একফালি জমি নিয়ে বহুদিন ধরেই অশান্ত হয়ে আছে ইজরায়েল এবং প্যালেস্তাইন। মাঝে মধ্যে সেখান থেকে ভয়াবহ ছবি উঠে আসছে। আসছে গায়ে কাঁটার দেওয়ার মতো খবর। এমন কঠিন সময় দাঁড়িয়ে রূপম ইসলাম তাঁর শো থেকে যুদ্ধ থামানোর বার্তা দিলেন। নিক্কো পার্কে ২৬ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে ফসিলস ঝড়। সেখানেই গান গাওয়ার আগে বিশেষ বার্তা দিলেন গায়ক।
ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে কী বললেন রূপম?
ফসিলসের অনুষ্ঠান থেকে এদিন রূপম ইসলাম বলেন, 'যুদ্ধের মহামারী দেখা দিয়েছে। পৃথিবীতে আবার যুদ্ধ বেঁধেছে। করোনার থেকে খারাপ এই মহামারী কারণ এটা মানুষের চাহিদার জন্য সৃষ্টি। যুদ্ধ উদ্ধত দুটো দেশের ছবি বারবার প্রকাশ্যে আসছে।' তিনি এদিন হুংকার দিয়ে বলেন, 'আমি মনে করি ওঁরা কথার খেলাপ করেছেন। যাঁরা কথার খেলাপ করেন তাঁদের বিরুদ্ধে আমি একজনকে ডাকতে পারি। তাকে বলব বিশ্ব শান্তির যুদ্ধ করতে হবে তাকে। যুদ্ধবাজ নেতাদের বিপক্ষে দাঁড়াতে হবে তাকে।'
রূপম এই শান্তির যুদ্ধের প্রসঙ্গে বলেন, 'এই যুদ্ধে মানুষ মরবে না। বাঁচবে। বাঁচার জন্য যুদ্ধ করবে। বাঁচার কথা বলবে, ভালোবাসার জন্য লড়বে। ঘৃনা নয়, প্রতিশোধ নয়। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে ভন্ড নেতাদের বিরুদ্ধে নিতে হবে।'
আরও পড়ুন: পশুদের কাজকর্মের সঙ্গে চরিত্রের হুবহু মিল! অ্যানিম্যাল মুক্তির আগে কী ইঙ্গিত দিলেন রণবীর?
আরও পড়ুন: বক্স অফিসে 'কুরবান'-এর ভরাডুবি, হতাশা উগরে অঙ্কুশ লিখলেন, 'এখন দোষ দেওয়া ছাড়া...'
এরপরই তিনি তাঁর জনপ্রিয় গান নেমেসিস শুরু করেন। উল্লাসে, চিৎকারে ফেটে পড়েন দর্শকরা। মঞ্চ দাপিয়ে অন্যদিকে গান গাইতে থাকেন রূপম ইসলাম।
কে কী বলছেন?
এক ব্যক্তি তাঁর এই পোস্টে লেখেন, 'আপনার কথা শুনে রীতিমত গায়ে কাঁটা দিয়ে উঠল।' কেউ আবার লেখেন, 'এই গানটার সঙ্গে এমন কথা ভাবাই যায় না। দুর্ধর্ষ।' মাত্র কয়েক ঘণ্টা আগে পোস্ট করা এই ভিডিয়োর ভিউজ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই।