Phulki: দেখতে দেখতে ২০০ পর্ব পার, 'ফুলকি'র সেটে কীভাবে হল সেলিব্রেশন, চলুন দেখে নি…
Updated: 30 Dec 2023, 10:09 PM ISTপরিবার ও বক্সিংয়ের টানাপড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে দমকা হাওয়ার মতো হাজির হয় ‘ফুলকি’। নায়কের নাম রোহিত, আর নায়িকা ফুলকি। দুজনে অবশ্য ভিন্ন মেরুর বাসিন্দা। ধারাবাহিকের গল্পে রোহিত একজন প্রাক্তন বক্সার। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে সে বের হয়ে আসতে চাইলেও পারেনা। এদিকে হঠাৎই তাঁর সঙ্গে ফুলকির দেখা।
পরবর্তী ফটো গ্যালারি