‘ঘুমর’ ছবিতে মদ্যপ ক্রিকেট কোচের ভূমিকায় অভিষেকের পারফরম্যান্স নজর কেড়েছে, কিন্তু তারপরেও পকেট খালি! হ্যাঁ, গদর ২ সুনামি মাঝে অভিষেক-সায়ামির ‘ঘুমর’ একেবারেই এঁটে উঠতে পারেনি। দেশের বক্স অফিসে মাত্র ৫.৭৫ কোটিতেই গুটিয়ে গিয়েছে এই ছবি। গদর ২-এর আয় এর চেয়ে প্রায় ১০০ গুণ বেশি। আরও পড়ুন-দু-দিনে আয় মাত্র ২ কোটি! গদর ২ সুনামির মাঝে পাত্তা পেল না অভিষেক-সায়ামির ‘ঘুমর’
সানি দেওলের গদর ২-র এক সপ্তাহ পরে মুক্তি পাওয়া যেন কাল হয়ে দাঁড়াল অভিষেক-সায়ামিদের কাছে। স্বভাবতই হতাশ পরিচালক আর বাল্কি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই হতাশা উগরে দিয়েছেন পরিচালক। তিনি জানান, গদর ২ সুনামির মাঝে মুক্তি পাওয়ায় সঠিকভাবে হল সংখ্যাও জোটেনি ঘুমর-এর কপালে, মেলেনি যথাযথ শো টাইমিং।
গত ১১ই অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২, অন্যদিকে ১৮ই অগস্ট রিলিজ করে অভিষেক-সায়ামি অভিনীত ঘুমর। পরিচালকের কথায়, ‘ঘুমর স্যান্ডউইচ হয়নি, সেটা চিঁড়েচ্যাপটা হয়ে গিয়েছে! আমাদের কোনও উপায় ছিল না, অন্য তারিখ ছিল না, হয়ত সরে দাঁড়ানোই সঠিক হত। তবে গদর ২ দ্বিতীয় সপ্তাহেও ওইরকম ব্যাবসা করবে এটা কেউ আগে থেকে আঁচ করেনি। ভেবেছিলাম সবাই ভালো করবে, দ্বিতীয় সপ্তাহে (গদর মুক্তির পরের সপ্তাহে) আমরা আসছি। তবে এহেন সুনামির আভাস পাইনি।’
পরিচালকের বিশ্বাস ঘুমরের মতো ছবি চলার জন্য কিছু সময় দরকার হয়। লোকমুখে প্রচারই এই ছবির একমাত্র অস্ত্র। সেই সুযোগটাই পায়নি ঘুমর। তিনি বলেন- ‘লোকে হলমুখী হয়নি তা নয়। কিন্তু কোনওকোনও সময় একটা উপযুক্ত পরিবেশ লাগে। আমরা চেষ্টা করেছি, পারিনি। সন্ধ্যার শো টাইম ফাঁকা পাইনি’।
শুধু গদর ২ সুনামি নয়, স্বাধীনতার ঠিক আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘ওএমজি ২’-র থেকেও কড়া টক্কর সইতে হয়েছে এই ছবিকে। অক্ষয়-পঙ্কজ অভিনীত এই ছবিও বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে হিন্দি ছবির ইতিহাসের তৃতীয় ছবি হিসাবে ৫০০ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে গদর ২। জওয়ান খুব শীঘ্রই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবে।
মুক্তির প্রথম দিন দেশ জুড়ে এক কোটি টাকারও টিকিট বিক্রি হয়নি পরিচালক আর বাল্কির ‘ঘুমর’-এর। Sacnilk.com-এর রিপোর্টানুসারে প্রথম দিন ছবির কালেকশন ছিল মাত্র ৮৫ লক্ষ টাকা। দুই স্টার-পাওয়ারের চাপে কোণঠাসা হয়ে পড়ে ঘুমর। পাশাপাশি সেই সময় দক্ষিণী ছবি ‘জেলার’-এরও রমরমা ছিল দেশজুড়ে।
ব্যর্থ-মদ্যপ ক্রিকেটার অভিষেকের হাত ধরে কীভাবে দেশের জার্সিতে খেলবার স্বপ্নপূরণ হবে এক হাত কাটা সায়ামির সেই গল্পই উঠে এসেছে ‘ঘুমর’-এ। ছোট থেকেই ক্রিকেটই সায়ামির ধ্যান-জ্ঞান। দুর্দান্ত এই ব্যাটার টিম ইন্ডিয়ার হয়ে খেলবার সুযোগও পায়। কিন্তু ভাগ্যের পরিহাস! সড়ক দুর্ঘটনায় এক হাত বাদ পড়ে তাঁর। অবসাদ ঘিরে ধরে তাঁকে, জীবন শেষ করে দেওয়ার চেষ্টাও করে ব্যাট হাতে না ধরতে না পারার যন্ত্রণায় কাতরাতে থাকা সায়ামি। এরপর ব্যাট ছেড়ে একহাতে বল তুলে নেবে সে। মদ্যপ কোচের হাত ধরেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর লড়াই।
প্রসঙ্গত, আর বাল্কির অন্য সব ছবির মতো এই ছবিরও অংশ থেকেছেন অমিতাভ। তাঁর দেখা মিলেছে ক্যামিও চরিত্রে। ক্রিকেট মাঠে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে তাঁকে। কাকতালীয়ভাবে গদর ২-র আগে সানির শেষ রিলিজ ছিল চুপ রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট', সেই ছবির পরিচালক ছিলেন আর বাল্কি।