হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুই তারকা প্রার্থীর প্রচারে ইতিমধ্যেই জমে উঠেছে লড়াই। এরই মধ্যে আবার একাধিকবার রচনার বেশ কিছু কীর্তি 'ভাইরাল' হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা সে 'গরুর রচনা' হোক কি 'হুগলির ধোঁয়ার রিল'। এই আবহে এবার প্রচারে বেরিয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতেই জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ধনিয়াখালি বিধায়ক অসীমা পাত্র। রিপোর্ট অনুযায়ী, চা চক্রের সময় অসীমাকেই বলতে শোনা যায়, 'এটা নিয়েও মিম হবে আবার।' (আরও পড়ুন: রোড শো চলাকালীন নিজের জুতো হাতে নিয়ে পালিশ সুভাষ সরকারের! কিন্তু কেন?)
আরও পড়ুন: বাংলা 'প্ল্যান' করার আগেই কারখানার জায়গা বাছবে টেসলা? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
উল্লেখ্য, রবিবার ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের কানানদী এলাকায় প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে সেখানে একটি চায়ের দোকানে বসেন রচনা। নিজে লাল চা খান। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সেই সময় কথাবার্তা বলেন তৃণমূল প্রার্থী। এলাকার মহিলাদের কথা শোনেন রচনা। সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। আর তখনই অসীমা পাত্রের মুখে শোনা যায় 'মিম আতঙ্কের বার্তা'। এর আগে এই ধনিয়াখালির চেরা গ্রামে আদিবাসীদের সঙ্গে পা মেলাতে এবং ধামসা, কাঁসর বাজাতে দেখা গিয়েছিল রচনাকে। রচনার সেই ভিডিয়োও ভইরাল হয়েছিল। তাই রচনার চা খাওয়া নিয়েও যেন 'মিম আতঙ্ক' তৃণমূল নেতাদের মনে। (আরও পড়ুন: এদিক নেই, ওদিক আছে! কথায় কথায় ভারতকে 'তোপ' দাগা মুইজ্জুর নয়া আবদার দিল্লির কাছে)
আরও পড়ুন: 'ন্যায়বিচার নয়…', বাবার খুনির মৃত্যু নিয়ে মনের কথা বললেন সরবজিৎ কন্যা
আরও পড়ুন: LAC ঘেঁষে বিমানঘাঁটি তৈরি করছে BRO, চিনকে চোখ রাঙাচ্ছেন ভারতের এক মহিলা অফিসার
এর আগে ভোটারদের মন জয় করতে 'দিদি নম্বর ১'-এ আমন্ত্রণের 'প্রতিশ্রুতি' দিয়েছিলেন তৃণমূলের রচনা। সিঙ্গুরে নির্বাচনী প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমি যদি এখানে জিতি তাহলে সব থেকে বড় কাজ যেটা হবে সেটা হল আমি জি বাংলার সঙ্গে বসব। বসে বলব, হুগলির দিদিদের আগে ডাকতে হবে আমার অনুষ্ঠানে। আমি বলব, যদি আমাকে দিদি নম্বর ওয়ান করতে চাও, তাহলে হুগলির যে মানুষরা আমাকে জিতিয়েছেন, সেই হুগলি জেলার মানুষদের আগে ডাকতে হবে। তারপরে বাকি সব দিদিরা আসবেন। আমি সব রকম ভাবে চেষ্টা করব।' এই মন্তব্যের জেরে পরবর্তীতে লকেটের কটাক্ষের শিকার হয়েছিলেন রচনা। এদিকে প্রচারে বেরিয়ে হুগলির গরুর দুধ, ঘুগনির প্রশংসা করেও কটাক্ষের শিকার হন হুগলির তৃণমূল প্রার্থী। এরপর প্রচারে যাওয়ার সময় একটি রিল বানিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন রচনা। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম ছড়িয়ে পড়ে। আর তাই প্রচারে বেরিয়ে রচনার চা খাওয়াও মিমে পরিণত হয় কি না, তা নিয়ে সংশয় দলীয় বিধায়ক অসীমার মনে!