এই মুহূর্তে অ্যানিম্যাল-এর মিউজিক লঞ্চ, প্রচারের কাজে চূড়ান্ত ব্যস্ত ববি দেওল। ২৪ নভেম্বর, শুক্রবার ছিল অ্যানিম্যাল-এর মিউজিক লঞ্চ। তবে ববি দেওল, রণবীর কাপুর নন 'অ্যানিম্যাল'-এর মিউজিক লঞ্চে নজর কাড়লেন অন্য একজন। ইনি আর কেউ নন ববি দেওল পুত্র ‘আর্যমান’।
'অ্যানিম্যাল'-এর মিউজিক লঞ্চে ববি দেওল, রণবীর কাপুরের সঙ্গে হাজির ছিলেন বছর ২২এর আর্যমান। বাবা ববি এবং রণবীর কাপুরদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজও দিতে দেখা গিয়েছে আর্যমানকে। আবার কখনও অনুষ্ঠানের ফাঁকে বাবার সঙ্গে হাসিমুখে গল্প করতে দেখা গেল ববি পুত্রকে। অ্যানিম্যাল-এর টিজার লঞ্চ অনুষ্ঠান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ববি পুত্র।
এদিন মিউজিক লঞ্চের অনুষ্ঠানের পর আর্যমানকে নিয়ে রণবীর ও ববিকে ডিনারে যেতেও দেখা যায়। এর আগে ছেলে আর্যমানকে নিয়ে কথা বলতে গিয়ে ববি দেওল বলেছিলেন, আমি আমার দুই ছেলে আর্যমান ও ধরমকে আর পাঁচজন সাধারণ বাচ্চাদের মতোই বড় করেছি। ওদের বুঝিয়েছি, ওরা স্পেশাল কেউ নয়। তবে আমার ছেলেরা একটু লাজুক। ববি জানিয়েছিলেন, তাঁর ছেলেরা এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করছেন। তবে তাঁর ছেলেদের ভবিষ্যতে অভিনয়ে আসার কথাও নিশ্চিত করেছিলেন ববি। তাই অনেকেই মনে করছেন, ছেলের সঙ্গে মিডিয়ার পরিচয় করাতেই 'অ্যানিম্যাল'-এর মিউজিক লঞ্চে আর্যমানকে এনেছিলেন ববি।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যানিম্যাল-এর টিজার। যার জেরে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন রণবীর ও ববি। অ্যানিম্যাল নিয়ে কথা বলার সময় রণবীর বলেন, ‘অ্যানিম্যাল হচ্ছে কাভি খুশি কাভি গম-এর অ্যাডাল্ট ভার্সন। আমাকে যদি এক লাইনে এই ছবিকে বর্ননা করতে হয় তাহলে বলব, এমন এক মানুষের গল্প যে নিজের পরিবারকে রক্ষা করতে যতদূর খুশি যেতে পারে। এটাই হল এই ছবির মূল কথা।’
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর বলেন, ‘অর্জুন’ চরিত্রটা ‘আমার কেরিয়ারের সবচেয়ে জটিল চরিত্র। আপনি কাউকে মারলেন, রক্ত বেরিয়ে এল। ১০ সেকেন্ডে আপনি তা দেখে বোর হয়ে যাবেন। হিংস্রতা হচ্ছে মাথায়, কতটা একটা মানুষের মাথা নিতে পারে! কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রতিপক্ষে থাকা ববি স্যার নাকি আমি। এই সিনেমাটা দেখার পর সমাজ, দর্শক এই প্রশ্নই করবে।’