পি ভি থরাগথ
মধ্যপ্রদেশের দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। এদিকে সেই ভোটমুখী রাজ্যে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করেছিলেন কর্ণাটক সরকারকে। এবার সেই নিশানার জবাব দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর কথায় কর্ণাটকে বিধানসভা ভোটে হেরে গিয়েছিল বিজেপি। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন।
সোমবার এনিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। সিদ্ধারামাইয়ার বলেন, আমার বিরুদ্ধে ওই ধরনের মন্তব্য করাটা অত্যন্ত অপ্রত্য়াশিত। মনে হচ্ছে তিনি এখনও তাঁর হতাশা থেকে বের হতে পারেননি। প্রধানমন্ত্রী বহুবার কর্ণাটকে গিয়েছেন। ভোটের আগে বার বার তিনি ওখানে যেতেন। কিন্তু তারপরেও তিনি ভোটের পরাজয় থেকে বিজেপিকে রক্ষা করতে পারেননি। যখনই প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করেন তখনই ওই এলাকাতে তার দল পরাজিত হয়।
আসলে মধ্য়প্রদেশে একটি নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কর্ণাটকে উন্নয়ন থমকে গিয়েছে। গোটা কর্ণাটকের অবস্থা বেশ খারাপ। এমনকী মুখ্যমন্ত্রীর পদে সিদ্ধারামাইয়া কতদিন থাকতে পারবেন তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
তিনি জানান, ৬ মাস আগে দেখুন কংগ্রেস সরকার তৈরি হয়েছিল। কিন্তু মুখ্য়মন্ত্রী নিজেই জানেন না কতদিন তিনি ওই পদে থাকবেন। তারা কর্ণাটককে শেষ করে দিচ্ছে। ওখানে উন্নয়ন একেবারে থমকে গিয়েছে।
তিনি এই সঙ্গেই জানিয়েছিলেন, সিদ্ধারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্য়ে ঠান্ডা লড়াই চলছে। আসলে দেশকে কারা লুঠেপুটে খাবে তার প্রতিযোগিতা চলছে।
সেই সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, যেখানেই ভুল করে কংগ্রেস সরকার তৈরি হয়েছিল সেখানেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মধ্য়ে লুঠের প্রতিযোগিতা চলছে। কর্ণাটকে রোজই এই ঘটনা হচ্ছে।