Tripura Vote Exit Poll 2023:ত্রিপুরা বিধানসভা ভোটে ফের বিজেপির বিজয় নিশান? বাম-কংগ্রেসের হাল কেমন? জানুন এক্সিট পোল
Updated: 27 Feb 2023, 07:34 PM ISTবহু রাজনৈতিক পর্যালোকদের মতে, তিপরা মথা পার্টি এবারের কিং মেকার হলেও হতে পারে। তবে ত্রিপুরা রাজবংশের সন্তান প্রদ্যোৎ দেববর্মার মথা পার্টি এই ভোটে কতটা ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হবে,সেদিকে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার নজর থাকবেই। এছাড়াও বিজেপি ত্রিপুরায় চেনা দাপট ধরে রাখে পারবে কি না, নাকি পদ্মদুর্গে বাম-কংগ্রেস জোর ধাক্কা দেবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। সবমিলিয়ে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে ৩১ ম্যাজিক ফিগার। দেখে নেওয়া যাক এক্সিট পোলগুলি কী বলছে।
পরবর্তী ফটো গ্যালারি