রাজ্যে এখন পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে অতিরিক্ত পুলিশের প্রয়োজন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত এএসআই পদমর্যাদার অফিসারদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা ছিল এখন। কিন্তু সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে হয়েছে। কারণ এখন পঞ্চায়েত নির্বাচন। তাই এই পরীক্ষা এখন নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্ত পুলিশ মহলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তারপরই এই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এই বিভাগীয় পরীক্ষা যে স্থগিত করে দেওয়া হচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রাজ্যের আরক্ষা ভবন। পঞ্চায়েত নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা আজ ১৮ জুন হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পঞ্চায়েত নির্বাচন পড়ে যাওয়ায় তা কার্যকর করা গেল না। পরবর্তী তারিখ কবে? সেটি এখনও ঠিক হয়নি। তবে এই পরীক্ষা ও পুলিশের শূন্যপদে পরীক্ষা তাড়াতাড়ি নিতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপাতত তা হচ্ছে না।
এদিকে আরক্ষা ভবনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তায় পুলিশের এএসআই/এলএএসআই (ইউবি) এবং এএসআই (এবি) পদে পদোন্নতির জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত করা হলেও কবে আবার এই পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানতে আগ্রহী প্রার্থীদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। এই নিয়ে এখন আসরে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একদিনেই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে।
ঠিক কী বক্তব্য সুকান্তের? এই ঘটনা নিয়ে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একটি টুইট করেছেন তিনি। সেখানে এই বিজ্ঞপ্তি তুলে ধরেছেন তিনি। আর লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচনের জন্য স্থগিত হয়ে গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং আশঙ্কার। এটার থেকেই বোঝা যাচ্ছে পুলিশ বিভাগে কতটা কর্মীর অভাব রয়েছে। চার মাস আগের জারি করা নোটিশের পরও পরীক্ষা নেওয়া গেল না।’ যদিও পাল্টা কোনও উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি।