Congress Bengal Candidate List: রাত পোহালেই কংগ্রেসের প্রার্থী তালিকা, অধীর ছাড়া আর কার নাম থাকছে বাংলায়? Updated: 19 Mar 2024, 10:45 PM IST Satyen Pal Share অবশেষে বাংলার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে কাল। ১২জনের নামে সীলমোহর। 1/4রাত পোহালেই বুধবার কংগ্রেসর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এটা তৃতীয় প্রার্থী তালিকা। এই তালিকায় বাংলার ১২জন প্রার্থীর নাম থাকতে পারে। মঙ্গলবার কংগ্রেসের একের পর এক বৈঠক হয়। সেখানে প্রার্থীদের নাম, ইস্তেহার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই বৈঠকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। (Photo by Arvind Yadav/ Hindustan Times) (PTI) 2/4কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া জানিয়েছেন কাল আমাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কংগ্রেস নেতা জয়বর্ধন সিং জানিয়েছেন, অরুণাটল, বাংলা ও সিকিম নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। (Photo by Arvind Yadav/ Hindustan Times) (PTI) 3/4ইতিমধ্য়েই দুটি তালিকা বের হয়েছে। সেখানে ৮২জনের নাম ছিল। প্রথম তালিকায় ছিলেন ৩৯জন। আর দ্বিতীয় তালিকায় ছিলেন ৪৩জন। এদিকে বাংলায় একটা আসনেও এখনও কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেনি। এর জেরে কংগ্রেস কর্মীরাও কিছুটা হলেও মনমরা। (PTI) (PTI) 4/4ইঙ্গিত মিলেছে যে বহরমপুরে এবার মুখোমুখি হতে পারেন অধীর চৌধুরী ও ইউসুফ পাঠান। সব মিলিয়ে বাংলা থেকে ১২জন প্রার্থীর নাম আপাতত ঠিক করা হয়েছে। সেই তালিকায় উত্তর কলকাতা থেকে নাম থাকতে পারে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। আর কাদের নাম থাকতে পারে সেটাই দেখার। (PTI Photo/Kamal Singh) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি