল করেছে তৃণমূল কংগ্রেস। চণ্ডীতলা ১ নং ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৯টি। তার মধ্যে ৯টি তৃণমূল কংগ্রেসের দখলে। চণ্ডীতলা ২ নং ব্লকে ৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ৮টি দখল করেছে তৃণমূল এবং ১টি সিপিএম। পোলবা দাদপুর ব্লকে রয়েছে ১২টি পঞ্চায়েত। ১২টি তৃণমূলের দখলে। চুঁচুড়া মগরা ব্লকে ১০টি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে ১০টি তৃণমূলের দখলে। বলাগড় ব্লকে ১৩টি পঞ্চায়েতের মধ্যে ১৩টি তৃণমূলের দখলে রয়েছে। পাণ্ডুয়া ব্লকে ১৬টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১৩টি, সিপিএম ১টি এবং ২টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। হরিপাল ব্লকের ১৫টি পঞ্চায়েতই তৃণমূলের দখলে। ধনিয়াখালি ব্লকের ১৮টি পঞ্চায়েতই দখলে রেখেছে তৃণমূল। তারকেশ্বর ব্লকে ১১টি পঞ্চায়েতের মধ্যে ১০টি তৃণমূলের এবং ১টি পঞ্চায়েত সিপিএম এর দখলে। আরামবাগ ব্লকের ১৫ টির মধ্যে ১৫টি তৃণমূলের দখলে। পুরশুরা ব্লকে ৮টি পঞ্চায়েতের মধ্যে ৭টি তৃণমূলের এবং ১টি বিজেপির দখলে। খানাকুল ১ নং ব্লকের ১৩টি পঞ্চায়েতের মধ্যে ১১টি তৃণমূলের এবং বিজেপির দখলে ২টি। খানাকুল ২ নং ব্লকে পঞ্চায়েত রয়েছে ১১টি। তার মধ্যে তৃণমূলের ৩টি, বিজেপির দখলে ৭টি এবং ১টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। গোঘাট ১ নং ব্লকের ৭টি পঞ্চায়েতই তৃণমূল দখল করেছে। গোঘাট ২নং ব্লকে ৮ টি পঞ্চায়েত তৃণমূলের দখলে এবং ১টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে।

11 Jul 2023, 07:23:03 PM IST

এখনও পর্যন্ত পঞ্চায়েতের যে ফল সামনে এসেছে

এখনও পর্যন্ত যা ফল সামনে এসেছে, তাতে ৩১,২৩৫টি পঞ্চায়েত আসনে তৃণমূল জয়ী বা এগিয়ে রয়েছে। এদিকে বিজেপি ৫,৬৮৫ পঞ্চায়েত আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। এছাড়া বামেরা ২,০০০টি আসনে এগিয়ে বা জয়ী। কংগ্রেস এগিয়ে বা জিতেছে ১,৩৮১টি পঞ্চায়েত আসনে। 

11 Jul 2023, 07:15:28 PM IST

কেন্দ্রীয় বাহিনীর ‘মারে’ গুরুতর জখম ২ তৃণমূল কর্মী

কেন্দ্রীয় বাহিনীর ‘মারে’ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের ভূর্কুষ এলাকায়। গুরুতর জখম দুই তৃণমূল কর্মীর নাম শ্যামল দাস ও সোহেল রহমান। এ ঘটনা নিয়ে ধলপল ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ দাস বলেন, তাঁর ভাই শ্যামল দাস ও সোহেল রহমান মোটরসাইকেল করে বাজারে আসছিলেন। সেই সময় তাদের উপর হঠাৎ লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। দুই তৃণমূল কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

11 Jul 2023, 06:52:58 PM IST

ভোটকর্মীদেরই মার তৃণমূল কর্মীদের

কোচবিহারে ভোটকর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পুনরায় গণনার দাবি তোলে। তবে সেই দাবি মানতে চাননি ভোটকর্মীরা। এরপরই ভোটকর্মীর ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ফের ভোট গণনার কাজ শুরু করেন ভোটকর্মীরা। 

11 Jul 2023, 06:51:18 PM IST

মোহনপুরে যে নির্দলকে লক্ষ্য করে গুলি, ভোটে জিতে তিনিই তৃণমূলে যোগের বার্তা দিলেন

পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যারাকপুর অঞ্চলের মোহনপুর গ্রামপঞ্চায়েতে নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেখানকার ১৪ নম্বর ওয়ার্ডের ২২৭ নম্বর বুথে জয়ী সেই নির্দল প্রার্থী অরিজিৎ দাস। এদিকে ভোটে জিতেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার বার্তা দেন। 

11 Jul 2023, 06:47:56 PM IST

সোনারপুরে বাম প্রার্থী-এজেন্টকে মারের অভিযোগ

সোনারপুর মহাবিদ্যালয়ে সিপিএমের প্রার্থী এবং এজেন্টদের মারধর করে গণনাকেন্দ্র থেকে বাার করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। 

11 Jul 2023, 06:45:06 PM IST

ভাঙড়ে বোমাবাজির অভিযোগ, ISF কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের

ভাঙ্গড় দু'নম্বর ব্লকের বেশকিছু জায়গায় জয়লাভ করেছে আইএসএফ। এই জয়ের উল্লাসে আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তায় নামে। এরই মাঝে ওঠে বোমাবাজির অভিযোগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। আইএসএফ কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

11 Jul 2023, 06:39:38 PM IST

ফল প্রকাশ হতে না হতেই ভোট পরবর্তী হিংসা

ফল প্রকাশ হতে না হতেই ভোট পরবর্তী হিংসার সাক্ষী বীরভূম। বীরভূমের ময়ূরেশ্বরে কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 

11 Jul 2023, 06:36:25 PM IST

পাণ্ডুয়ায় তিনটি পঞ্চায়েত দখল করল বামেরা

পাণ্ডুয়ায় তিনটি পঞ্চায়েত দখল করল বামেরা। সেই জয়ের আনন্দে সিপিআইএম কর্মী-সমর্থকদের লাল আবির খেলায় মেতে উঠতে দেখা গেল।

11 Jul 2023, 06:33:07 PM IST

জেলা পরিষদের ১৮টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ছ'টা পর্যন্ত রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ১৮টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ৩০টি আসনে। একটি আসনে সিপিআইএম এগিয়ে আছে। দক্ষিণ ২৪ পরগনায় ছ'টি, উত্তর ২৪ পরগনায় তিনটি, বীরভূমে সাতটি আসন, বাঁকুড়ায় একটি আসন, পূর্ব বর্ধমানে একটি আসনে জিতে গিয়েছে তৃণমূল।

11 Jul 2023, 06:32:17 PM IST

টুইটে মিডিয়াকে তোপ অভিষেকের

টুইটে মিডিয়াকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি টুইট বার্তায় লেখেন, ‘বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের সম্মিলিত বিরোধিতা প্রত্যাখ্যান হয়েছে। এর জেরে বিরোধীরা যতটা দুঃখ পেয়েছে। তার থেকে বেশি দুঃখ পেয়েছে মূলধারার মিডিয়ার বন্ধুরা। এমনকি তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন প্রচার চলছে। তবে বিদ্বেষপূর্ণ প্রচারাভিযানও ভোটারদের প্রভাবিত করতে পারেনি।’

11 Jul 2023, 06:28:45 PM IST

ঝালদায় তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করল কংগ্রেস

পুরুলিয়ার ঝালদায় তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করল কংগ্রেস। এই ঝালদাতেই পুরভোটের সময় খুন হয়েছিলেন জয়ী কংগ্রেস প্রার্থী। 

11 Jul 2023, 06:27:40 PM IST

৫ হাজারের দিকে এগোচ্ছে বিজেপি

২৮,১৯২টি পঞ্চায়েত আসনে জয়ী বা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখনও জিতেছে বা এগিয়ে ৪,৭৮৮টি আসনে। এদিকে সিপিএম এগিয়ে ১,৭২১টি আসনে। কংগ্রেস এগিয়ে ৮৫২টি আসনে। 

11 Jul 2023, 06:23:51 PM IST

সাঁকরাইলে গণনাকেন্দ্রে ভাঙচুর তৃণমূলের

হাওড়া সাঁকরাইলে গণনাকেন্দ্রের ভিতরে ভাঙচুর। মারধর করা হয় বাম প্রার্থীকেও। অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। তবে সেই অভিযগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। 

11 Jul 2023, 06:22:21 PM IST

অবস্থান বিক্ষোভে সুকান্ত

প্রার্থীকে জয়ী ঘোষণা করেও সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ। এই আবহে দক্ষিণ দিনাজপুরে জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

11 Jul 2023, 06:19:10 PM IST

শাহের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর

শাহের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দু'তিনবার ফোন করেছেন। হিংসা নিয়ে খোঁজ নিয়েছেন। এখানকার ফল নিয়ে দিল্লির নেতারা চিন্তিত নয়।'

11 Jul 2023, 06:16:54 PM IST

‘জনমতের প্রকৃত প্রতিফলন এটা নয়’, দাবি শুভেন্দুর

ভোট কারচুপি নিয়ে ডিজিপি মনোজ মালব্য এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে কাঠগড়ায় দাঁড় করায় শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, প্রশাসনিক ভাবে অনেক মানুষকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, ‘জনমতের প্রকৃত প্রতিফলন এটা নয়। তৃণমূল ২০১৮ সালেও এই নিয়ে উল্লাস করেছিল। ২০১৯ সালে ডুবেছিল।’

11 Jul 2023, 06:11:58 PM IST

১ ভোটে জিতেও হার বিজেপি প্রার্থীর

বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েতের বিজেপি প্রার্থী অনীতা নস্কর অভিযোগ, এক ভোটে জয়ী হয় তারা। সার্টিফিকেটও নাকি ইস্যু করা হয়। তবে শেষে পর্যন্ত বাতিল ব্যালট নিয়ে কারচুপি করে তাঁকে হারানো হয়েছে। 

11 Jul 2023, 06:09:26 PM IST

ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতে ৮৮টিতে জয় কুড়মি সমাজের নির্দল প্রার্থীদের

রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতের ১০০৭টি আসনের মধ্যে এপর্যন্ত ৮৮টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে কুড়মি সমাজের নির্দল প্রার্থী এবং ১৪ টি-তে তাঁরা এগিয়ে রয়েছেন।

11 Jul 2023, 06:00:08 PM IST

কলেজ স্ট্রিট অবরোধ SFI-এর

মঙ্গলবার ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটের গণনার সময় বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি প্রতীকুর রহমানকে আটক করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে এসএফআই কর্মীরা মধ্য কলকাতার কলেজ স্ট্রিট অবরোধ করে।

11 Jul 2023, 05:54:05 PM IST

বগটুই জয় তৃণমূলের

বীরভূমে বরশাল গ্রাম পঞ্চায়েতের ২২টি আসন। তৃণমূল পেয়েছে ১১টি। বিজেপি পেয়েছে ৮টি, সিপিএম পেয়েছে তিনটি আসন। এই পঞ্চায়েতেই বগটুই। সেই বগটুইয়ের চারটি আসনের মধ্যে দু'টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। ভোট হয় বাকি দু'টি আসনে। সেই দু'টি আসনেও জয়ী ঘাসফুল শিবির। 

11 Jul 2023, 05:52:00 PM IST

ময়ূরেশ্বরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের ‘তাণ্ডব’

ময়ূরেশ্বরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের ‘তাণ্ডব’। অভিযোগকারী তৃণমূল কর্মীর নাম হীরার শেখ। অভিযোগ, চেয়ার, টেবিল, চাষের সরঞ্জাম ভাঙা হয়। 

11 Jul 2023, 05:49:41 PM IST

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

কেশিয়াড়িতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

11 Jul 2023, 05:48:48 PM IST

বিস্ফোরক ইসলামপুরের বিধায়ক

ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘এভাবে রক্তাক্ত ভোটে জিতে কী হবে? এভাবে গোষ্ঠীবাজি করে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এসব পছন্দ করেন না। তবে তাঁর অধীনে কয়েকজন আছেন, যাঁদের জিততেই হবে। তার জন্য এই নেতারা যা কিছু করতে পারেন। জেতার জন্য পাগল হয়ে যাবে, পুলিশকে ব্যবহার করবে, খুন করবে, লুঠ করবে। এভাবে হয় না।’ 

11 Jul 2023, 05:42:10 PM IST

বাম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

বাম প্রার্থীকে হারা ব্যালট পেপার খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী। অশোকনগরের ভোট গণনা কেন্দ্রে এই ঘটনা ঘটে। হাবড়ার ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের বাম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার দাবি করেন, তিনি চার ভোটে জিতেছিলেন। অভিযুক্ত তৃণমূল প্রার্থীর নাম মহাদেব মাটি। তৃণমূল প্রার্থীর পালটা দাবি, তিনি ৪০ ভোটে জিতেছেন। অভিযোগ, ২৫টি ব্যালটের একটি বান্ডিল তুলে নিয়ে ছিঁড়ে মুখে দিয়ে চিবোতে থাকেন তৃণমূল নেতা।

11 Jul 2023, 05:37:28 PM IST

হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করতে হবে: রাজ্যপাল বোস

রাজ্যপাল বলেন, 'গণতন্ত্রে ভোট হল বন্ধুত্বপূর্ণ লড়াই। ভোটকে কেন্দ্র করে হিংসা বা ঘৃণা তৈরি হওয়া ঠিক নয়। এখন আমাদের ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করতে হবে। নির্বাচন ব্যালটে লড়া উচিত, বুলেটে নয়। সবাইকে সঙ্গে নিয়ে চলার নামই গণতন্ত্র। যে পিছিয়ে পড়বে তাকেও হাত ধরে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা এসঙ্গে সাফল্যের দিকে এগিয়ে যাবই। যেমন মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, আমরা করব জয় নিশ্চয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলার সমস্ত রাজনৈতিক দলের এই মুহূর্তে দু'টি লক্ষ্যে কাজ করা উচিত। প্রথমত, দু'টি মূল শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে তাদের। সেগুলি হল হিংসা ও দুর্নীতি। আমরা এই নির্বাচন থেকে অনেক কিছু শিখেছি। আমার বিশ্বাস এর পর হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু হবে।'

11 Jul 2023, 05:33:11 PM IST

জিতেও ‘মুচলেকা’ চাপ সিপিএম প্রার্থীকে

তারকেশ্বরের তালপুর পঞ্চায়েতে জিতেছেন সিপিএম প্রার্থী বাসুদেব সিংহ। তবে অভিযোগ, তাঁকে দিয়ে নিয়ে নাকি তৃণমূল ‘মুচলেকা’ সই করাতে চাইছে। তাতে লেখা, তিনি হেরে গিয়েছেন।  তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ২৫ ভোটে হারিয়েছেন তিনি। 

11 Jul 2023, 05:31:30 PM IST

জয়ী বাম প্রার্থীকে ‘কিনে নেওয়ার’ চেষ্টা তারকেশ্বরে

তারকেশ্বরের পঞ্চায়েতে জয়ী বাম প্রার্থী দীপঙ্কর সামন্তকে টাকা দিয়ে ‘কিনে নেওয়ার’ চেষ্টা তৃণমূলের। উঠল বিস্ফোরক অভিযোগ। 

11 Jul 2023, 05:23:15 PM IST

চা না পেয়ে খয়রোশোলে ভোটকর্মীদের বিক্ষোভ

চা না পেয়ে বীরভূমের খয়রোশোলে ভোটকর্মীদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, খাবারের মানও খুব খারাপ ছিল। 

11 Jul 2023, 05:20:31 PM IST

জেলা পরিষদের ভোটে জয়ী কাজল শেখ

৪৪ হাজারেরও বেশি ভোটে বীরভূম জেলা পরিষদে আসনে জয়ী অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। এই প্রথম ভোটে দাঁড়ান নানুরের এই তৃণমূল নেতা। 

11 Jul 2023, 05:19:05 PM IST

গণনা কেন্দ্রে আগুন

মাথাভাঙা ১নং ব্লকের মাথাভাঙ্গা কলেজে ভোট গণনা কেন্দ্রের এক নম্বর কাউন্টিং হলের বাইরে শর্ট সার্কিট থেকে আগুন। তবে বিডিও সম্বল ঝাঁ জানান, এর জেরে ভোট গণনায় বিঘ্ন ঘটেনি।

11 Jul 2023, 05:11:19 PM IST

খাদিকুলে জয়ী বিজেপি

খাদিকুলে জয়ী বিজেপি। উল্লেখ্য, গত ১৬ মে এগরা থানা এলাকার খাদিকুল গ্রামে একটি অবৈধ বাজি কারখানায় বিকট বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২।

11 Jul 2023, 05:09:30 PM IST

উত্তরবঙ্গে পঞ্চায়েত সমিতির ফল

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের ১৭০ আসনে জিতেছে। আর সেখান থেকে বিজেপি রয়েছে বহু দূরে। জয় পেয়েছে ৪২টি আসনে। কোচবিহার আবার ১৮৭ আসনে তৃণমূল কংগ্রেসের জয়। বিজেপি ৪৭। আর জলপাইগুড়িতে ৭৪টি আসন তৃণমূলের। ২৫টি বিজেপির।

11 Jul 2023, 05:05:40 PM IST

১৭৮৩ পঞ্চায়েত দখল করেছে তৃণমূল

এখনও পর্যন্ত ১৭৮৩ পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। বিজেপির দখলে ২৬২ পঞ্চায়েত। বাম ফ্রন্ট জয়ী ১১২টি পঞ্চায়েতে। কংগ্রেসের ঝুলিতে ১৩৭টি পঞ্চায়েত। 

11 Jul 2023, 05:03:45 PM IST

২০ হাজার ছুঁই ছুঁই তৃণমূল

পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে এখনও তৃণমূল জয়ী ১৯,০৫৯ আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে ২,৭১৬টি আসন। বামের ঝুলিতে গিয়েছে ১,০২৪টি আসন। কংগ্রেস জিতেছে ৫৪২টি আসনে।

11 Jul 2023, 05:00:24 PM IST

বলাগড়ে শান্তনুর বুথে জয়ী তৃণমূল

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বুথে জয় পেল তৃণমূল। হুগলির বলাগড়ের বাসিন্দা ছিলেন শান্তনু। 

11 Jul 2023, 04:59:09 PM IST

তৃণমূল প্রার্থীর ছেলে বিস্ফোরণে জখম

উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমাবাজিতে জখম হলেন তৃণমূল প্রার্থীর পুত্র। জখম যুবকের বাবা প্রসেনজিৎ ঘোষ। তিনি বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সহ-সভাপতি। যুবকের মা উমা ঘোষও তৃণমূলের প্রার্থী এবার। 

11 Jul 2023, 04:57:14 PM IST

ময়নায় বোমা বিস্ফোরণে উড়ল বৃদ্ধের হাত

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকায় বিস্ফোরণে হাত উড়ল এক বৃদ্ধের। আহতের নাম গুরুপদ ভুঁইয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

11 Jul 2023, 04:55:55 PM IST

মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে হার হজম করতে হল শাসকদলকে

মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে হার হজম করতে হল শাসকদল তৃণমূলকে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথ তৃণমূল প্রার্থীকে ১১০ ভোটে হারিয়ে জিতেছেন কংগ্রেসের প্রার্থী হাসিদুর রহমান। এর আগে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে স্ট্রংরুমে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছিল গতরাতে। 

11 Jul 2023, 04:49:26 PM IST

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর আইএসএফ-এর

ভোটে জেতার পরই ভাঙড় ২ নম্বর ব্লকের দক্ষিণ গাজীপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করল জমি কমিটি এবং আইএসএফের কর্মীরা। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। 

11 Jul 2023, 04:29:27 PM IST

বসিরহাটে অবরোধ কংগ্রেসের

বসিরহাট: বসিরহাট এক নম্বর ব্লকের বসিরহাট হাইস্কুলে ভোটগণনা চলছে। সেই গণনাকেন্দ্রের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৭ নম্বর বুথের ১০০-রও বেশি ব্যালট পেপার বাতিল করা হয়েছে বলে দাবি করে রাস্তা অবরোধ কংগ্রেসের। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। তোলা হয় অবরোধ।

11 Jul 2023, 04:20:08 PM IST

বড়ঞায় গণনাকেন্দ্রের সামনে বিক্ষোভে তৃণমূলের প্রধানের

মুর্শিদাবাদ: বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বড়ালের অভিযোগ, তিনি বড়ঞা ১ অঞ্চলের সলপা ৮৬ নম্বর বুথে তৃণমূলের প্রতীকে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রিসাইডিং অফিসার টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীকে জয়ী করেছেন সেখানে। পয়সার বিনিময়ে প্রভাবিত হয়ে প্রিসাইডিং অফিসার শতাধিক ব্যালট পেপারে সই করেননি। যে কারণে গণনাপর্বে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। তাই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে গণনাকেন্দ্রের সামনেই অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূলের মহিলা প্রধান।

11 Jul 2023, 04:10:48 PM IST

‘টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দিয়েছেন প্রিসাইডিং অফিসার’

টাকা নিয়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বড়ালের অভিযোগ, তিনি বড়ঞা ১ অঞ্চলের সলপা ৮৬ নম্বর বুথে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, প্রিসাইডিং অফিসার নাকি টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দিয়েছেন। এই অভিযোগ তুলে গণনা কেন্দ্রের মেঝেতেই বসে পড়েন তৃণমূল প্রার্থী।

11 Jul 2023, 04:04:12 PM IST

গণনা কেন্দ্রে ঢুকে ব্যালট উলটে পালটে ‘জয়ী’ বাম প্রার্থীকে ‘হারিয়ে দিল’ দুষ্কৃতীরা

বসিরহাটের হিঙ্গলগঞ্জে তৃণমূল-বাম সংঘর্ষ। দাবি করা হয়েছে, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১১০ নম্বর বুথে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপরই নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণনা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার উল্টোপাল্টা করে দেয়। এরপর তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। এই আবহে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জখম হয় বেশ কয়েকজন। তারপর ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে হিঙ্গলগঞ্জ লেবুখালির রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএমের সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বাম কর্মী-সমর্থকদের। 

11 Jul 2023, 04:00:38 PM IST

‘তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই’, মন্তব্য শোভনদেবের

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, হাজার চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না। সমাজের সব স্তরের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উপকৃত হয়েছেন। এই আবহে তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই।’

11 Jul 2023, 03:57:04 PM IST

‘তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের সন্ত্রাসকে উপেক্ষা করেও ভোট মানুষের’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের সন্ত্রাসকে উপেক্ষা করেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছে সাধারণ মানুষ। এই জয় মানুষকে উৎসর্গ করছি।’

11 Jul 2023, 03:54:08 PM IST

বাসন্তীতে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ 

বাসন্তীতে পঞ্চায়েত ভোটে জিতে পুলিশের গায়ে আবির দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। এর জেরে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। 

11 Jul 2023, 03:47:05 PM IST

তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

হুগলির পুরশুড়ায় ভোট গণনা কেন্দ্রে এসে তৃণমুল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পরলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পুরশুড়া বিধানসভা এলাকায় বিজেপির বেশ কিছু পঞ্চায়েত প্রার্থী জয় লাভ করলেও কোনও পঞ্চায়েত দখল করতে পারেনি গেরুয়া শিবির। 

11 Jul 2023, 03:44:13 PM IST

রামপুরহাট ১ নম্বর ব্লকে কাষ্ঠগড়া পঞ্চায়েত দখল বিজেপির

বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে কাষ্ঠগড়া পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ৭টি বিজেপি, ৩টি তৃণমূল এবং সিপিএম ৩টিতে জয়ী হয়। 

11 Jul 2023, 03:39:00 PM IST

তৃণমূলের মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত দখল বিজেপির

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। উল্লেখ্য, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা যে সাগরদ্বীপের বিধায়ক, সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই পঞ্চায়েত। 

11 Jul 2023, 03:36:12 PM IST

ঘাটাল ব্লকের তিনটি পঞ্চায়েত দখল বিজেপির

ঘাটাল ব্লকের মোট ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩টিতে জয়ী বিজেপি। জানা গিয়েছে, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত, মনোহরপুর গ্রাম পঞ্চায়েত ও ইড়পালা গ্রাম পঞ্চায়েতে জিতেছে গেরুয়া শিবির। 

11 Jul 2023, 03:33:00 PM IST

গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফ প্রার্থী এবং এজেন্টকে মার

অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফ প্রার্থী এবং এজেন্টকে বেধড়ক মার। তাঁদের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। এদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্কৃিয়তার অভিযোগ উঠেছে। আক্রান্ত আইএসএফ প্রার্থীর নাম ইসরাইল মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার অশোকনগরে হাবরা ২ নম্বর ব্লকের বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রার্থী।

11 Jul 2023, 03:29:15 PM IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পঞ্চায়েতের ফলাফল 

দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত ৮,২৩২ আসনে জিতছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২,৭১২ আসনে। বিজেপি জিতছে ১,৭১৪টি আসনে। এগিয়ে আছে ৭৩৪টি আসনে। বামেরা ৬৪৩টি আসনে জিতেছে। এগিয়ে আছে ৫৬৯টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ২১৫টি আসনে। ৩৬২টি আসনে জিতেছে। অন্যান্যরা ২১৯টি আসনে জিতেছে। ৭০টি আসনে এগিয়ে আছে। নির্দলরা ৪৫৮টি জিতেছে। এগিয়ে আছে ১৭৯টি আসনে। টাই আছে ৯৯৫টি আসনে।

11 Jul 2023, 03:27:39 PM IST

নতুন কবিতা দেবাংশুর

আজ পঞ্চায়েতের ফল প্রকাশের পরই ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন: ‘সারের নাম কুৎসা, গালিআম জনতাই এথায় মালি–শক্ত শিকড়, তৃণের মূলবাংলা জুড়ে ঘাসের ফুল..জয় জননেত্রী..’

11 Jul 2023, 03:26:35 PM IST

জয়ী বাম প্রার্থীর রেজাল্ট কেড়ে নিয়ে মারধরের অভিযোগ

পূর্ব বর্ধমানের মেমারির ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী বাম প্রার্থী সনকা ক্ষেত্রপালের রেজাল্ট কেড়ে নিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ। সনকাদেবী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নং বুথের বাম প্রার্থী।  

11 Jul 2023, 03:24:21 PM IST

‘২১-এ যখন ৪৬ জন বিজেপি কর্মী মরেছিল, সবাই চুপ ছিল… আজও তাই চলছে’

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে বিরোধী দলের ওপর আক্রমণ শুরু হয়। বিরোধী দলের অনেক কর্মীর মৃত্যু হয়েছে, অত্যাচার করা হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ভোটের দিনও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং ভোট গণনার দিনও তা ব্যতিক্রম হয়নি। ২০২১ সালে যখন ৪৬ জন বিজেপি কর্মী মারা গেল তখন কেউ কোনও কথা বলেনি। আজও সেই একই ঘটনা চলছে। যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষ বুঝিয়ে দিয়েছে যে তারা এর বিরোধিতা করছে। আজকেও কোথাও ব্যালট বাক্সে কালি ঢেলে দেওয়া হয়েছে, বিজেপি কর্মী, বিধায়কদের মারধর করা হয়েছে। নন্দীগ্রাম, কাঁথি এই দুই জায়গায় মানুষ বুঝিয়ে দিয়েছে তারা শাসক দলের বিরুদ্ধে।’

11 Jul 2023, 03:17:35 PM IST

‘সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতাচ্ছে’, দাবি সুকান্তর

সিপিএম ৯… ৭… ৮ শতাংশ ভোট পেয়ে তৃণমূলকে জিতিয়েছে। ওরা যে ভোটকাটুয়া তা আবারও সিপিএম প্রমাণ করে দিল। মানুষ আবার সেই কথা বুঝবে। 

11 Jul 2023, 03:10:37 PM IST

সিপিএমের টিকিটে জিতে গণনা কেন্দ্রেই দল বদলে তৃণমূলে জয়ী প্রার্থী

সিপিএমের টিকিটে গ্রাম পঞ্চায়েতের আসনে জিতেও ভোট কেন্দ্রেই দল বদলে তৃণমূলে জয়ী প্রার্থী। জানা গিয়েছে, জয়ী সিপিএম প্রার্থীর নাম গীতা হাঁসদা। ২৩ ভোটে তিনি জিতেছিলেন। এদিকে তাঁর পঞ্চায়েতের মোট ১৮ টি আসনের মধ্যে ১৭টি আসনেই তৃণমূল জয়লাভ করেছিল। একটি আসনে কেবলমাত্র সিপিএম জয়লাভ করে। তবে একমাত্র বাম প্রার্থীও তৃণমূলে যোগ দিলেন। 

11 Jul 2023, 03:04:11 PM IST

দু'ভোটে হার বিজেপির জেলা সভাপতির

আলিপুরদুয়ারে ২ ভোটে হেরে গেলেন বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক। তাঁর বিরুদ্ধে জয়ী তৃণমূল প্রার্থী বিমল মোদক। আলিপুরদুয়ারের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৩/১১৬ নম্বর আসনে প্রার্থী ছিলেন ভূষন মোদক ৷

11 Jul 2023, 02:53:42 PM IST

খণ্ডঘোষে পুলিশকে তাড়া বামকর্মীদের

খণ্ডঘোষ ব্লকে সগরাই এলাকায় ভোট গণনা চলাকালীনই পুলিশকে তাড়া বামকর্মী সমর্থকদের। এর জেরে গোটা এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। 

11 Jul 2023, 02:47:42 PM IST

বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়িতে হামলা

বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

11 Jul 2023, 02:46:22 PM IST

তৃণমূলের ঝুলিতে ১৫ হাজার আসন, বিজেপি ১৩৮৫

গ্রাম পঞ্চায়েতের মোট আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৫,৩৭৫টি আসন, বিজেপি জিতেছে ১,৩৮৫টি আসনে, সিপিএম জয়ী ৭৪৯টি আসনে, কংগ্রেস জয়ী ৪১১টি আসনে। 

11 Jul 2023, 02:41:00 PM IST

জেলা পরিষদ আসনে জয়ী সুজাতা

বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি জেলা পরিষদ আসনে জয়ী হলেন তৃণমূলের সুজাতা মণ্ডল।

11 Jul 2023, 02:38:47 PM IST

মরেছে ৪২, রাজীব বললেন, ‘২৪’

পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকে আজও পর্যন্ত ৪২ জনের প্রাণ গিয়েছে বিভিন্ন হিংসার ঘটনায়। শুধুমাত্র ভোটের দিনই ১৮ জনের মৃত্যু হয়। যদিও রাজীব সিনহা জানান, কমিশনের হিসেবে ভোটের দিন প্রাণ হারিয়েছে ১০ জন। এবং তার আগে মারা গিয়েছে ১৪ জন। তাই মোট মৃতের সংখ্যা ২৪ জন। 

11 Jul 2023, 02:36:30 PM IST

কেন্দ্রীয় বাহিনী নিয়ে ‘পালটি’ রাজীবের

ভোট গণনার দিন রাজীব সিনহা দাবি করলেন, আগেই পঞ্চায়েতের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়েছিলাম। আজ রাজীব মেনে নেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে হিংসার ওপর নিয়ন্ত্রণ বেশি থাকে। 

11 Jul 2023, 02:23:38 PM IST

পাণ্ডুয়ায় তৃণমূল ব্লক সভাপতির দাপাদাপি

পাণ্ডুয়ার বৈঁচি গণনা কেন্দ্রে তৃণমূল ব্লক সভাপতির দাপাদাপির অভিযোগ। অভিযোগ, গণনা কেন্দ্রের সামনে থাকা বিজেপি নেতাকর্মীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ।

11 Jul 2023, 02:22:19 PM IST

তৃণমূলের মারে জখম বিজেপি প্রার্থী

ধনেখালি বিধানসভার অন্তর্গত গুড়াপ গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চুঁচুড়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

11 Jul 2023, 02:21:32 PM IST

ভাঙড়ে বোমাবাজি 

সকালই ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। তবে বেলা গড়াতেই পরিস্থিতি বদলে যায়। ভাঙড় ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

11 Jul 2023, 02:19:56 PM IST

বারুইপুরে মাথা ফাটল জয়ী বাম প্রার্থীর

বারুইপুরে মাথা ফাটল জয়ী বাম প্রার্থীর। জানা গিয়েছে, চারবার গণনার পরও দেখা যায়, জয়ী হয়েছেন বাম প্রার্থী। এরপরই নাকি তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।

11 Jul 2023, 02:18:00 PM IST

দিলীপ ঘোষের এলাকায় জিতল তৃণমূল

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের এলাকায় জিতল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে বাড়ি দিলীপ ঘোষের। গোপীবল্লভপুরের কুলিয়ানা ২৫ নম্বর বুথে দিলীপের এলাকায় বিজেপি প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। ওই বুথে নির্দলকে পরাজিত করে ২৪ ভোট জয়ী হয়েছেন তৃণমূলের শিবানী দেউলি।

11 Jul 2023, 02:16:37 PM IST

জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া তৃণমূল প্রার্থী

পঞ্চায়েতে জয়ী মনোজ ঘোষ। অফিসে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। বীরভূমের নলহাটি-১ ব্লকের বাসিন্দা বানিওর পঞ্চায়েতের বাহাদুপপুর গ্রামের বাসিন্দা এই মনোজ। 

11 Jul 2023, 02:11:11 PM IST

ব‍্যালট বক্স ছিনতাই করে পালানোর চেষ্টা তৃণমূলের মহিলা এজেন্টের

গণনা কেন্দ্র থেকে ব‍্যালট বক্স ছিনতাই করে পালানোর সময় আটক এক মহিলা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুরে। তার থেকে দু'বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করা হয়। পরে জামালপুর থানার পুলিশ তাকে আটক করে, মহিলার নাম রুকসোনা মল্লিক। তিনি তৃণমূল এজেন্ট। 

11 Jul 2023, 02:04:32 PM IST

নন্দীগ্রামে বিজেপির ফল

নন্দীগ্রাম ১ ব্লকে তিনটি এবং নন্দীগ্রাম ২ ব্লকে তিনটি পঞ্চায়েত দখল করেছে বিজেপি। 

11 Jul 2023, 01:53:06 PM IST

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য কী বলছে?

রাজ্য নির্বাচনের কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৯৪২টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২,৫৯০ আসনে। বিজেপি ১০৩টি আসনে জিতেছে। ৬৬৪টি আসনে এগিয়ে আছে। বামেরা ৫০টি আসনে জিতেছে। ৫৯৪টি আসনে এগিয়ে আছে। কংগ্রেসের জয়ের খাতায় ইতিমধ্যে ২৬টি আসন উঠে গিয়েছে। এগিয়ে আছে ১৬৭টি আসনে। অন্যান্যরা ৬৪টি আসনে জিতেছে। ৯৩টি আসনে এগিয়ে আছে। নির্দলরা ৫৯টি আসনে জিতেছে। ২৪১টি আসনে এগিয়ে আছে।

11 Jul 2023, 01:47:31 PM IST

খাবার নেই, বিক্ষোভ গণনার দায়িত্বে থাকা ভোটকর্মীদের

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিক্ষোভ ভোটকর্মীদের। টিফিন বা পানীয় জলের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গণনায় অংশ নেওয়া সরকারি কর্মীদের। 

11 Jul 2023, 01:42:03 PM IST

তৃণমূলের বিধায়ক ও তাঁর দলবলের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা ও তাঁর দলবলের ওপর নাকি লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। দাবি, গণনা কেন্দ্রের সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে উল্লাসে মেতেছিলেন। বিধায়ক নিজে অভিযোগ করেন, তাঁকে ধাক্কা দেওয়া হয়। তিনি আহত হন। এদিকে তিনি পালটা কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার হুমকি দেন।

11 Jul 2023, 01:27:30 PM IST

ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালানোর অভিযোগ

মালদা জেলা স্কুলে গণনা কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালানোর অভিযোগ। এই ঘটনায় পুলিশ ধাওয়া করে লাঠিচার্জ করে এক তৃণমূল নেতাকে। ঘটনায় মুহূর্তের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গণনা কেন্দ্রে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে এলাকায় উত্তেজনা।

11 Jul 2023, 01:22:15 PM IST

‘সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড বাংলায়’

সম্বিত পাত্র বলেন, ‘পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড চলছে। আর এতে তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনও যুক্ত’। এর পরই দেশের বিরোধী দলগুলির নেতাদের আক্রমণ করেন তিনি। বলেন, 'কোথায় বিরোধী দলের নেতারা? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত তুলে মঞ্চে দাঁড়ান। এত মানুষের মৃত্যুর পরও কেন তাঁদের মুখ থেকে কোনও কথা বেরোচ্ছে না? একের পর এক কংগ্রেস কর্মীর মৃত্যুর পরেও কেন চুপ রাহুল গান্ধী? কারণ তাঁকে প্রধানমন্ত্রী হতে হবে। সেজন্য দলের কর্মীদেরও প্রাণ গেলে যাক। সেখানে তাঁর ভালোবাসার দোকান খোলার দরকার নেই।’

11 Jul 2023, 01:21:48 PM IST

‘নির্মমতা বন্দ্যোপাধ্যায় সব চোখ বুজে দেখছেন’, তোপ সম্বিতের

দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সম্বিত পাত্র বলেন, ‘ভোটকে কেন্দ্র করে মানুষের মৃত্যুমিছিলের তালিকা দেখলে বোঝা যায় বাংলায় গণতন্ত্র কী ভাাবে দিনে দিনে রসাতলে গিয়েছে। এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ৪৫ জনের মৃত্যু হয়েছে। লোকের মুখে মুখে ফিরছে বোমা, গুলি, রিগিং ও ছাপ্পা শব্দগুলি। বিরোধী দলের একের পর এক সমর্থকের মৃত্যু হচ্ছে। এমনকী যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষেরও প্রাণ গিয়েছে। আর নির্মমতা বন্দ্যোপাধ্যায় সব চোখ বুজে দেখছেন। এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ?’

11 Jul 2023, 01:18:13 PM IST

কর্মীদের বার্তা সুকান্তর

 গণনা শেষ না হওয়া পর্যন্ত দলীয় কর্মীদের ময়দানে থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

11 Jul 2023, 01:08:04 PM IST

‘হেরেছি… হতেই পারে’, বললেন আরাবুল

গণনা কেন্দ্র ছাড়লেন আরাবুল। সেই সময় সংবাদমাধ্যকে তিনি বলেন, ‘হেরেছি। হতেই পারে। পোলেরহাটে আমার বুথে জিতেছি। তবে আমাদের বাকি সাতজন প্রার্থী হেরেছেন।’ 

11 Jul 2023, 12:57:58 PM IST

অজ্ঞান হয়ে যান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলে তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

11 Jul 2023, 12:56:33 PM IST

বাসন্তীতে পুলিশের লাঠিচার্জ বিজেপি কর্মীদের ওপর

বাসন্তীতে বিজেপি কর্মীদের পুলিশের মার। অভিযোগ, প্রার্থীর জয়ে আবির খেলা শুরু করেছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে তাদের ওপর। 

11 Jul 2023, 12:51:48 PM IST

কাঁকসায় তির-ধনুক নিয়ে তৃণমূলের ওপর হামলা বাম ও আদিবাসীদের

কাঁকসার বিডিও অফিস সংলগ্ন নির্বাচন গণনা কেন্দ্রে উত্তেজনা। সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকা সিপিএম সমর্থকরা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তির ধনুক নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। বেশ কয়েকটি মোটরসাইকেল ও স্কুটি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার আইসির নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

11 Jul 2023, 12:48:55 PM IST

শুভেন্দুর বুথে জয়ী বিজেপি

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার, সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, ভোটের দিন নিজের বুথ ছেড়ে অন্য কোথাও যেতে পারেননি শুভেন্দু। 

11 Jul 2023, 12:44:23 PM IST

ভরতপুরে সকেট বোমা বিস্ফোরণ

মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত আমলাই গ্রামে মজুত থাকা সকেট বোমা বিস্ফোরণ। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ আমলাই গ্রামে পৌঁছলে সেখান থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করা হয়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। 

11 Jul 2023, 12:42:31 PM IST

নেই আধিকারিক, বিক্ষোভ প্রার্থী-এজেন্টদের

মালদার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রে সকাল থেকে বসে রয়েছেন কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা। তবে কোনও আধিকারিক বা কাউন্টিং অ্যাস্টিটেন্ট যাননি সেখানে। এই আবহে এজেন্ট ও প্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেন বলে খবর। জানা যায়,হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে। 

11 Jul 2023, 12:35:36 PM IST

তৃণমূল জয়ী ১২১৮টি পঞ্চায়েতে, বিজেপির দখলে ২৮৮

তৃণমূল এখনও পর্যন্ত ১২১৮টি পঞ্চায়েত দখল করেছে। বিজেপি দখল করেছে ২৮৮টি পঞ্চায়েত। বামেরা জয়ী ১০৯টি পঞ্চায়েতে। এদিকে কংগ্রেসের দখলে গিয়েছে ১৩৬টি পঞ্চায়েত। এদিকে আইএসএফ ১৪টি পঞ্চায়ে তদখল করেছে। 

11 Jul 2023, 12:29:10 PM IST

‘হার স্বীকার’ আরাবুলের

গণনা শেষের আগেই ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর অঞ্চলের ভোটে হার স্বীকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের। 

11 Jul 2023, 12:27:59 PM IST

এগিয়ে থাকা বাম প্রার্থীকে মেরে গণনা কেন্দ্র থেকে বের করে দিল তৃণমূল

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পঞ্চায়েত সমিতির গণনায় এগিয়ে থাকা সিপিআইএম প্রার্থীকে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত পঞ্চায়েত সমিতির প্রার্থীর নাম মেহবুব সালাউদ্দিন মুন্সি। অভিযোগ, তাঁকে মেরে গণনা কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে শক্তিগড়ের গার্লস হাই স্কুলে।

11 Jul 2023, 12:25:34 PM IST

রতুয়ায় গণনাকেন্দ্রের বাইরে আক্রান্ত নির্দল প্রার্থী

রতুয়া ১নং ব্লকে গনণাকেন্দ্রের সামনে নির্দল প্রার্থীর উপর হামলা। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঁদমনি ১নং গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর ওপর এই হামলা হয় বলে জানা গিয়েছে। হামলায় মাথা ফাঁটল নির্দল প্রার্থী সহ দু'জনের। 

11 Jul 2023, 12:22:35 PM IST

কেষ্টর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা শিব ঠাকুরের স্ত্রী জয়ী

জয়ী শিব ঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডল। বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী তৃণমূল প্রার্থী লিপিকা মণ্ডল। উল্লেখ্য, এই শিব ঠাকুরই কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল। 

11 Jul 2023, 12:18:53 PM IST

তৃণমূল সমর্থককে মার বিএসএফ-এর

বারাসতে তৃণমূল সমর্থককে লাঠির বাড়ি বিএসএফ-এর। যদিও গণনাকেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারিছিল। তা সত্ত্বেও সেখানে অবৈধ ভাবে জমায়েত করেছিল ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। 

11 Jul 2023, 12:10:26 PM IST

বীরভূমে মমতার মামা বাড়ির এলাকায় পঞ্চায়েত দখল বিজেপির

 বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনের মধ্যে দু'টিতে জয়ী বিজেপি। একটি আসনে জিতেছে তৃণমূল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি এখানেই। এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যাযয়ের পরিবার। এই বুথে জয়ী হলেন বিজেপি প্রার্থী অর্চনা হাজরা।

11 Jul 2023, 12:08:16 PM IST

‘সেকেন্ড বয়’ হওয়ার লড়াইতে আপাতত এগিয়ে বিজেপি

৯৪৬ পঞ্চায়েত আসনে জয়ী বিজেপি। সিপিএম জয়ী প্রায় ৭৫০ আসনে। 

11 Jul 2023, 11:59:51 AM IST

ব্যালট বাক্সের তালার চাবিই নাকি হারিয়ে গিয়েছে!

মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হচ্ছে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে। ভোট গণনা কেন্দ্রের ৫ নম্বর ঘরের ব্যালট বাক্সগুলির তালার চাবি হারিয়ে যাওয়ার অভিযোগ উঠল।

11 Jul 2023, 11:58:16 AM IST

কেন্দ্রীয় বাহিনীকে ‘সরিয়ে’ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধেই

স্ট্রংরুমের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের ভোট গণনা কেন্দ্রে। সকাল থেকেই গোটা ভোট গণনা কেন্দ্র জুড়ে মোতায়েন রাখা হয়েছিল কেন্দ্র বাহিনীকে। কিন্তু যখনই ভোট গণনা শুরু হয়, গণনা কেন্দ্রে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর প্রত্যেকটি স্ট্রংরুমের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

11 Jul 2023, 11:52:44 AM IST

নলহাটিতে পঞ্চায়েত দখল বাম-কংগ্রেস জোটের

নলহাটিতে একটি পঞ্চায়েত দখল বাম-কংগ্রেস জোটের। নলহাটির ২ নং ব্লকের একটি পঞ্চায়েত দখল করেছে বাম-কংগ্রেস জোট। সেই পঞ্চায়েতের ২২টি আসনে বাম-কংগ্রেস জোট পায় ১২টি। তৃণমূল জয়ী ১০টিতে। 

11 Jul 2023, 11:49:00 AM IST

তৃণমূল ৪০০ পার, বিজেপি ৬, বাম ২ 

তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে ৪১৫টি পঞ্চায়েত। এদিকে বিজেপি এখনও ৬টি পঞ্চায়েত দখল করেছে। বামেরাও দু'টি পঞ্চায়েতে জয়ী হয়েছে। অন্যান্যরা ২৭টি পঞ্চায়েত দখল করেছে এখনও। কংগ্রেসের ঝুলি শূন্য। 

11 Jul 2023, 11:47:15 AM IST

জাঙ্গিপাড়ায় গণনাকেন্দ্রে ভোট লুঠের অভিযোগ

জাঙ্গিপাড়ায় ভোট গণনা কেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ। এখানে আইএসএফ-এর আরও অভিযোগ, গণনা কেন্দ্রে ভোট লুঠ করছে তৃণমূল। এর প্রতিবাদে ফুরফুরা শরিফের তালতলা হাটে রাস্তা অবরোধ নওশাদের দলের কর্মী-সমর্থকদের।

11 Jul 2023, 11:41:04 AM IST

গণনা কেন্দ্রের বাইরের রাস্তায় ব্যালটের ছড়াছড়ি

হাওড়ায় গণনা কেন্দ্র থেকে ব্যালট বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, যে সব ব্যালটে বামেদের প্রতীকে ছাপ, তা বাইরে ফেলা হয়েছে। 

11 Jul 2023, 11:39:53 AM IST

গণনার দিনও ‘আক্রান্ত’ দীপ্সিতার মা

গণনার দিনও ধাক্কা খেলেন দীপ্সিতা ধরের মা। হাওড়ার বালি জগাছা ব্লকে দীপ্সিতার মা এবং সিপিএমের এজেন্টদের ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, হাওড়ায় ৪১ নম্বর জেলা পরিষদে সিপিএম প্রার্থী হয়েছেন দীপ্সিতার মা।

11 Jul 2023, 11:38:09 AM IST

পশ্চিম বর্ধমানে একটি পঞ্চায়েত দখল বামেদের

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লকের আমড়াসোতায় গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম। জানা গিয়েছে, এখানকার পাঁচটি আসনের মধ্যে চারটি আসন বামফ্রন্ট এবং একটি আসন তৃণমূল জিতেছে। 

11 Jul 2023, 11:24:16 AM IST

ব্যালট পেপারে ছিঁড়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারে ব্যালট পেপারে ছিঁড়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল প্রার্থীকে আটক করা হয়েছে। দাবি করা হয়েছে, গণনা যতক্ষণ চলে, ততক্ষণে বিজেপি পেয়েছিল ৯৮টি ভোট, তৃণমূল পায় ২টি ভোট। অভিযুক্তের নাম রিঙ্কু রায় রাজভর।

11 Jul 2023, 11:11:17 AM IST

দ্বিতীয় স্থানের লড়াইতে হাড্ডাহাড্ডি লড়াই বাম-বিজেপির

গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। তৃণমূল এগিয়ে ১৬২৯ পঞ্চায়েত আসনে। বিজেপি এগিয়ে ৩৬৪ আসনে। বামেরা এগিয়ে ৩৬২ পঞ্চায়েত আসনে। 

11 Jul 2023, 11:09:03 AM IST

‘অভিযোগ পাচ্ছি, পদক্ষেপ করছি’, বললেন রাজীব সিনহা

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ‘আমাদের কাছে অশান্তির বেশ কিছু অভিযোগ এসেছে। আমরা সেই প্রেক্ষিতে পদক্ষেপ করতে শুরু করেছি।’ 

11 Jul 2023, 11:07:41 AM IST

গণনা চলাকালীন উত্তেজনা নন্দীগ্রামে

নন্দীগ্রামে ছড়াল উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে হাজির থাকা তৃণমূল কর্মী সমর্থকদের জটলা সরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। 

11 Jul 2023, 11:06:49 AM IST

গণনাকেন্দ্রের ভিতর থেকে ছুরি সহ আটক একজন মহিলা

রানিনগরে গণনাকেন্দ্রের ভিতর থেকে ছুরি সহ আটক একজন মহিলা। সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও নাশকতার ছক নিয়েই ছুরি নিয়ে সেই মহিলা গণনা কেন্দ্রে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

11 Jul 2023, 11:05:18 AM IST

বনগাঁয় গণনাকেন্দ্রের সামনেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ

উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের জমায়েতের অভিযোগ। এই আবহে বিজেপি কর্মী, সমর্থকরা চড়াও হয় শাসকদলের কর্মীদের ওপর। দুই পক্ষের সংঘর্ষ বাঁধে সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে। দিনবন্ধু মহাবিদ্যালয়ের গণনাকেন্দ্রের বাইরেই এই ঝামেলা হয়। সংঘর্ষে মাথা ফেঁটেছে এক তৃণমূল প্রার্থীর। হাসাপতালে তৃণমূলের আরও এক কর্মী।

11 Jul 2023, 11:02:04 AM IST

তৃণমূল জয়ী ২৯৮টি গ্রাম পঞ্চায়েতে, বিজেপি জয়ী ৩টিতে 

তৃণমূল জয়ী ২৯৮টি গ্রাম পঞ্চায়েতে। বিজেপির দখলে ৩টি। অন্যান্যদের দখলে ১৩টি গ্রাম পঞ্চায়েত। এদিকে জেলা পরিষদে বিজেপি এগিয়ে ১৮টি আসনে। তৃণমূল এগিয়ে ৬৬টি আসনে। এদিকে বামেরা একটি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে। 

11 Jul 2023, 10:55:52 AM IST

বিজেপি এগিয়ে ২৫টি জেলা পরিষদ আসনে, ৫৬টিতে এগিয়ে তৃণমূল

তৃণমূল কংগ্রেস জয়ী ২৭০টি গ্রাম পঞ্চায়েতে, ২১টি পঞ্চায়েত সমিতিতে। এদিকে জেলা পরিষদের ৫৬টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ২৫টিতে। 

11 Jul 2023, 10:51:02 AM IST

একজোটে জাতীয় সড়ক অবরোধ বাম-বিজেপি-কংগ্রেসের

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি , সিপিআইএম , কংগ্রেস। অভিযোগ, বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের ভোট গননা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা অন্য দলের প্রার্থী ও এজেন্ট দের আইডি কার্ড কেড়ে নিয়ে মারধোর করে। 

11 Jul 2023, 10:49:19 AM IST

তীব্র উত্তেজনা কালচিনির গণনা কেন্দ্রে

তীব্র উত্তেজনা কালচিনি ইউনিয়ন আ্যকাডেমি গণণা কেন্দ্রে। বিজেপির অভিযোগ, গণণা কেন্দ্রের ভিতরে তৃণমূলের একাধিক এজেন্ট ও অতিরিক্ত লোকজন উপস্থিত ছিল সময়ের আগে থেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থক ও প্রার্থীরা বিক্ষোভ দেখায় গণনা কেন্দ্রের বাইরেই। বিজেপি বিধায়ক বিশাল লামা ও বিজেপি নেতৃত্বরা সেখানে উপস্থিত হন। 

11 Jul 2023, 10:47:46 AM IST

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

গণনার দিনেও হিংসা অব্যাহত জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরে। বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্রে তাদের ঢুকতেই দিল না শাসক দল তৃণমূল। উলটে তাদের গণনা কেন্দ্রের আগেই মারধর করা হয়। এজেন্টদের জামা ছেঁড়া হয়, মেয়েদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব, এজেন্ট এবং সমর্থকরা জেলা শাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে বসে।

11 Jul 2023, 10:43:00 AM IST

রানিহাটিতে আক্রান্ত পুলিশ, ভাঙচুর পুলিশের গাড়ি

হাওড়ার রানিহাটিতে বিরোধী এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। এরপর বিরোধীরা জাতীয় সড়ক অবরোধ করে। সেই অবরোধ সরাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ভাঙা হল পুলিশের গাড়ি। 

11 Jul 2023, 10:33:45 AM IST

আটক SFI-এর রাজ্য সভাপতি

ডায়মন্ড হারবারে আটক এসএফআই রাজ্য সভারতি প্রতিকউর রহমান। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে পথ অবরোধ করার জেরেই তাঁকে আটক করে পুলিশ। 

11 Jul 2023, 10:26:59 AM IST

প্রাথমিক ট্রেন্ডে দ্বিতীয় স্থানে সিপিএম

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বাংলার ৪৬১টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৯২টিতে। সিপিএম এগিয়ে পয়েছে ১০৪টি পঞ্চায়েতে। কংগ্রেসও এগিয়ে ১২টিতে।

11 Jul 2023, 10:25:05 AM IST

বিজেপি প্রার্থীকে টানতে টানতে কেন্দ্রের বাইরে নিয়ে গেল পুলিশ

ব্যারাকপুরে গণনায় কারচুপির অভিযোগ তোলা বিজেপি প্রার্থীকে টানতে টানতে কেন্দ্রের বাইরে নিয়ে গেল পুলিশ। জানা গিয়েছে, গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী। আর এরপরই পুলিশ বিজেপি প্রার্থীকে জোর করে বের করে নিয়ে যায়। 

11 Jul 2023, 10:23:43 AM IST

বিজেপি প্রার্থীর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

বিজেপির মহিলা প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠল শসকদলের বিরুদ্ধে। মহিলা প্রার্থীর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে হাওড়ার নিশ্চিন্দার গণনা কেন্দ্রে। ঘটনায় বিজেপি এজেন্টকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দাবি করা হয়েছে, ছাপ্পা রুখতে গিয়েই আক্রান্ত বিজেপি কর্মীরা। 

11 Jul 2023, 10:08:59 AM IST

বাসন্তীতে উত্তেজনা 

ফের উত্তেজনা ছড়াচ্ছে বাসন্তীতে। জায়গায় জায়গায় অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে। এই আবহে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জমায়েতকে সরিয়ে দেওয়ার কাজ করথে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। 

11 Jul 2023, 10:07:54 AM IST

বিস্ফোরক হুমায়ুন কবীর

নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গণনার সকালে সংবাদমাধ্যমকে বলেন, ‘দিদি আজ মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী। কেন মুর্শিদাবাদে হিংসা হবে? যারা নেতৃত্ব দিই, তাদের মুখের কথা ও কাজে ফারাক থাকা যায় না। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়।’

11 Jul 2023, 10:05:57 AM IST

ইংরেজবাজারে বিরোধীদের বাধা

ইংরেজবাজারে ভোট কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে সেখানে। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

11 Jul 2023, 10:03:47 AM IST

মুর্শিদাবাদে বোমাবাজি

তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে গণনার দিনও উত্তপ্ত মুর্শিদাবাদের সমশেরগঞ্জ। বোমাবাজির অভিযোগ উঠেছে। এই আবহে জখম হয়েছেন দু'জন। 

11 Jul 2023, 09:52:42 AM IST

কেশপুরের গণনা বন্ধের দাবি, কেন্দ্র স্থানান্তরের দাবি

কেশপুরের গণনা বন্ধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। দাবি উঠেছে, গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মারধর করা হচ্ছে। এই আবহে বিক্ষোভকারীদের দাবি, কেশপুর থেকে কেন্দ্র মেদিনীপুরে স্থানান্তরিত করে হবে। 

11 Jul 2023, 09:44:47 AM IST

ভাঙড়ে রাজ্যপাল

ভাঙড়ে রাজ্যপাল। মনোনয়ন পর্বে ভাঙড়ের যে বিজয়গঞ্জ বাজারে হিংসা ছড়িয়েছিল, সেখানেই গিয়েছেন রাজ্যপাল। সেখানেই মৃত্যু হয়েছিল দুই আইএসএফ কর্মীর। 

11 Jul 2023, 09:41:00 AM IST

বাম এজেন্টকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ

বাম এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের বুদবুদে। সিপিএম কর্মীকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

11 Jul 2023, 09:38:40 AM IST

জাঙ্গিপাড়ায় সিপিএম-এর পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ

জাঙ্গিপাড়ায় সিপিএম-এর পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। বাম এজেন্টকেও মারা হয়েছে বলে অভিযোগ। এই আবহে বিরোধীরা রাস্তা অবরোধ করেছেন সেখানে। 

11 Jul 2023, 09:37:38 AM IST

গাইঘাটার কেন্দ্রে লাঠিচার্জ পুলিশের

এবার উত্তেজনা গাইঘাটার গণনা কেন্দ্রে। গাইঘাটা পলিটেকনিক কলেজে ভিড়ের ঠেলাঠেলি শুরু হয়। পরে ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ করে।

11 Jul 2023, 09:36:18 AM IST

মাথা ফাটল বিজেপির মহিলা এজেন্টের, ছিঁড়ল জামা

হাওড়ায় বালীতে নিশ্চিন্দ দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। গণনা কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা থাকলেও হিংসা ঠেকাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অভিযোগ, বিজেপির মহিলা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে। এমনকী মহিলা এজেন্টের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। 

11 Jul 2023, 09:15:47 AM IST

হাওড়ার সাঁকরাইলে গণনা কেন্দ্রের গেট ভাঙল এজেন্টরা

হাওড়ার সাঁকরাইলে গণনা কেন্দ্রের গেট ভেঙে ঢোকার চেষ্টা এজেন্টদের। অভিযোগ এখানেও বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাতেই উতেজনা ছড়ায়। 

11 Jul 2023, 08:53:47 AM IST

বিজেপি-তৃণমূল বচসা

বারাবনির দোমোহনি কেলেজোড়া গার্লস হাইস্কুল গণণা কেন্দ্রের বাইরে উত্তেজনা।গণণা কেন্দ্রে এজেন্টদের ঢোকা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বসচা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দু'পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

11 Jul 2023, 08:51:55 AM IST

কেশপুরে গণনা কেন্দ্রে যেতে বিরোধীদের বাধা

 পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গণনাকেন্দ্রে যেতে গিয়ে বাধার মুখে বিরোধীরা। অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। 

11 Jul 2023, 08:51:03 AM IST

মুর্শিদাবাদে আক্রান্ত তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামী

মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায়। 

11 Jul 2023, 08:46:01 AM IST

কাটোয়ায় বিরোধীদের ওপর হামলা, হাসপাতালে ১ 

কাটোয়ায় বাম কর্মীদের ওপর হামলা। লাঠি নিয়ে বিরোধীদের গাড়ির ওপর হামলা। গণনা কেন্দ্রে যেতে বাধা দিতেই এই হামলা বলে অভিযোগ। আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এক বামকর্মী হাসপাতালে ভরতি হয়েছেন। 

11 Jul 2023, 08:38:06 AM IST

আমডাঙায় ‘অপহৃত’ দ্বিতীয় বাম প্রার্থী

আমডাঙার আরও এক বাম প্রার্থীকে অপহরণের অভিযোগ। ভোদাইয়ের প্রার্থীকে তৃণমূল কর্মীরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এর আগে আমডাঙায় চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নং বুথের বাম প্রার্থী কুতুবউদ্দিনকে গণনা কেন্দ্রের সামনে থেকে অপহরণ করার অভিযোগ ওঠে।

11 Jul 2023, 08:36:08 AM IST

ডায়মন্ড হারবারে বোমাবাজি

ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজে ভোট গণনা কেন্দ্রের বাইরে বোমাবাজি। অভিযোগ, এখানে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দিচ্ছে হচ্ছে না। এই আবহে সেখানে রাস্তা অবরোধ করেছেন বিরোধীরা। 

11 Jul 2023, 08:34:06 AM IST

বাগনানে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ

বাগনানে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই আবহে বাম ও বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছে। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে।  

11 Jul 2023, 08:12:17 AM IST

নানুরে রাস্তা অবরোধ বামেদের

বীরভূমের নানুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বামেদের। গণনা কেন্দ্রে কংগ্রেস এবং বাম কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে প্রতিবাদ বামেদের। 

11 Jul 2023, 08:05:12 AM IST

রাজ্যপাল এলেন কলকাতায়

রাজ্যপাল বলেন, ‘যারা হিংসা ছড়াচ্ছে এবং যাদের উস্কানিতে এই হিংসা ছড়াচ্ছে, তাদের রুখে দেওয়া হবে। প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে। প্রতিটি সন্ন্যাসীর অতীত রয়েছে, প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের জন্য নেতিবাচক।’

11 Jul 2023, 07:54:16 AM IST

অপহৃত বাম প্রার্থী

আমডাঙায় চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নং বুথের বাম প্রার্থী কুতুবউদ্দিনকে গণনা কেন্দ্রের সামনে থেকে অপহরণ করার অভিযোগ উঠল। আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 

11 Jul 2023, 07:47:39 AM IST

মালদার রতুয়াতে তৃণমূল নেতাকে মারধর

মালদায় রতুয়ার ১ নং ব্লকে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। মারধর। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত নেতার নাম অজয় সিনহা। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। এর জেরেই তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠে।

11 Jul 2023, 07:45:14 AM IST

৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে হবে গণনা

৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে মোট ৭৬৭টি স্ট্রংরুম রয়েছে। মোট ৩,৫৯৪টি ঘরের ৩০,৩৯৬টি টেবিলে চলবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ফল প্রকাশ করার কথা সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের। এদিকে গ্রাম পঞ্চায়েতের প্রকাশ করবেন কাউন্টিং আধিকারিকই। 

11 Jul 2023, 07:13:22 AM IST

ভাঙড়ে ফের উদ্ধার বোমা

ভাঙড়ে ফের উদ্ধার বোমা। সৌচাগারের ছাদের ওপর থেকে কাশিপুর থানার পুলিশ এই বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। 

11 Jul 2023, 07:09:20 AM IST

গণনার দিন সকালে উত্তপ্ত দিনহাটা

ভোট গণনার দিন সকালে উত্তপ্ত দিনহাটা। স্ট্রংরুমের সামনে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ বাধে। এর আগেও একাধিক জায়গায় স্ট্রংরুমে ঢুকে শাসকদলের বিরুদ্ধে ব্যালট বাক্স বদল বা ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। আজও অনেক জায়গায় এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। 

11 Jul 2023, 07:06:51 AM IST

আজও রাস্তায় রাজ্যপাল

সকাল আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেই বিভিন্ন জায়গায় ঘুরে বেরানোর পরিকল্পনা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 

11 Jul 2023, 06:47:00 AM IST

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু

পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। শনির দশায় কাটে সেই দিনটা। রাজনৈতিক হিংসায় সেদিন প্রাণ গিয়েছে বহু মানুষের। বহু জায়গায় আবার জেজার ছাপ্পার অভিযোগ উঠেছে। জনরোষ আছড়ে পড়তে দেখা গিয়েছে শাসকদলের ওপর। কোথাও ছাপ্পা রুখতে ব্যালট বাক্স নিয়ে গিয়ে জলে ফেলা হয়েছে, আবার কোথাও তা ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পর আজ ফল প্রকাশের দিন। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে আজ। 

11 Jul 2023, 06:43:40 AM IST

ঝাড়গ্রামের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ঝাড়গ্রামে জেলা পরিষদের মোট ১৯টি আসনে ১৩-১৮টি আসন পেতে পরে তৃণমূল। দুটি বা ছ'টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস এবং সিপিআইএমের ঝুলিতে একটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:40 AM IST

বাঁকুড়ার বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বাঁকুড়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৩০-৪০টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১২-১৮টি আসন পেতে পারে। বাম ও কংগ্রেসের ঝুলিতে সর্বাধিক চারটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:40 AM IST

উত্তর ২৪ পরগনার বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মোট ৬৬টি আসনে তৃণমূল কংগ্রেস ৪৪-৫৪টি আসনে জিততে পারে। পাঁচটি থেকে ১১টি আসনে জিততে পারে বিজেপি। বাম এবং কংগ্রেস জিততে পারে ছ'টি থেকে ১০টি আসন।

11 Jul 2023, 06:43:40 AM IST

দক্ষিণ ২৪ পরগনার বুথ ফেরত সমীক্ষা

এবিপি আনন্দ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবার দক্ষিণ ২৪ পরগনার মোট ৮৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ৫৯-৬৯টি আসন যেতে পারে। বিজেপি পেতে পারে ১৪-২০টি আসন। কংগ্রেস, বাম এবং আইএসএফের ঝুলিতে একটি থেকে পাঁচটি আসন পেতে পারে।

11 Jul 2023, 06:43:40 AM IST

পুরুলিয়ার বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পুরুলিয়া জেলা পরিষদে মোট ৪৫টি আসনের মধ্যে ২-৩২টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০-১৬টি আসন। বাম ও কংগ্রেসের ঝুলিতে সর্বাধিক চারটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:41 AM IST

পশ্চিম মেদিনীপুরের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩১-৪১টি আসন। বিজেপি ১৯-২৫টি আসনে জিততে পারে। কংগ্রেস ও বামেদের ঝুলিতে চারটি আসনে জিততে পারে।

11 Jul 2023, 06:43:41 AM IST

পূর্ব মেদিনীপুরের বুথ ফেরত সমীক্ষা

এবিপি আনন্দ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের মোট ৭০টি আসনের মধ্যে ৩৫-৪৫টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ২৬-৩২টি আসন। বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক দুটি আসন।

11 Jul 2023, 06:43:41 AM IST

মুর্শিদাবাদের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৯-৪৯টি আসন। বিজেপির ঝুলিতে সর্বাধিক চারটি আসন যেতে পারে। বাম ও কংগ্রেস জোটের ঝুলিতে ২৬-৩৬ আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:41 AM IST

বীরভূমের বুথ ফেরত সমীক্ষা

বীরভূমের জেলা পরিষদের মোট ৫২টি আসনের মধ্যে ৩৪-৪৪টি আসন তৃণমূল জিততে পারে বলে জানাচ্ছে এবিপি এবং সি ভোটারের সমীক্ষা। এই জেলায় বিজেপি পেতে পারে ছ'টি থেকে ১২টি আসন। বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক পাঁচটি আসন।

11 Jul 2023, 06:43:41 AM IST

জলপাইগুড়ির বুথ ফেরত সমীক্ষা

এবিপি আনন্দ এবং সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, জলপাইগুড়ির জেলা পরিষদের মোট ২৪টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৬-২০টি আসন। বিজেপি চারটি থেকে আটটি আসনে জিততে পারে। বাম ও কংগ্রেসের ঝুলিতে সর্বাধিক একটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:41 AM IST

হুগলির বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষা অনুযায়ী, হুগলি জেলা পরিষদের মোট ৫৩টি আসনের মধ্যে এবার ৩৬-৪৬টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। সাতটি থেকে ১৩টি আসনে জিততে পারে বিজেপি। বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক চারটি আসনে।

11 Jul 2023, 06:43:41 AM IST

পশ্চিম বর্ধমানের বুথ ফেরত সমীক্ষা

পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের মোট ১৮টি আসনের মধ্যে ১১-১৫টি আসনে তৃণমূল জিততে পারে বলে জানাচ্ছে এবিপি আনন্দ এবং সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা। এই জেলায় বিজেপির ঝুলিতে দুটি থেকে ছ'টি আসন যেতে পারে। বাম ও কংগ্রেসের ঝুলিতে একটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:42 AM IST

পূর্ব বর্ধমানের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মোট ৬৬টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা ঠেকতে পারে ৪৩-৫৩টি আসনে। বিজেপি ১১-১৭টি আসনে জিততে পারে। বাম ও কংগ্রেসের ঝুলিতে একটি থেকে পাঁচটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:42 AM IST

নদিয়ার বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, নদিয়ায় জেলা পরিষদের মোট ৫২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩০-৪০টি আসন। ১২-১৮টি আসনে জিততে পারে বিজেপি। বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক চারটি আসন।

11 Jul 2023, 06:43:42 AM IST

হাওড়ার বুথ ফেরত সমীক্ষা

এবিপি আনন্দ এবং সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হাওড়ার জেলা পরিষদের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৭-৩৫টি আসনে জিততে পারে। বিজেপি সাতটি থেকে ১১টি আসনে জিততে পারে। কংগ্রেস ও বামেরা জিততে পারে একটি থেকে তিনটি আসনে।

11 Jul 2023, 06:43:42 AM IST

উত্তর দিনাজপুরের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের মোট ২৬টি আসনের মধ্যে ১৯-২৫টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি সর্বাধিক চারটি আসনে জিততে পরে। বাম ও কংগ্রেসের ঝুলিতে সর্বাধিক তিনটি আসন যেতে পারে।

11 Jul 2023, 06:43:42 AM IST

দক্ষিণ দিনাজপুরের বুথ ফের সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের মোট ২১টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১১-১৫টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ছ'টি থেকে ১০ টি আসন। বাম এবং কংগ্রেসের ঝুলিতে সর্বাধিক একটি আসন যাবে।

11 Jul 2023, 06:43:43 AM IST

আলিপুরদুয়ারের বুথ ফের সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, আলিপুরদুয়ারের জেলা পরিষদে মোট ১৮টির মধ্যে বিজেপি পেতে পারে ১০-১৪টি আসনে। বাম ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে একটি আসন। তৃণমূল পেতে পারে ৪টি আসন।

11 Jul 2023, 06:43:43 AM IST

কোচবিহারের বুথ ফেরত সমীক্ষা

এবিপি এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কোচবিহার জেলা পরিষদের মোট ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১১-১৭টি আসন। বিজেপি পেতে পারে ১৮-২২টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক একটি আসন।

11 Jul 2023, 06:43:43 AM IST

Panchayat Opinion Poll: কী বলছে পঞ্চায়েতের বুথ ফেরত সমীক্ষা

বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গ্রাম বাংলায় তৃণমূলের দাপট বজায় থাকছে। এবিপি এবং সি ভোটারের সমীক্ষা বলছে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা পরিষদ দখল করতে পারে বিজেপি। দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে গেরুয়া শিবির। ওদিকে মালদা, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস টক্কর দিতে পারে তৃণমূলকে। বাকি সব জেলাতেই তৃণমূলের জয়জয়কার হতে পারে।

11 Jul 2023, 06:43:43 AM IST

Panchayat Violence: লাগামহীন হিংসায় রাজ্যে প্রাণ হারিয়েছেন বহু

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার ছবি দেখা গিয়েছে। তাতে প্রাণ গিয়েছে বহু মানুষের। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যে মোট ৪০ জনের মতো প্রাণ হারিয়েছেন। ভোটের দিনই প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ জন। ভোটের দিন জখম হওয়া আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে পরবর্তীতে। যদিও কমিশনের খাতায় মৃতের সংখ্যা মাত্র ১০। 

11 Jul 2023, 06:43:43 AM IST

Panchayat Election: ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ

দেদার ছাপ্পা পড়লেও শনিবার বাংলায় পঞ্চায়েতে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। সবথেকে বেশি ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। তারপরই বীরভূমে পড়েছে ৮৩.১৮ শতাংশ ভোট বিরোধীদের প্রতিরোধ সত্ত্বেও বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, নির্বাচনে পাল্লা ভারী শাসকদল তৃণমূল কংগ্রেসেরই।

ভোটযুদ্ধ খবর

Latest News

মগরা-বাঁশবেড়িয়ায় আয়কর হানা, একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ কমিশনের মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন ডুয়ার্সে শ্যুটিংয়ে গিয়ে ভূতের কবলে ইশা! বললেন, 'অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে...' নতুন প্রজন্মকে নিয়ে খুব চিন্তা বুদ্ধদেব ভট্টাচার্যের! আশীর্বাদ নিতে গেলেন সায়রা মাও-ডেরায় ফোর্সের অভিযান! রুদ্ধশ্বাস গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত ১২ মাওবাদী CSK-র বিরুদ্ধে মারকাটারি সেঞ্চুরির পথে সচিনের বিরাট রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন ‘PoKর প্রতি ইঞ্চি ভারতের’, মণিশঙ্করের পরমাণু বোমা মন্তব্যের পাল্টা অমিত-বার্তা 'দুটি বিরাট কাজ রয়েছে' কেন ৪০০ আসন চাইছে বিজেপি? কারণটা খোলাখুলি জানালেন হিমন্ত ফুটেজ পেয়েই তলব, গরহাজির, 'এঁরা কে?' রাজভবনের কাছে স্ক্রিনশট পাঠাল পুলিশ

Latest IPL News

T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.