তৃণমূল সরকার যা দিচ্ছে সব নিয়ে নিন, তার পর বিজেপিতে যোগদান করুন। শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে ভোটপ্রচারে গিয়ে এমনই পরামর্শ দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে তাঁর কটাক্ষ, ‘গেলেন তো গেলেন একটা দুর্নীতিগ্রস্ত দলে।’
রায়গঞ্জে প্রচারে মিঠুন
শুক্রবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে রায়গঞ্জে পৌঁছন মিঠুন। সেখানে একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা হন কালিয়াগঞ্জের মণি বাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠের উদ্দেশে। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থমে জনসভায় উপস্থিত জনতাকে তিনি বলেন, ‘যা দিচ্ছে সব নিয়ে নিয়ে। কন্যাশ্রী, বন্যাশ্রী, নমোশ্রী, এক হাজার, ২ হাজার সব নিয়ে নিন। কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে। সব কিছু নিয়ে বিজেপিতে যোগদান করুন। বিজেপিকে ভোট দিন।’ মিঠুন বলেন, ‘আমরা আপনাদের একটা সুন্দর বাংলা দেব। এটা মোদীর গ্যারান্টি।’
কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ
ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে মিঠুন বলেন, ‘আমি আপনার হয়ে বিধানসভা নির্বাচনে প্রচার করে গিয়েছিলাম। আপনি দলবদল করেছেন তাতে আমার দুঃখ নেই। কিন্তু গেলেন তো গেলেন একটা দুর্নীতিগ্রস্ত দলে।’
লোকসভা নির্বাচনের প্রচারে স্লগ ওভারে মিঠুন চক্রবর্তীকে মাঠে নামিয়েছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন দেশের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। বিজেপির হয়ে ভোটপ্রচারে নামায় তাঁকে ইতিমধ্যে গদ্দার বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওকে আমি রাজ্যসভায় পাঠিয়েছিলাম। ছেলেকে বাঁচানোর জন্য RSSএর দফতরে গিয়ে মাথা হেঁট করে এসেছে।’ মমতাকে মিঠুনের সংক্ষিপ্ত জবাব, ‘জনগণ শেষ উত্তর দেবে।’