এদিন ফসিলস ঝড়ে ভেসে গিয়েছে গোটা কলকাতা। ২৬ নভেম্বর শহরের বুকে নিক্কো পার্কে বসেছিল রূপম ইসলামের শোয়ের আসর। গোটা শহর সাক্ষী থাকল তিন ঘণ্টা ফসিলস ঝড়ের। এখানে রূপম ইসলাম এবং তাঁর ব্যান্ড মেম্বাররা একটার পর একটা জনপ্রিয় গান গান। সঙ্গে দেন বিশেষ বার্তাও। ফসিলসের শো দেখতে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা হাজির ছিলেন।
ফসিলসের শো দেখতে এসেছিলেন কারা?
নিক্কো পার্কে এদিন ভিড় জমেছিল দেখার মতো। কালো জামায় ভরে উঠেছিল অনুষ্ঠানের জায়গা। তার মধ্যেই নজর কাড়লেন টলিউডের অভিনেতা, অভিনেত্রীরা। প্রথম সারিতে দাঁড়িয়ে তাঁরা উপভোগ করেন রূপম ইসলামের গান। এদিন হাজির ছিলেন গাঁটছড়া ধারাবাহিক খ্যাত রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি যে রূপম ইসলামের ভক্ত সেট সকলেই জানেন। মাঝে মধ্যেই তাঁকে ফসিলসের শোতে দেখা যায়। এছাড়া তাঁর সঙ্গে গাঁটছড়া ধারাবাহিকের একাধিক অভিনেতারা ছিলেন। আয়ুষ্মান, ওরফে আর্য দাশগুপ্তকে উপভোগ করতে দেখা যায় ফসিলসের শো। এছাড়া কালো পোশাক পরে এসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকারও। ড্রিঙ্কস খেতে খেতেই এনজয় করেন গান। তাঁদের হেড ব্যাংও করতে দেখা যায় এদিন।
আরও পড়ুন: সুরেলা সফরের শেষ! সারেগামাপার বিজয়ীর খেতাব জয় বাংলার কাবোর, দ্বিতীয় হলেন কে?
আরও পড়ুন: 'এবার মানুষ বাঁচার জন্য...' নতুন যুদ্ধের আহ্বান রূপমের, ইজরায়েল-প্যালেস্তাইনের বিরুদ্ধে কী বললেন গায়ক?
ফসিলস ঝড়ে ইজরায়েল প্যালেস্তাইন নিয়ে বার্তা রূপমের
ফসিলসের অনুষ্ঠান থেকে এদিন রূপম ইসলাম বলেন, 'যুদ্ধের মহামারী দেখা দিয়েছে। পৃথিবীতে আবার যুদ্ধ বেঁধেছে। করোনার থেকে খারাপ এই মহামারী কারণ এটা মানুষের চাহিদার জন্য সৃষ্টি। যুদ্ধ উদ্ধত দুটো দেশের ছবি বারবার প্রকাশ্যে আসছে।' তিনি এদিন হুংকার দিয়ে বলেন, 'আমি মনে করি ওঁরা কথার খেলাপ করেছেন। যাঁরা কথার খেলাপ করেন তাঁদের বিরুদ্ধে আমি একজনকে ডাকতে পারি। তাকে বলব বিশ্ব শান্তির যুদ্ধ করতে হবে তাকে। যুদ্ধবাজ নেতাদের বিপক্ষে দাঁড়াতে হবে তাকে। এই যুদ্ধে মানুষ মরবে না। বাঁচবে। বাঁচার জন্য যুদ্ধ করবে। বাঁচার কথা বলবে, ভালোবাসার জন্য লড়বে। ঘৃনা নয়, প্রতিশোধ নয়। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে ভন্ড নেতাদের বিরুদ্ধে নিতে হবে।'