প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি দুজনেই। তবে জাহ্নবী-শিখরের প্রেম বলিপাড়ার ওপেন সিক্রেট। তাঁদের কাছের মানুষরা ঘুরিয়ে-পেঁচিয়ে বহুবার এই সম্পর্কে সিলমোহর দিয়েছেন। এবার খোলাখুলি শিখর পাহাড়িয়াকে নিয়ে মুখ খুললেন বনি কাপুর।
জাহ্নবী ভক্তদের অজানা নয় শিখরের সঙ্গে কাপুর পরিবারের সমীকরণ। অভিনয়ের দুনিয়ায় পা রাখার আগেই শিখরের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন জাহ্নবী। তবে ভেঙে যায় সেই সম্পর্ক। তবে করোনাকালে ফের জোড়া লাগে প্রেম। এখন হামেশাই একসঙ্গে লেন্সবন্দি হন দুজনে। শুধু পার্টি কিংবা ডিনার ডেট নয়, তিরুমালার মন্দিরেও জাহ্নবীর পাশে শিখর। বোঝা যায় তাঁদের সম্পর্কের গভীরতা।
সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত ছিলেন বনি কাপুর ও শিখর পাহাড়িয়া। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল না জাহ্নবীর জীবনের দুই পুরুষকে। সেই নিয়ে প্রশ্ন করতেই অবাক করা জবাব বনির। তিনি বলেন, ‘ও ছবি তুলতে চায়নি। আমি জানি না সঠিক কারণনি, হয়ত ও চায়নি আমার থেকে লাইমলাইট কাড়তে।’
এরপর হবু জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ বনি। বললেন, ‘আমি শিখরকে প্রচণ্ড ভালোবাসি। বছর কয়েক আগে জাহ্নবীর সঙ্গে ওর প্রেম ছিল না, তখনও আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল’। এরপর বনি যোগ করেন, ‘আমি তো শুরু থেকেই জানতাম ও জাহ্নবীর প্রাক্তন হতে পারে না। ও সবসময় পাশে থাকার ছেলে’। দুঃসময়ে গোটা কাপুর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর, জানান বনি। বলেন, ‘নিজের সাধ্যমতো কঠিন সময়ে ও সকলের পাশে থেকেছে। জাহ্নবীর হোক, আমার কিংবা অর্জুনের। আমাদের কাছে ওর সাপোর্ট রয়েছে, সেটা ভাবতে ভালো লাগে’।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। আদর করে জাহ্নবী প্রেমিককে শিখু বলে ডাকেন। কফি উইথ করণের মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। জাহ্নবীর বোন, খুশি কাপুরের সঙ্গেও দারুণ বন্ডিং শিখরের।
জাহ্নবীর প্রেমের ইতিহাস বেশ লম্বা। প্রথম ছবির কোস্টার ইশান খট্টরের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গেও একটা সময় জাহ্নবীর প্রেমের চর্চা শোনা গিয়েছিল। ডিয়ার জিন্দেগির প্রিমিয়ারে অক্ষতের সঙ্গে এসেছিলেন, শ্রীদেবীর মৃত্যুর পরও হাজির ছিলেন অক্ষত। তবে জাহ্নবী বলিউডে পা রাখার পরই এই সম্পর্ক ফিকে হতে শুরু করে। এখন জাহ্নবীর জীবনে ফিরে এসেছে পুরোনো প্রেম। কাঙ্ক্ষিত পরিণতি পাবে এই সম্পর্ক? জবাবের অপেক্ষায় ভক্তকূল।