বয়স ১০২। বয়সের ভারে ন্যুব্জ হয়ে গিয়েছেন। তাও মাথাটা গুঁজে লাঠি হাতে একাই আসতে-আসতে ভোটকেন্দ্রে এলেন। বাইরে কিছুটা অপেক্ষা করে বুথের মধ্যে ঢুকে গেলেন। সেখানে ভোট দিলেন তামিলনাড়ুর বৃদ্ধা। তখন তাঁর হাত ধরে-ধরে নিয়ে যান এক ব্যক্তি। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন যে ‘আম্মাকে স্যালুট। আপনার থেকে অনেক কিছু শিখলাম আমরা।’ তারইমধ্যে আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়োয় উত্তরপ্রদেশের সাহারানপুরের এক মহিলা পোলিং এজেন্টকে দেখা গিয়েছে।
১০২ বছরের মহিলাকে স্যালুট নেটপাড়ার
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় ভোট দিতে আসেন ১০২ বছরের ওই মহিলা। ওই সংবাদসংস্থার টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে একহাতে ভোটার কার্ড নিয়ে লাঠি ধরে হেঁটে-হেঁটে ভোটকেন্দ্রে আসছেন বৃদ্ধা। একা-একাই চলে আসেন। ভোটকেন্দ্রের বাইরে লাইন থাকায় সামনে কিছুটা বসে পড়েন। তারপর ভোটকেন্দ্রে ঢুকে পড়েন বৃদ্ধা। সেখানে এক ব্যক্তি তাঁর হাত ধরে-ধরে ভোট দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করেন।
আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই বৃদ্ধাকে দেখে মজেছেন নেটিজেনরা। একজন বলেন, 'যাঁরা ভোট দেন না, তাঁদের আম্মাকে দেখে শেখা উচিত। স্যালুট আম্মা।' অপর একজন বলেন, 'প্রণাম নেবেন ঠাকুমা।' একইসুরে অপর এক নেটিজেন বলেছেন, ‘উনি একজন রোলমডেল। যাঁরা ভোট না দিয়ে ছুটি উপভোগ করেন, তাঁদের কাছে এটা শিক্ষণীয় বিষয়।’
তবে কেউ-কেউ আবার প্রশ্ন তুলেছেন যে কেন ১০২ বছরেও তাঁকে হেঁটে আসতে হল। তাঁর বাড়িতে গিয়েও ভোট নেওয়া যেতে পারত। যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আবেদন করলে তবেই ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয়। অনেকে আবার বলেছেন যে মহিলা হয়ত পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি। কিন্তু তিনি যখন ভোটকেন্দ্রে আসেন, তাঁকে উইলচেয়ার দেওয়া যেতে পারত।
সাহারানপুরের পোলিং এজেন্টের ভাইরাল ভিডিয়ো
নিজের ভাইরাল ভিডিয়ো নিয়ে সাহারানপুরের পোলিং এজেন্ট ইশা অরোরা বলেন, '(ভিডিয়োর) কমেন্টগুলো পড়ে উঠতে পারিনি। কারণ নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সময় পাইনি। আর বিষয়টা আমি জানিও না। কারণ বিষয়টা গতকাল সন্ধ্যা থেকে সম্ভবত শুরু হয়েছে। আর সকাল থেকে আমরা এখানেই আছি। আমি তো মোবাইল দেখারও সময় পাইনি। ব্যস্ত ছিলাম। দেখা হয়নি।'