বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > পুলিশের পদোন্নতির পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, টুইট করে আক্রমণ সুকান্তর

পুলিশের পদোন্নতির পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, টুইট করে আক্রমণ সুকান্তর

পশ্চিমবঙ্গ পুলিশে বিভাগীয় পরীক্ষা স্থগিত। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @WBPolice)

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তায় পুলিশের এএসআই/এলএএসআই (ইউবি) এবং এএসআই (এবি) পদে পদোন্নতির পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে আবার পরীক্ষা নেওয়া হবে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে।

রাজ্যে এখন পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে অতিরিক্ত পুলিশের প্রয়োজন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত এএসআই পদমর্যাদার অফিসারদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা ছিল এখন। কিন্তু সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে হয়েছে। কারণ এখন পঞ্চায়েত নির্বাচন। তাই এই পরীক্ষা এখন নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্ত পুলিশ মহলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তারপরই এই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এই বিভাগীয় পরীক্ষা যে স্থগিত করে দেওয়া হচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রাজ্যের আরক্ষা ভবন। পঞ্চায়েত নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা আজ ১৮ জুন হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পঞ্চায়েত নির্বাচন পড়ে যাওয়ায় তা কার্যকর করা গেল না। পরবর্তী তারিখ কবে?‌ সেটি এখনও ঠিক হয়নি। তবে এই পরীক্ষা ও পুলিশের শূন্যপদে পরীক্ষা তাড়াতাড়ি নিতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপাতত তা হচ্ছে না।

এদিকে আরক্ষা ভবনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তায় পুলিশের এএসআই/এলএএসআই (ইউবি) এবং এএসআই (এবি) পদে পদোন্নতির জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত করা হলেও কবে আবার এই পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানতে আগ্রহী প্রার্থীদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। এই নিয়ে এখন আসরে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একদিনেই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে।

ঠিক কী বক্তব্য সুকান্তের?‌ এই ঘটনা নিয়ে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একটি টুইট করেছেন তিনি। সেখানে এই বিজ্ঞপ্তি তুলে ধরেছেন তিনি। আর লিখেছেন, ‘‌পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচনের জন্য স্থগিত হয়ে গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং আশঙ্কার। এটার থেকেই বোঝা যাচ্ছে পুলিশ বিভাগে কতটা কর্মীর অভাব রয়েছে। চার মাস আগের জারি করা নোটিশের পরও পরীক্ষা নেওয়া গেল না।’‌ যদিও পাল্টা কোনও উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.