বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha polls 2024 campaign: ভোটপ্রচারের শেষলগ্নে কলকাতায় একই দিনে ঝড় তুলতে পারেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ

Lok Sabha polls 2024 campaign: ভোটপ্রচারের শেষলগ্নে কলকাতায় একই দিনে ঝড় তুলতে পারেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ

কলকাতায় একই দিনে আসতে পারেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ (PTI)

বিজেপির তরফে জানানো হয়েছে, শেষ দফার ভোটের আগে কলকাতায় একই দিনে ভোটপ্রচারে আসতে পারেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিজেপির দাবি, উত্তর কলকাতায় সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী।

প্রথম দফার ভোটের বাকি আর মাত্র ৯ দিন। তার আগে ধীরে ধীরে চরমে পৌঁছচ্ছে ভোটপ্রচার। উত্তরবঙ্গের যে আসনগুলিতে প্রথম ও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে সেখানে আপাতত নজর সমস্ত দলের। তারই মধ্যে রাজ্য বিজেপি সূত্রে জানানো হল, কলকাতায় ভোটপ্রচারে একই দিনে আসতে পারেন মোদী ও অমিত শাহ। ভোটপ্রচারের শেষলগ্নে একই দিনে কলকাতায় ঝড় তুলতে পারেন মোদী ও তাঁর সেনাপতি।

উত্তরে মোদী, দক্ষিণে শাহ

বিজেপির তরফে জানানো হয়েছে, শেষ দফার ভোটের আগে কলকাতায় একই দিনে ভোটপ্রচারে আসতে পারেন মোদী ও শাহ। বিজেপির দাবি, উত্তর কলকাতায় সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচারে আসতে পারেন তিনি।

বিজেপির দাবি, একই দিনে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে হাজরায় সভা করতে পারেন অমিত শাহ। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে ময়দানে নামতে পারেন তিনি।

শেষ দফায় আগামী ১ জুন রাজ্যে ৯ কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও মথুরাপুর।

শহরাঞ্চলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি

রাজনৈতিক মহলের একাংশের মতে, গত লোকসভা ভোটে যে সব আসনে বিজেপি কম ভোটে হেরেছে সেখানে এবার প্রচারে বেশি জোর দিচ্ছে তারা। তাছাড়া গোটা দেশে শহুরে ভোটারের মধ্যে বিজেপি ব্যাপক জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে ছবিটা অনেকটাই আলাদা। বারাকপুর ছাড়া এখনো শহরাঞ্চলে কোথাও তেমন দাগ কাটতে পারেনি তারা। তাই কলকাতা শহরের ভোটারদের মন পেতে এবার মরিয়া হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় ব্রিগেড। কিন্তু সেই লক্ষ্যে তাদের সব থেকে বড় বাধা হল তৃণমূল। কারণ, রাজ্যে শহরাঞ্চলে তৃণমূলের জনপ্রিয়তা বাম জমানা থেকেই সুবিদিত। বাম জমানাতেই কলকাতা পুরসভাসহ রাজ্যের একের পর এক পুরসভা দখল করে ক্রমশ শক্তি বাড়িয়েছে ঘাসফুল শিবির। তাই গোটা রাজ্যে গেরুয়া আধিপত্য বৃদ্ধি পাওয়ার পর বিজেপি নেতৃত্বের পাখির চোখ এবার শহরাঞ্চল। সেকথা কলকাতার ভোটারদের বোঝাতেই একই দিনে বিজেপি মোদী ও শাহকে আনার পরিকল্পনা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিজেপি নেতারা জানাচ্ছেন, বিষয়টি এখনও একেবারেই পরিকল্পনার স্তরে রয়েছে। শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতেও। সেখানে প্রচার সামলে তিনি কলকাতার জন্য সময় বার করতে পারবেন কি না সেটা লাখ টাকার প্রশ্ন।

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল ‘দুর্জয়’-এর? অর্কপ্রভ বলছেন, ‘খুব একটা আহামরি..’ ১৪ মে সূর্যর বৃষে গমন, চার রাশির ভাগ্য হবে উজ্জ্বল, বাড়বে আয়, পাবেন সন্মান নির্বাচনী ফয়দা তুলতে বানানো অভিযোগ, বিবৃতি দিয়ে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ মোহনবাগানে ক্লোজ ডোর অনুশীলন! ফাইনালের জন্য কী গোপনে নতুন কৌশল তৈরি করছেন হাবাস? পান্ডিয়ার 'আমলা' স্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর দাবি, বিজেপির নালিশ কমিশনে দফতরে ডেকে বার বার শ্লীলতাহানি, রাজ্যপালের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করলেন মহিলা? অঞ্জনের মাস্টারপিস! ‘চালচিত্র এখন’-এর ট্রেলার জুড়ে মৃণাল ম্যাজিক, কবে মুক্তি? ‘আমি জানি, অন্য অধিনায়করাও আমার কথা শুনছে’, স্পিনার নিয়ে পুরো ঘেঁটে দিলেন রোহিত! শাক্সগাম উপত্যকায় নির্মাণ কাজ কেন? চিনের কাছে বড় প্রতিবাদ ভারতের

Latest IPL News

দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.