তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এবারও সাতটি আসন পেয়েছে এআইএমআইএম। হায়দরাবাদ তাঁর দখলেই রেখেছেন আসুদউদ্দিন ওয়েইসি। তাঁর গড়ে দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। তবে ২০১৮-এর মতো সাতটি আসন পেলেও পরিসংখ্যান বলছে ভোট কমেছে এআইএমআইএম-র।
নির্বাচনের ফলাফলের পরে, এআইএমআইএম প্রধান আসুদউদ্দিন ওয়েইসি কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ওয়াইসি বলেন, এআইএমআইএম ইতিবাচক বিরোধীদের ভূমিকা পালন করবে।
এবারও সাতটি আসন পেলেও বিধানসভায় চতুর্থ স্থানে নেমে গেছে দলটি। কংগ্রেস জিতেছে মোট ৬৪টি আসনে। তাই দ্বিতীয় স্থানে রয়েছে বিআরএস। তারা পেয়েছে ৩৯টি আসন। তিন নম্বরে রয়েছে বিজেপি। দলটি জিতেছে ৮টি আসন। একটি আসন জিতেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), যারা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করেছিল।
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায়, আসুদউদ্দিন ওয়েইসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন যে আমি আমার লোকসভা কেন্দ্রের জনগণকে অভিনন্দন জানাই। তাঁরা আবারও এআইএমআইএম-এর ওপর আস্থা রেখেছেন এবং আমাদের ৭টি আসনে জয়ী করেছেন। এর জন্য আমি হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানাই। ওয়াইসি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমরা আমাদের তৃণমূল স্তরের কাজকে শক্তিশালী করব এবং নিশ্চিত করব মজলিসের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আমার দলের সকল পদাধিকারীকে তাঁদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার শুভকামনা কংগ্রেসকে। এআইএমআইএম গঠনমূলক বিরোধী হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে।
(পড়তে পারেন। কোন পথে চলবে সরকার, ঝোড়ো জয়ের পর সাক্ষাৎকারে জানালেন ভাবী মিজো CM লালডুহোমা)
আসন কমেনি, কমেছে ভোট
২০১৮ সালের নির্বাচনে, এআইএমআইএম ২.৭ শতাংশ ভোট পেয়ে সাতটি আসন জিতেছিল, কিন্তু এই নির্বাচনে, বিআরএস ওয়েইসির দলকেও প্রভাবিত করেছে। দলটি মোট সাতটি আসনে জয়ী হলেও মাত্র ২.২২ শতাংশ ভোট পেয়েছে। এমন পরিস্থিতিতে সংখ্যা না কমলেও ভোটের হার কমেছে। দলটি ২০০৯ সাল থেকে এই আসনগুলিতে জয়লাভ করে আসছে। এআইএমআইএম সভাপতি এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসির ছোট ভাই আকবরউদ্দিন ওয়েইসি ৮১,৬৬০ ভোটের ব্যবধানে চন্দ্রায়ণগুট্টা আসনে জয়ী হয়েছেন। ১৯৯৯ সালের পর এটি তাদের টানা ষষ্ঠ জয়।
এআইএমআইএম মোট নয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রাজেন্দ্রনগর ও জুবিলি হিলস আসন দলটি হেরেছে।
হারলেন আজাহারউদ্দিন
তেলেঙ্গানায় কংগ্রেস ঝড় তুললেও প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন সেই ঝড় আনতে পারলেন না তার কেন্দ্রে। তেলেঙ্গানার জুবিলি হিলস আসন থেকে হেরেছেন আজহারউদ্দিন। বিআরএস প্রার্থী মাগানথি গোপীনাথের কাছে পরাজিত হয়েছেন তিনি।
গোপীনাথ আজহারউদ্দিনকে ১৫,৯৩৯ ভোটে পরাজিত করেছেন। বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি ২৫,০৮৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।