বহু রাজনৈতিক পর্যালোকদের মতে, তিপরা মথা পার্টি এবারের কিং মেকার হলেও হতে পারে। তবে ত্রিপুরা রাজবংশের সন্তান প্রদ্যোৎ দেববর্মার মথা পার্টি এই ভোটে কতটা ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হবে,সেদিকে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার নজর থাকবেই। এছাড়াও বিজেপি ত্রিপুরায় চেনা দাপট ধরে রাখে পারবে কি না, নাকি পদ্মদুর্গে বাম-কংগ্রেস জোর ধাক্কা দেবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। সবমিলিয়ে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে ৩১ ম্যাজিক ফিগার। দেখে নেওয়া যাক এক্সিট পোলগুলি কী বলছে।
1/6উত্তরপূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোট ঘিরে নজর রয়েছে জাতীয় রাজনীতির। তারই মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি সংগঠিত হওয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচন, সেরাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনও নতুন হিসাব আনতে পারে কি না, তার দিকে তাকিয়ে দেশের রাজনীতি। ১৬ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে প্রায় ৮০ শতাংশের উপর ভোট পড়েছে। ২৪,৬৬ লাখ ভোটার দিয়েছে ভোট। (ANI Photo) (PTI)
2/6উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা ভোট ২০২৩-এ মূলত, ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা রয়েছে। বহু রাজনৈতিক পর্যালোকদের মতে, তিপরা মথা পার্টি এবারের কিং মেকার হলেও হতে পারে। তবে ত্রিপুরা রাজবংশের সন্তান প্রদ্যোৎ দেববর্মার মথা পার্টি এই ভোটে কতটা ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হবে,সেদিকে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার নজর থাকবেই। এছাড়াও বিজেপি ত্রিপুরায় চেনা দাপট ধরে রাখে পারবে কি না, নাকি পদ্মদুর্গে বাম-কংগ্রেস জোর ধাক্কা দেবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। সবমিলিয়ে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে ৩১ ম্যাজিক ফিগার। দেখে নেওয়া যাক এক্সিট পোলগুলি কী বলছে। (PTI Photo)(PTI02_16_2023_000124A) (PTI)
3/6ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৬ থেকে ৪৫ টি আসন জিতে নিতে পারে বিজেপি। বামেরা পেতে পারে ৬ থেকে ১১ টি আসন। মথা পার্টি পেতে পারে ৯-১৬ টি আসন। PTI Photo)(PTI02_16_2023_000123B) (PTI)
4/6জি নিউজ-ম্যট্রিজের সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি ত্রিপুরায় এগিয়ে থাকবে। তাদের সমীক্ষা বিজেপি পাবে ২৯-৩৬ টি আসন। সিপিএম-কংগ্রেস জোট পাবে ১৩-২১ টি আসন, তিপরা মথা পার্টি পাবে ১১-১৬ টি আসন, বাকিরা ০-৩ টি আসন পেতে পারে। (PTI Photo)(PTI02_16_2023_000069A) (PTI)
5/6ত্রিপুরায় এক্সিট পোলের হিসাব মতো, বিজেপি যদি দাপট ধরে রাখে, তাহলে ২০২৪ লোকসভা ভোটের আগে সেটি হবে একটি বড় বার্তা দিচ্ছে দেশের রাজনীতিতে।. (PTI Photo) (PTI02_16_2023_000236A) (PTI)
6/6এদিকে, টাইমস নাউ ইটিজি-র সমীক্ষা বলছে, বিজেপি জোট পেতে চলেছে ২৪ টি আসন, বাম কংগ্রেস জোট ১৩ থেকে ২১টি আসন ও তিপরা মথা ১৪ টি আসন পেতে পারে। টাইমস নাউ ইটিজির সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্তে দেখা যেতে পারে।(AP Photo/Abhisek Saha) (PTI)